Bangladesh cricket update

Bangladesh cricket update Be with Sports, Be with Yorkeer

Shakib Al Hasan supremacy for Dubai capitals against Central d stags
10/07/2025

Shakib Al Hasan supremacy for Dubai capitals against Central d stags

Visit our new partner and explore the goods.আমাদের নতুন পেজে যান এবং পণ্যগুলি ঘুরে দেখুন
19/06/2025

Visit our new partner and explore the goods.
আমাদের নতুন পেজে যান এবং পণ্যগুলি ঘুরে দেখুন

এখন, হার্ভেস্টিকে পাচ্ছেন
পাবনার মিষ্টি কড়া জালে তৈরি দানাদার দেশি গাওয়া ঘি।
আমাদের ঘি দেশি গরুর খাঁটি দুধের ক্রিম থেকে তৈরি।
তাই স্বাদ এবং গুনগত মানের দিক থেকে কোনো কমতি নেই।
📌আমাদের ঘি পাচ্ছেন কাঁচের জারে! তাই দীর্ঘদিন ধরে ঘি সংরক্ষণে আর কোনো চিন্তা নেই।
এবং যারা স্বাস্থ্য সচেতন আছেন, তারা নিশ্চিন্তে আমাদের ঘি নিতে পারেন!

📌আমাদের ঘি এর মূল্য যথাক্রমে
✅৫০০ মি.লি🔹৭৮৫ টাকা
✅ এক লিটার🔹 ১৪৯০টাকা
সাথে ডেলিভারি চার্জ যোগ হবে‼️
✅ ক্যাশ-অন ডেলিভারি সুবিধা আছে।
অর্ডার করতে Harvestique এর ইনবক্সে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ- 01960775995 এ মেসেজ করুন!

