Love Bird

Love Bird This page is officially use for infotainment. So guys to remove boringness & sadness, please stay connected with us & Always keep smile on your face. ���

৭ই মুহাররম |একটি শিশু, যার বয়স তেরো বছরের বেশি ছিল না, তাঁবুর এক কোণে বসেছিল। তার মনে সন্দেহ ছিল—সে কি আশুরার দিন শহীদদ...
03/07/2025

৭ই মুহাররম |
একটি শিশু, যার বয়স তেরো বছরের বেশি ছিল না, তাঁবুর এক কোণে বসেছিল। তার মনে সন্দেহ ছিল—সে কি আশুরার দিন শহীদদের তালিকায় আছে?

সে বলল:
“চাচাজান! আমি কি শহীদদের তালিকায় আছি?”

ইমাম হুসাইন (আ.) এই প্রশ্ন শুনে অনেক কেঁদেছিলেন। তিনি কাসিমকে কোনো উত্তর দেননি।

হে কারবালার মজলুমের শোক পালনকারীরা!
আপনার হৃদয়কে দৃঢ় করুন এবং চিন্তা করুন। ইমাম হুসাইনের (আ.) ভাষ্যমতে, পরদিন অনেক হৃদয়বিদারক ঘটনা ঘটার কথা ছিল।

এই তেরো বছরের কাসিম আশুরার দিনে ইমামের কাছে এল। তার শরীর তখনও পূর্ণরূপে বিকশিত হয়নি, যাতে অস্ত্র-সজ্জা ধারণ করা যায়। যুদ্ধের বর্ম ও হেলমেট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি হতো, এবং সেগুলো শিশুদের মাথায় ঠিকমতো বসত না।

কাসিম অনুরোধ করল:
“প্রিয় চাচা! এখন আমার যাওয়ার পালা। দয়া করে আমাকে অনুমতি দিন।”

এটা মনে রাখা জরুরি যে আশুরার দিনে কেউই ইমামের অনুমতি ছাড়া ময়দানে যেত না। প্রত্যেকে আগে বলত:
“আসসালামু আলাইকা ইয়া আবা আব্দিল্লাহ।”
তারপর বলত:
“মাওলা! অনুগ্রহ করে আমাকে অনুমতি দিন।”

ইমাম হুসাইন (আ.) সহজে কাসিমকে অনুমতি দেননি। বরং, কাসিমকে দেখে তিনি কাঁদতে শুরু করলেন। ইমাম ও কাসিম একে অপরকে জড়িয়ে ধরে কান্না করলেন।

লিখা আছে—কাসিম ইমামের হাত ও পা চুমু খেতে লাগল।
যদিও ইমাম হুসাইন (আ.) কাসিমকে অনুমতি দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর জিহ্বা তা বলার শক্তি হারিয়ে ফেলেছিল।

অবশেষে তিনি হাত মেলে বললেন:
“হে আমার ভাইয়ের স্মৃতি! এসো, তোমায় জড়িয়ে ধরে বিদায় জানাই।”
কাসিম ইমামকে জড়িয়ে ধরলেন, আর চাচা তাঁর ভাতিজাকে বুকে টেনে নিলেন।

লিখা আছে—তারা এত বেশি কাঁদলেন যে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

তারপর কাসিম ময়দানে গিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন।
তিন দিন তৃষ্ণার্ত এই কিশোর আর সহ্য করতে পারল না।
সে ঘোড়া থেকে পড়ে গেল। তখন যুদ্ধের ঘোড়াগুলো একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে দৌড়াতে লাগল। সেই ঘোড়ার দল কাসিমের ওপর দিয়ে ছুটে গেল, আর তাকে পিষে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলল।

02/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

01/07/2025

Why Shia muslims beat themselves in Muharram?

