Ibnul Zaki

Ibnul Zaki Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ibnul Zaki, Digital creator, Dhaka.

04/08/2024

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

বাঁধন ছেঁড়ার হয়েছে কাল
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

আমি বিদ্রোহী, বাংলার সন্তান, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, আমার কণ্ঠে জাগে, ন্যায়ের সুরে, আমি জাগ্রত, আমি অপ...
30/07/2024

আমি বিদ্রোহী, বাংলার সন্তান,
অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে,
আমার কণ্ঠে জাগে, ন্যায়ের সুরে,
আমি জাগ্রত, আমি অপ্রতিরোধ্য।

শোষণের শৃঙ্খল ভাঙতে হবে,
অত্যাচারের অন্ধকারে আলো আনতে হবে।
আমি বিদ্রোহী, আমি অগ্নি,
আমার হৃদয়ে জ্বলে, স্বাধীনতার আগুন।

তরুণের কণ্ঠে, বৃদ্ধের দৃষ্টিতে,
আন্দোলনের সুর বাজে, প্রতিটি হৃদয়ে।
আমি বিদ্রোহী, আমি অপ্রতিরোধ্য,
বাংলার মাটিতে, আমি জাগ্রত।

অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে,
আমরা সবাই একসাথে, হাতে হাত রেখে।
আমি বিদ্রোহী, বাংলার সন্তান,
স্বাধীনতার পথে, ন্যায়ের পথে।

আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেওনানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা করা হবে।কিন্তু অন্য...
14/10/2020

আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও
নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা করা হবে।

কিন্তু অন্যান্য বছরের মতো এই দিবসটি শুধু হাত ধোয়া দিবসেই নয়,
বরং করোনা কালীন সময়ে আমাদের কাছে দিনটি প্রয়োজন হয়ে দেখা দিয়েছে।

দৈনন্দিন জীবনে আমরা আমাদের হাত দিয়ে অসংখ্য কাজ করে থাকি। কাজ করতে গিয়ে
আমাদের হাত অসংখ্য জীবাণুর সংস্পর্শে আসে, যার ফলে নানা রোগের সৃষ্টি হয়।
এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে
শিশুদের ডায়রিয়া প্রতিরোধ হয় শতকরা ৩২ ভাগ, স্বাস্থ্য শিক্ষায় ৩২ ভাগ,
বিশুদ্ধ পানি সরবরাহে ২৫ ভাগ আর সঠিক নিয়মে হাত ধুলে ৪৪ ভাগ।
অনেক ক্ষেত্রেই সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস একটি ভালো ভ্যাকসিনের চেয়েও বেশি কাজ করে।
তাই বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, শুধু খাবার আগে ও টয়লেট ব্যবহারের পর নয়
বরং কিছুক্ষন পরপর সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস সহজেই করোনার মতো ভয়াবহ রোগের আক্রমণ থেকে আমাদের রক্ষা করতে পারে।

সাবান দিয়ে হাত ধোয়ার মতো সহজ এবং জীবনরক্ষাকারী অভ্যাসের চর্চা ও সচেতনতা
বাড়ানোর উদ্দেশ্যেই এই দিবস টির আবির্ভাব কিন্তু করোনা কালিন সময়ে
আমরা বুঝতে পেরেছে ঘনঘন সঠিক নিয়মে হাত ধোয়ার প্রয়োজনীয়তা।
আসুন সবাই মিলে আমাদের পৃথিবীকে বসবাস যোগ্য করে তুলি এবং এই দিবস উপলক্ষে
সঠিক নিয়মে ঘনঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবনের আহবান করি।

খেলা এবার জমবে !!!Facebook Ads Design নিয়ে কিছুটা স্বস্তি পেলো Social Media Marketer ও Graphic Designer-গণ। ফেইসবুক তার ...
28/09/2020

খেলা এবার জমবে !!!
Facebook Ads Design নিয়ে কিছুটা স্বস্তি পেলো Social Media Marketer ও Graphic Designer-গণ।
ফেইসবুক তার Last update-এ ২০% টেক্সট rules উঠিয়ে দিয়েছে।

Source News - 307

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibnul Zaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share