টেক্সটাইল বুক শপ Textile Book Shop

টেক্সটাইল বুক শপ Textile Book Shop দেশের যে কোন স্থানে কুরিয়ার করে বই পা? we share the textile news

01/11/2024

বাপ দাদারা কড়া রোদে কাজ করে গেছে বলেই অসুখ বিসুখ কম ছিলো।
আমরা ছায়ায় কাজ করি বলে অসুখ বিসুখ বেশি।
রোদ একটা ভাল জিনিস এবং এ-ই সময়ে একমাত্র জিনিস যেটাতে কোন ভেজাল নাই।

Female দের জন্যে MNC তে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে ওয়েবিনার।জুম মিটিং এ সবার জন্যে উন্মুক্ত।আগ্রহীরা চাইলে জয়েন করতে পারেন।...
15/07/2024

Female দের জন্যে MNC তে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে ওয়েবিনার।
জুম মিটিং এ সবার জন্যে উন্মুক্ত।
আগ্রহীরা চাইলে জয়েন করতে পারেন।
নিচে ডিটেইলস দেয়া আছে।

Unlock the future of textile engineering careers with our exclusive webinar, "𝐓𝐞𝐱𝐭𝐢𝐥𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫𝐬: 𝐍𝐚𝐯𝐢𝐠𝐚𝐭𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐌𝐍𝐂 𝐋𝐚𝐧𝐝𝐬𝐜𝐚𝐩𝐞 & 𝐅𝐞𝐦𝐚𝐥𝐞 𝐉𝐨𝐛 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐓𝐞𝐱𝐭𝐢𝐥𝐞 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫" This session is organized by 𝐁𝐔𝐓𝐄𝐗 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐂𝐥𝐮𝐛, is designed to provide deep insights into the dynamic world of textile engineering and its vast career opportunities.

Our esteemed speaker, 𝐓𝐨𝐰𝐡𝐢𝐝𝐚 𝐅𝐞𝐫𝐝𝐨𝐮𝐬𝐢, brings a wealth of experience as a 𝐌𝐞𝐫𝐜𝐡𝐚𝐧𝐝𝐢𝐬𝐞𝐫 at 𝗡𝗲𝘄𝘁𝗶𝗺𝗲𝘀 𝗚𝗿𝗼𝘂𝗽 𝗼𝗳 𝗖𝗼𝗺𝗽𝗮𝗻𝗶𝗲𝘀 𝗟𝘁𝗱. and as an 𝑨𝒅𝒗𝒊𝒔𝒐𝒓𝒚 𝑷𝒂𝒏𝒆𝒍𝒊𝒔𝒕 at 𝐁𝐔𝐓𝐄𝐗 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐂𝐥𝐮𝐛. She will guide you through the complexities of building a successful career in multinational corporations (MNCs) and highlight the unique challenges and opportunities for women in the textile sector. Engage directly with our guest in an interactive '𝑸𝑵𝑨 𝑺𝒆𝒔𝒔𝒊𝒐𝒏' to get personalized advice and answers to your questions.

Don't miss this chance to gain valuable insights and practical advice from an experienced professional. Whether you're a student, a recent graduate or a professional looking to advance your career, this webinar is a must-attend event.

📅 𝐃𝐚𝐭𝐞: 17th July.
⏰ 𝐓𝐢𝐦𝐞: 9:00 PM.
📍 Zoom Platform.

Mark your calendar and join us for an evening of learning and inspiration.




N.B: Webinar link is pinned in first Comment.

08/04/2024
05/04/2024

শ্রমিকদের ডিম আর কলা খেতে দেয়া হয় কেন জানেন?

একটা প্রশিক্ষনে প্রশিক্ষক একটা গল্প বলেছিলেন।

জানেন, গরমের সময় শ্রমিকদের কেন ডিম,কলা আর সেলাইন খেতে দেয়া হয়?
- যাতে করে শ্রমিক চাংগা থাকে।

ভুল, এটা এজন্যে দেয়া হয়, যাতে শ্রমিক মাথা ঘুরে মেশিনের উপর না পড়ে।

-মানে?