Shia Muslims beat themselves as a way of expressing their mourning for Hussain ibn Ali, the grandson of the Prophet Muhammad (PBUH), who was martyred in Karbala. A brief overview of the story behind his martyrdom is as follows:

After the death of Muawiya ibn Abi Sufyan, his son Yazid took over the caliphate of the Islamic state. Historians of both the Sunni and Shia schools attest that Yazid was a corrupt individual. Imam Dhahabi and Ibn Kathir (both Sunnis) record Yazid drinking alcohol. According to the famous historian al-Tabari, Yazid did not even believe in Islam. In his Tarikh (volume 8, page 187) Yazid is quoted to have said:
"Hashim (meaning the trible of the Prophet) played with rule (claiming to have a Prophet in their midst), otherwise nothing came from God, nor any revelation was sent.”

As a result of these and other vices present in Yazid, Hussain refused to give his allegiance. Yazid was stubborn. He either wanted Hussain’s allegiance or his death. In his travels, Hussain and his family were forced to camp at Karbala and were trapped by Yazid’s army. In the end, Hussain was beheaded and his family taken captive. This is the short narrative of the battle of Karbala, which took place on the 10th of Muharram 61AH. Those interested in learning more can watch our video on the battle.

Shias, in their theology, believe Hussain is a divinely appointed representative of God on Earth, an Imam. It’s important here to note that they don’t take Hussain as a divine individual himself, i.e. a God, nor do they take him as a Prophet. But they do believe that he is chosen by God to uphold and interpret the teachings of Prophet Muhammad after his death – one of 12 – starting with his father Ali ibn Abi Talib and ending with the Mahdi, which Sunnis also believe in (with some minor differences).

This was a little preamble for those who may not be aware of the status of Hussain in the eyes of the Shia. Back to the main topic. The way Hussain died was very gruesome. History states that not only was he beheaded, but his dead body was also mutilated and trampled upon. Additionally, his head was paraded on a spear. Now, let’s look at these events from a Shia Muslim’s perspective. For them, a divinely appointed leader has been killed in a brutal way. It evokes heavy and strong emotions, and to mark and remember this occasion, Shia Muslims hold mourning ceremonies across the world.

A part of this mourning ceremony involves beating or hitting oneself. But for the majority, this isn’t beating to the extent of excessive blood loss. Yes, a minority of Shia Muslims do this, and later on, we’ll discuss what leading Shia scholars, and Ayatullahs have to say on the matter and whether this extreme level of practice has an Islamic basis. The vast majority of Shias slap or hit their chests in a rhythmic manner whilst the speaker recites poetry and eulogies about Hussain, his family and companions. With slight variations, Shias from India to Lebanon perform this ritual on the first 10 days and nights of Muharram.

The chest-beating isn’t the only part of a Shia Muslim’s mourning ceremony for Hussain. As mentioned, they recite poetry and hold talks and discussions around remembering the martyrs of Karbala, re-emphasising the importance of standing up against evil and having good morals and extrapolating practical lessons that we can imbibe in our life to become better Muslims.

৫ম মহররম | হযরত ইমাম হুসাইন (আ.) তাঁর শৈশবের বন্ধু হাবিব ইবনে মাজাহিরকে একটি চিঠি লেখেন।হাবিব তখন কুফায় অবস্থান করছিলেন...
01/07/2025

৫ম মহররম | হযরত ইমাম হুসাইন (আ.) তাঁর শৈশবের বন্ধু হাবিব ইবনে মাজাহিরকে একটি চিঠি লেখেন।

হাবিব তখন কুফায় অবস্থান করছিলেন। কুফা ছিল চারপাশ থেকে অবরুদ্ধ – কেউ কুফা ছাড়তে পারছিল না। হাবিব জানতেন না ইমাম হুসাইন কোথায় আছেন, যতক্ষণ না পর্যন্ত হুসাইনের চিঠি তার বাড়িতে পৌঁছায়।

চিঠি আসার সময় হাবিব তার স্ত্রী ও ছোট ছেলের সঙ্গে সকালের নাস্তা করছিলেন। তিনি চিঠিটি পড়ে ফেলেন, চিঠিটি চুমু খান এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। তার স্ত্রী জিজ্ঞাসা করেন, “কি হয়েছে হাবিব?”

