NS HD TV

NS HD TV অবশ্যই লাইক,কমেন্ট এবং শেয়ার করবেন।আর ফলো বাটনে চাপ দিতে ভুলবেন না কিন্তুু।
Be sure to like, comment and share.

27/06/2025

তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে।
আমি ভালোবাসলাম।
সবকিছু উজাড় করে দেয়ার পর,আমি যখন বায়না করলাম থেকে যাও-
ঠিক তুমি তখনি আকাশের মতো রঙ বদলালে।
তুমি থাকলে না,ছেড়ে চলে গেলে।আহা কি অভিনয় জানেরে!

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আরআন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজপ্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৮:৩৯ এএমশেয়ার...
26/06/2025

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আর
আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৮:৩৯ এএম
শেয়ার করুন:

ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না- সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

বিজ্ঞাপন

সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন- তা ছোট হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে।

এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন।

বিজ্ঞাপন

এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে। যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। ভিডিওর কোনো ধরা বাধা সময়ও থাকবে না। যত বড় ইচ্ছা তত বড় ভিডিও আপলোড করতে পারবেন রিলসে।

এক সময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল ৬০ সেকেন্ড অথবা ৯০ সেকেন্ড। কিন্তু এখন এমন কোনো কিছুই আর থাকবে না। ব্যবহারকারী চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারবেন। তবে সেই সবকিছুই রিলস হিসেবে আপলোড হবে।

কজন এমন কথা বলার সাহস রাখে? এটাই প্রকৃত দেশপ্রেম। (হামজা চৌধুরী)।
05/06/2025

কজন এমন কথা বলার সাহস রাখে? এটাই প্রকৃত দেশপ্রেম। (হামজা চৌধুরী)।

04/06/2025

তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধিতে।
সেই সৌরব মাটি পাবে সব,
কিছু পারব না আমি নিতে___🙁

এবার মামুন লায়লার কাবিন/ নিকাহনামা প্রকাশ্যে আনলো লায়লা।
13/05/2025

এবার মামুন লায়লার কাবিন/ নিকাহনামা প্রকাশ্যে আনলো লায়লা।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when NS HD TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share