Md Khurshad Alam

Md Khurshad Alam Ex Sub-editor, Legal Counsel, Secular Writer & Blogger, Human Rights Activist, LGBT Rights Activist

In a secular democracy, all citizens are equal before the law and parliament. No religious or political affiliation gives advantages or disadvantages and religious believers are citizens with the same rights and obligations as anyone else. Secularism seeks to defend the absolute freedom of religious and other belief, and protect the right to manifest religious belief insofar as it does not impinge

disproportionately on the rights and freedoms of others. Secularism ensures that the right of individuals to freedom of religion is always balanced by the right to be free from religion. Most importantly, secularism champions human rights above discriminatory religious demands. It upholds equality laws that protect women, LGBT people and minorities. These equality laws ensure that non-believers have the same rights as those who identify with a religious or philosophical belief.

28/06/2025

অর্বাচীন বর্বরেরা ইউনুসকে জোর করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে প্রমাণ করলো রাষ্ট্র পরিচালনায় সে একটা মাকাল ফল। সে নিজেও বুঝলো ছাগল দিয়ে হালচাষ হয় না।

27/06/2025

শান্তির দূত এসে দেশকে শান্তির মানদন্ডে ৩৩ ধাপ পিছিয়ে দিল। সে নাকি অর্থনীতিবিদ! রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে ধ্বংস করে প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশ থেকে ৩.৫ শতাংশে নামিয়ে দিল তাও জাতির হুশ হলো না। সে না পারলো শান্তি দিতে না পারলো উন্নয়ন দিতে। সিপিডির তথ্য অনুয়ায়ী নতুন করে ২৭ লক্ষ মানুষ বেকার হলো, শত শত কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলো, হাজার হাজার কোটি টাকা লুটপাট ও সুইস ব্যাংকে পাচার হলো। কোন এক আনাড়ির কাছে রাষ্ট্র ক্ষমতা এখন তাও অর্বাচীন বাঙালির হুশ হলো না! কথিত শান্তির দূত নিজেই বলে যদি লেগে যায় ভাল নয়তো আমাদের দুর্ভাগ্য! রাজাকারদের বিচারের প্রতিহিংসা-প্রতিশোধের আগুনে আজ পুড়ছে দেশ!

04/06/2025

গণতান্ত্রিক রাষ্ট্রে ও গণতন্ত্রে নিয়মতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচন ছাড়া জয়পরাজয়ের দ্বিতীয় কোন মাপকাঠি নাই।

14/05/2025

আমরা এক আজব জাতি। এখন স্বপ্ন দেখছি ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী ও এনজিও কর্মীদের দিয়ে দেশ বেহেশত বানিয়ে ফেলবো। লাগামহীনভাবে চলছে তাদের মিথ্যা সাফল্যের গালগল্প ও গুজব ছড়ানো। অনেককেই দেখছি আবার অবৈধ উপদেষ্টা পরিষদের মুরুব্বিকে নবী রাসুল বলেও আখ্যা দিচ্ছেন। এ যেন ছাগল দিয়ে হালচাষ করার মত! এনজিও চালানো ও দেশ চালানো দুই আলাদা জগৎ। এনজিও কর্মীরা কেন বিদেশীদের আজ্ঞাবহ হয় সে বিশদ বিশ্লেষণে নাই বা গেলাম।

বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যা ক্ষমতায় থাকার স্বার্থে কখনও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে তথাকথিত বিদেশী প্রভুদের কাছে বিকিয়ে দেয়নি। কখনও কম্প্রোমাইজ করেনি।

13/05/2025

আওয়ামী লীগ কখনও ৫-১০% ভোটের মালিক জঙ্গি-জামাত-মোল্লা-হিজবুত-হেফাজতকে প্রতিদ্বন্দ্বী ভাবে না। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী মনে করে সেনা ছাউনীতে জন্ম নেয়া জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক ৩০-৩৫% ভোটের খেলোয়াড় নাটের গুরু বিএনপিকে। আপাতত বিএনপি তাদের নড়বড়ে দুর্বল অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের অবস্থান স্পষ্ট করুক। রাষ্ট্র আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।