হাবিব উত্তর দেন, “এটা আমার প্রভু হুসাইনের চিঠি। তিনি আমাকে কারবালায় যেতে বলেছেন। ইয়াজিদের সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে এবং তার প্রাণ নিতে চায়।”

হাবিবের স্ত্রী বলেন,
“হাবিব! তোমার শৈশবের বন্ধু তোমাকে ডাকছে। তোমার প্রভু তোমার সাহায্য চাচ্ছেন। তুমি এখনো কেন বসে আছো? যাও হাবিব, যাও – এর আগে যে দেরি হয়ে যায়!”

হাবিব কারবালায় পৌঁছান সন্ধ্যার পরে। ইমাম হুসাইন তাকে খুবই স্নেহ ও ভালোবাসার সঙ্গে অভ্যর্থনা জানান।

বিবি জাইনাব শুনলেন হাবিব এসেছেন। তিনি ফিজ্জাকে পাঠিয়ে হাবিবকে সালাম জানান।

এই কথা শুনে হাবিব আর্তনাদ করে উঠলেন। তিনি তার পাগড়ি মাটিতে ছুড়ে ফেলেন এবং কাঁদতে কাঁদতে বলেন,
“কি দুঃখের দিন! কি অবস্থা হয়েছে বিবি ফাতিমার ঘরের! নবীজির দৌহিত্রা, ফাতিমা ও আলির কন্যা – আজ আমাকে সালাম জানাতে ফিজ্জা পাঠাচ্ছেন! আমি তো শুধু একজন সাধারণ ব্যক্তি!”

আশুরার দিনে, দুপুর ও আসরের মাঝামাঝি সময়ে, হাবিব ইমামের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চান। ইমাম প্রথমে তাকে থামান এবং বলেন,
“হাবিব, আমার শৈশবের বন্ধু, তুমি আমার কাছে থাকো। তোমার উপস্থিতি আমাকে সান্ত্বনা দেয়।”

কিন্তু হাবিব বারবার অনুরোধ করতে থাকেন। অবশেষে ইমাম তাকে অনুমতি দেন।

ইমাম হুসাইন নিজে তার প্রিয় বন্ধুকে ঘোড়ায় তুলে দেন। হাবিব ইবনে মাজাহির যুদ্ধে যান। তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত শত্রুদের দ্বারা পরাজিত হন। তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তার পতনের পর এক শত্রু সৈন্য এগিয়ে এসে তার মাথা কেটে ফেলে...

A short while ago, Trump, in a message, indirectly threatened the Supreme Leader of Iran, Imam Khamenei, with death and ...
27/06/2025

A short while ago, Trump, in a message, indirectly threatened the Supreme Leader of Iran, Imam Khamenei, with death and used vile language in an attempt to insult him. His words are so low and disgraceful that they don’t even deserve a response!

But I want to remind him of something:
Study the story of , of Imam Hussain and Yazid, carefully!

Imam Hussain (peace be upon him) sacrificed his life, his family, and his loyal companions for and the truth. Yazid, in an attempt to humiliate this great man, ordered their bodies to be trampled by horses, their sacred corpses to be stripped, and their blessed heads to be paraded from town to town... along with hundreds of other despicable acts.

But today we ask:
Where is now, and where is ?

History has already answered — and it will answer again.