মানে হলো, শ্রমিক যদি গরমে কাজ করতে গিয়ে মাথা ঘুরে যে কোন দিক পড়ে, তাতে অসুবিধা নাই, কিন্তু যদি মেশিনের উপর পড়ে, তাইলে সে কিমা হয়ে যাবে। আর সেই কিমা সাফ করতে গেলে দুই দিন প্রোডাকশন বন্ধ থাকতে পারে।

15/03/2024

চাকুরি ক্ষেত্রে উন্নতি করা বেশিরভাগ লোকেরই সিজিপিএ ৩ এর কম ছিলো।

কথাটা ছাত্রদেরকে ভাল রেজাল্ট করতে ডিমোটিভেট করে দেয় বলেই আমার মনে হয়।

রেজাল্ট করার দরকার নাই -এ কথা মনে হলে দরকার নাই রেজাল্ট করার।
বাদ দাও রেজাল্ট করার চিন্তা।কোন সমস্যা নাই।

কিন্তু রেজাল্ট করার চিন্তা বাদ দিলে যে বিশাল একটা ফাকা সময় পাবে তার কি করবে???

শুয়ে বসে ফেসবুকিং করে আর সিনেমা দেখে সিজিপিএ ৩ এর কম নিয়ে চাকুরিতে ঢুকে ভাল কিছু করার আশা একটু বাড়াবাড়ি নয় কি????

যিনি সিজিপিএ ৩ এর কম নিয়ে চাকুরিতে উন্নতি করেছেন তিনি ঐ ফাকা সময়টাতে অন্য কিছু করেছেন।
হয় রাজনীতি করেছেন,নয় কোন ক্লাবের সাথে যুক্ত হয়ে সময় কাটিয়েছেন নয়তোবা কোন একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স কমপ্লিট করে রেখেছেন।

রেজাল্ট হয়তোবা কিছুই না কিন্তু যার টিচার হবার ইচ্ছা বা বাইরের দেশে হায়ার স্টাডিজ করার ইচ্ছা -তার জন্যে এটাই সব।

নিজের মোটিভেশন নিজেরই ধরে রাখা উচিত।
মার্চেন্ডাইজিং এর জন্যে আহামরি রেজাল্ট লাগে না।
ইম্প্রেশন যদি মার্চেন্ডাইজিং এর দিকে থাকে তবে রেজাল্ট করার চেয়ে নিজের ইংলিশ স্পিকিং অথবা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার দিকেই নজর দেয়া ভাল মনে হয়।

(উপরের পুরোটাই ব্যক্তিগত মতামত।ভুলত্রুটি হওয়ারই সম্ভাবনা বেশি।তবুও কেন জানি মনে হয় এই রাস্তা ধরে চিন্তা করলে ঠকবেন না)

15/03/2024
14/03/2024

কারো প্রতি শ্রদ্ধা বজায় রাখার সর্বশ্রেষ্ঠ উপায় হলো, তার সাথে দেখা না করা।

14/03/2024

ছেলেবেলাটা এখনও যেনো উঁকি মারে, আর কানে কানে বলে, বড়োতো হয়ে গেলি কেমন লাগছে এবার

14/03/2024

“বলার চেয়ে শোনা বেশি গুরুত্বপূর্ণ কারণ বলার সময় তুমি যেটা জানো সেটাই বলবে আর শুনলে নতুন কিছু শেখার সুযোগ মিলবে”

14/03/2024

যদি রংধনু দেখতে চাও, তাহলে বৃষ্টি সহ্য করতে হবে...

14/03/2024

মানুষ তখনি তার কাজ কে ভালোবাসে যখন সে ছুটিতে থাকে...

14/03/2024

আমরা সবসময় অন্যের সুখ দেখি আর এটাই হলো আমাদের সবচেয়ে বড়ো অসুখ...

14/03/2024

যে ছেলে-মেয়েরা পড়াশোনার জন্য একবার বাড়ির বাহিরে বের হয়ে যায়, এরা আর সহজে বাড়িতে ফিরে যেতে পারে না✈️💔🎓

14/03/2024

মার্চেন্ডাইজার হিসেবে ক্যারিয়ার শুরু করার পর প্রথম প্রথম এক্সেসরিজ সাপ্লায়ারদের মুখে "স্যার" শুনে খুব মজা লাগতো।পরে দেখি উনারা ২০-২৫ বছর যাবত এই ব্যবসা করে আসছে সাথে ঢাকাতেও দুই তিনটা ফ্ল্যাটের মালিক।

তখন ভাবতাম ফ্ল্যাটের মালিক হলে কি হবে? আমাকে তো "স্যার" ডাকছে।

কিন্তু দিনশেষে স্যার জাস্ট একটা সম্বোধন মাত্র।
এইটা সম্মানিত একটা সম্ভাষন আপনার প্রতি।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when টেক্সটাইল বুক শপ Textile Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share