12/05/2025

অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করা বা ঘোলা পানিতে মাছ শিকার করা এটা বিএনপির চিরাচরিত চরিত্র। এ নতুন কিছু না।আওয়ামী লীগকে কে স্বীকৃতি দেয় না দেয় তাতে কিছু যায় আসে না। যাদের নিজেদেরই স্বীকৃতি নেই তাদের স্বীকৃতিতে কি যায় আসে! পাকিস্তানিরাও আওয়ামী লীগকে কয়েকবার নিষিদ্ধ করেছিল। এখন তাদের উত্তরসূরীরা যদি তাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে এতে আশ্চর্য হবার কিছু নাই। বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগের রাজনীতির হাত ধরে। আওয়ামী লীগের কারো স্বীকৃতির প্রয়োজন নাই।

এখন সময় এসেছে আওয়ামী লীগের সিদ্ধান্ত নেয়ার! নতুন করে ভাববার। ভবিষ্যৎ বাংলাদেশে তারা কেমন রাজনীতি চায়। স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্র ও সমাজের মূলধারায় বারবার আত্তীকরণের সুযোগ দেয়ার মাশুলই এখন আওয়ামী লীগ দিচ্ছে।

06/05/2025

প্রিয় মাতৃভূমি! স্বদেশকে নিয়ে অনেক চিন্তা হয়। সবসময়ই হতো। দেশে থাকি আর না থাকি কিন্তু মাতৃভূমিকে নিয়ে সবসময়ই অনেক চিন্তা হয় হতো হবে। ভাল থাকুক প্রিয় মাতৃভূমি। ৭১' এর পরাজিত শত্রুদের হাতে আজ স্বদেশ শৃঙ্খলাবদ্ধ। মুক্তির জন্য প্রয়োজন সত্যিকারের গণজাগরণ!

28/02/2025

দলের নাম নাগরিক পার্টি না রেখে ইউনুসের পুরানো ব্যর্থ প্রস্তাবিত দল নাগরিক শক্তি (২০০৬) রেখে দিলেই হতো। নতুন বোতলে পুরানো মদ এই আর কি!

26/02/2025

অপদার্থ কথিত বিপ্লবী অবৈধ সরকার! মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে থাকা সত্ত্বেও খোদ রাজধানীর মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না, সারা দেশের প্রোটেকশন ওরা কিভাবে দিবে?! স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা সেতো আরও দূরের বিষয়!

24/02/2025

বাঙালি আজব এক আত্মঘাতী জাতি! দেশ-দেশের উন্নয়ন অগ্রগতি ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করে এতোদিন পর ভাবছে আমারা ভুল করেছি বোধহয়। ইতিহাস মূল্যায়ন করবে শেখ হাসিনার শাসনামল ছিল শান্তি, উন্নয়ন ও অগ্রগতির স্বর্ণযুগ! আরো দেরী হওয়ার আগেই আসুন সবাই মিলে রাজাকারদের প্রতিহিংসার আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়া দেশটাকে বাঁচাই। দেশটা আপনার আমার আমাদের সবার।

20/02/2025

মৌলবাদী-জঙ্গিদের অতি উৎসাহ, অতিরিক্ত দ্বীনি চেতনা ও বাড়াবাড়িতে বাংলাদেশকে যেন আবার ইউক্রেনের ভাগ্য বরন করতে না হয়। মৌলবাদীরা আজ দেশকে সে দিকেই ধাবিত করছে। দেশকে আজ ওরা ধ্বংসের দারপ্রান্তে এনে দাঁড় করেছে।

15/02/2025

রাজাকার ও রাজাকারের ছেলেমেয়ে-নাতিপুতি চিনতে শেখ হাসিনা কখনোই ভুল করেনি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Khurshad Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Khurshad Alam:

Share