Today, the Hussain of our time and the Yazid of our time are clearly known!

we will never abandon our Hussain 🏴

24/06/2025

ইসরাইলের আত্মসমর্পণ-
যে ইজরায়েল এক সময় নিজেদের ভাবতো অজেয়, সেই রাষ্ট্র এখন কার্যত ইরানের রকেট বৃষ্টিতে উন্মুক্ত মাঠ। একের পর এক হামলায় তাদের সেনাঘাঁটি, কমান্ড সেন্টার, গবেষণা কেন্দ্র, সব জ্বলছে। ইরান শুধু হামলা করেনি, দিয়েছে surgical precision-এ পয়েন্ট ব্ল্যাঙ্ক আঘাত। যুদ্ধ যে শুধু রণক্ষেত্রে হয় না, তা এবার প্রমাণ করলো তেহরান।

Iron Dome- যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ইজরায়েলের গর্ব। এবার সেটাই পরিণত হয়েছে অবিশ্বস্ত ছিদ্রপথে। ৯০% ইন্টারসেপশন রেট নেমে এসেছে ৬০% এর নিচে। আগেই যেটা ছিল “untouchable zone”, আজ সেখানেই পড়ছে বৃষ্টির মতো ড্রোন, মিসাইল, সাইবার স্ট্রাইক।

নেতানিয়াহু, যিনি ‘Mr. Security’ নামে পরিচিত ছিলেন, এখন কার্যত নিঃশব্দ। মিডিয়ার সামনে নেই, কোনো সাহসী বিবৃতি নেই, শুধু নীরবতা। Silence is the new scream
নেতানিয়াহু, যার মুখ থেকে বাণীর বন্যা ঝরতো, আজ সে মুখ বন্ধ। না কোনো হুমকি, না কোনো দাবি শুধু ঠাণ্ডা ঘামে ভেজা বিবর্ণ নীরবতা। এ যেন এক পরাজিত সম্রাটের নিঃশব্দ প্রস্থান। মিডিয়ার সামনে যে মানুষটা দাঁড়িয়ে "we will destroy them" বলে গর্জাতো, সে এখন নিখোঁজ। কোথায় সেই বোল্ড লাইন? কোথায় সেই ফায়ার?
এত বড় ধাক্কা ইজরায়েল তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার পর কখনোই খায়নি। এবার শুধু সামরিক ব্যর্থতা নয়, গোটা আইডেন্টিটিই shaken। ইরান তাদের চোখে চোখ রেখে বলছে "তোমাদের একচেটিয়া আধিপত্য শেষ"।
মজার বিষয় হলো, ট্রাম্প নিজেও বারবার বলছেন "Ceasefire now"। অথচ এই ট্রাম্পই এক সময় বলেছিলেন, "Only force can stop Iran"।
হিজবুল্লাহ সীমান্তে চাপ বাড়াচ্ছে, হামাস তেলআবিবে বার্তা দিচ্ছে, হুথিরা ড্রোন পাঠাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যে একসঙ্গে এত ফ্রন্ট খুলে কেউ ইজরায়েলের মুখে এমন চপেটাঘাত দেয়নি। এটা শুধু যুদ্ধ নয় এটা এক hegemonic myth এর পতন।

দিন দিন আপডেট হচ্ছে রোগ😢ইনসুলিন রেজিস্টেন্স — শয়তানের আধুনিক ফাঁদ, দেহের অপবিত্রতা আর আত্মার ভারী হওয়া…আমরা আজকাল নতুন ন...
24/06/2025

দিন দিন আপডেট হচ্ছে রোগ😢
ইনসুলিন রেজিস্টেন্স — শয়তানের আধুনিক ফাঁদ, দেহের অপবিত্রতা আর আত্মার ভারী হওয়া…

আমরা আজকাল নতুন নতুন নাম শিখছি —
ডায়াবেটিস, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ইনফার্টিলিটি, হার্টের সমস্যা…
আসলে এসব অনেক রোগের পেছনে লুকিয়ে আছে একটা মূল কথা — ইনসুলিন রেজিস্টেন্স।

এই ইনসুলিন রেজিস্টেন্স কী?

এটা শুরু হয় আমাদের প্রতিদিনের অতিরিক্ত খাওয়া দিয়ে।
প্রসেসড খাবার, চিনিযুক্ত খাবার, মিষ্টি পানীয়, ময়দা, ফাস্টফুড — এসব খেতে খেতে দেহের ভেতরে আস্তে আস্তে চিনির বোঝা জমতে থাকে।

প্রতিটা কোষের ভেতরে বেশি বেশি ফ্যাট জমে জমে কোষ ক্লান্ত হয়ে পড়ে।
শরীর তখন ইনসুলিনের কথা শুনতে চায় না। ইনসুলিন তার কাজ ঠিকমত করতে পারে না।

এটাকে বলে — ইনসুলিন রেজিস্টেন্স।

👉 এভাবে দেহের ভেতর শুরু হয়:
• টক্সিন জমা
• স্নায়ু দুর্বলতা
• chronic inflammation (অন্তর্দাহ, প্রদাহ)
• হরমোনের গোলমাল
• রোগের মিছিল

✅ সমস্যা এখানেই শেষ না…
এই দেহের ভারী হওয়া আসলে আত্মার ওপরও প্রভাব ফেলে।
শরীর ক্লান্ত → নামাজে মন বসে না
মাথা ভার → কুরআন পড়তে ইচ্ছে করে না
অশান্ত মন → দোয়া করতেও অলসতা লাগে।

কিন্তু আল্লাহ আমাদের আগেই বলে দিয়েছেন:

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا
“তোমরা খাও, পান কর, কিন্তু সীমালঙ্ঘন করোনা।”
(সূরা আরাফ ৩১)

✅ আমাদের রাসূল ﷺ-ও বারবার বুঝিয়েছেন:

“কেউ তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না। সামান্য কয়েক লোকমা আদম সন্তানের জন্য যথেষ্ট।”
(তিরমিজি)

এই সীমালঙ্ঘনটাই আসলে শয়তানের ফাঁদ।
শয়তান চায় আমরা লোভ করি, বেশি খাই, শরীর ভারী হই, যেন ইবাদতে অলসতা আসে।

কিন্তু আল্লাহর রাস্তা খুব সুন্দর:
• রোজা → কোষ থেকে টক্সিন বের করে
• হালাল-পরিমিত খাবার → কোষের ভার লাঘব করে
• হাঁটা → রক্ত সঞ্চালন বাড়ায়
• ঘুম → শরীর রিপেয়ার করে
• প্রশান্তি → কর্টিসল কমিয়ে আত্মা শান্ত করে

এই হলো প্রকৃত “কোষের পবিত্রতা”।

✅ দেহ পবিত্র → আত্মা হালকা
✅ আত্মা হালকা → ইবাদতে মজা
✅ ইবাদত মিষ্টি → দোয়া কবুল

💡 আজ নিজেকে প্রশ্ন করি:
আমি কি শুধু খাবারের স্বাদ নিচ্ছি?
নাকি আল্লাহর ইবাদতের স্বাদ খুঁজছি?

সংগৃহীত
#করোনা #ডেঙ্গু

22/06/2025

যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিচ্ছে ইরান! 🫡

22/06/2025

আমেরিকার হামলার জবাব দেয়া শুরু করেছে ইরান..!

একজন মানুষ কতটা হিংস্র হলে এমনটা সম্ভব? আগে আবরার ফাহাদ, এবার তোফাজ্জল..
19/09/2024

একজন মানুষ কতটা হিংস্র হলে এমনটা সম্ভব? আগে আবরার ফাহাদ, এবার তোফাজ্জল..




18/09/2024

আপনার প্রেমিক/ প্রেমিকার বলা সবচেয়ে বড় মিথ্যে কথা কি ছিলো?

I'll forever stay lonelyIf you only hold me one last timeCome see me one more timeI need you one last timeI'm lonely for...
14/09/2024

I'll forever stay lonely
If you only hold me one last time
Come see me one more time
I need you one last time

I'm lonely for you only
Come hold me
There's nobody with their body
Who unfolds me

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love Bird posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share