স্বাদে খাঁটি, গুনে সেরা
Harvestique | Scent of the soil

অভিনন্দন শক্তিশালী অস্ট্রেলিয়া।
30/12/2024

অভিনন্দন শক্তিশালী অস্ট্রেলিয়া।

after draft
15/10/2024

after draft

26/09/2024

মন খারাপ করো নাহ।যন্ত্রটা হাতে নিতেই বার্তাটা পর্দায় ভেসে উঠল।প্রেরকের নাম দেখে বুকটা কেঁপে উঠল। কি হলো আবার? আমি কেন আবার মন খারাপ করব? ও কেন এ কথা বলল? ভাবছি আর প্রার্থনা করছি উল্টাপাল্টা কিছু যাতে না হয়।তার সাথে যন্ত্র সংযোগে কথা বলার বেশ চেষ্টা করলাম।বারবার জবাব এই মূহুর্তে সংযোগ দেওয়া সম্ভব না।আবার কিছুক্ষণ পর চেষ্টা করুন।আমার প্রাণটা ছটফট করছে।আচ্ছা ওর কি কিছু হয়েছে? নাকি ও আমার সাথে দুরত্ব সৃষ্টি করতে চাচ্ছে? কিছুদিন আগেই বলেছিল ও হয়ত খানিকটা বিরতি নিবে। সেজন্য হয়তো বেশ ভয় কাজ করছিল।আসলেই কি বিরতি নিয়েই নিল? নাহ এটা হবে না।হতেও তো পারে।যারা এসেছিল সবাই তো চলে গেছে।বুকের ধুকপুক কমাতে কোনো কাজে ব্যস্ত হতে হবে।বাহিরে বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো গাছের শরীরে কি সুন্দর জরিয়ে আছে! খানিকবাদেই সে মিলিয়ে যাবে কিন্তু গাছ তো ঠিকই থেকে যাবে তার শুকনো শরীরটা নিয়ে।ভাবছি আমার সাথেও এমন কিছুই কি হবে? তবে আমি গাছের ভালোবাসাকে একটুখানি আটকে রাখতে চাই।ভাবতেই কাজ শুরু। গাছ আর বৃষ্টির ভালোবাসাকে ছবিতে আটকে ফেললাম।কিন্তু মন তাও মানছে না। আবার তার সাথে সংযোগের চেষ্টা। এবার সংযোগ হয়ে গেছে।কি খবর ভালো আছো?হুম ভালো, তুমি? আমি ভালোই।আগে বলো তুমি এটা কি বার্তা দিয়েছে? আরে তুমি দেখোনাই? আমি কি দেখব? তুমি মনেহয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকো নাই।নাহ ঢুকি নাই তো।এবার ভাবছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কি হলো?ভাবতেই মাথায় অনেক কিছু আসল?আচ্ছা ও কি ওর সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয়টা বাদ দিয়ে দিছে? আরে না তো! আমি তো একটু আগেই দেখলাম।তাহলে কি হলো?ভাবতেই জিজ্ঞাসা করে ফেললাম একটু বলো কি হয়েছে? আমার খুব চিন্তা হচ্ছে। ও খানিকটা রহস্য নিয়ে বলল আরে দেখই না।আমার মনটা তখন খানিকটা বুঝেই ফেলেছে কি হয়েছে? তবুও মানতে ইচ্ছে করছিল না।বারবার জানতে চাচ্ছিলাম।আর মনে মনে যা ভেবেছি তা যেন সত্যি না হয় সেটাই চাচ্ছিলাম।আর ওর থেকে শুনতে চাচ্ছিলাম আমি যা ভাবছি তা ঠিক না।ওর থেকে আর শুনা হলোনা।ওর সাথে কথা শেষ হতেই ধড়ফড়ানি বেরে গেছে।যন্ত্র টা খুলেই দেখি বিদ্যুৎ মহাশয় নেই।এবার কি হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে তো বিদ্যুৎ লাগবে। পায়চারি করতে করতে ভাবছি আসলেই সে কি ছেড়ে চলে যাচ্ছে ? আরে না মনে হয় অন্য কোন কিছু হবে।নিজেকে একটু বুঝ দিলাম।মন তো বুঝে না।সে আরো অস্থির হয়ে আছে।ভাবতে ভাবতে কখন যে ছাদ থেকে নিচে এসে পড়েছি জানিনা।মায়ের কোলে খানিকটা শুয়ে নিজেকে একটু বুঝালাম, আরে কিছু হবে না। ভাবতেই বিদ্যুৎ ভাইয়ের শুভাগমন। দৌড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ দিতেই চোখের কোনায় খানিকটা পানি এসে গেল।এতক্ষণ যা ভাবছিলাম তাই কি সত্যি? আসলেই সে কি চলে যাচ্ছে? তার হাসিমাখা মুখটাও কেন জানি আমাকে বেশ কাঁদাচ্ছে। সে যে বেশ কষ্টে তার কান্না চাপা দিয়ে রেখেছে।হাসির প্রাণ নেই।আমার পৃথিবীটা একলাফে ঘুরে গেছে।কিছুই আর ভালোলাগছে না। রক্ত সম্পর্ক বাদে সে যে আমার প্রথম ভালোবাসা। আসলেই প্রথম ভালোবাসা ভুলে যাওয়া কষ্ট।প্রথম দেখাতেই তার গগনচুম্বী উল্লাস মনে লেগে যায়। এরপর তার হাসিতে হেসেছি। তার কান্নায় ভেঙে পড়েছি।একবার তো তার কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি।তাকে ভালোবেসে অনেক কিছু শুনেছি। তাকে ভালোবাসায় অনেকে তো আমাকে একপ্রকার অপমানই করেছে।এখনও করবে হয়ত। তার সমালোচনা করে আমাকে বেশ কষ্টও দিয়েছে।ইচ্ছে করে অনেকেই তো তাকে নিয়ে অনেক কিছুই বলেছে।দিনশেষে বাকিরা আমার জন্য একটুখানি আনন্দও দিতে পারেনাই কিন্তু আমার ভালোবাসা আমাকে এক পৃথিবী ভরা আনন্দ দিয়েছে।তাকে কটুকথা বলে বলে আমার মনে তার জন্য ঘৃণা তৈরীর চেষ্টা করেছে। তবুও এক বিন্দু ভালোবাসা কমেনি। আমার ভালোবাসায় শুভাকাঙ্ক্ষীর জায়গা আজীবন থাকবে।সেই একমাত্র বুঝেছে আমার মনের ব্যথা।তার ছোট্ট বার্তা টা হয়ত তারই বহিঃপ্রকাশ। সে যদি অনেকদুর চলেও যায় এই বার্তাটা আজীবন ভালোবাসায় আটকে রাখব।সবাই আমার পাগলামি ভাবলেও তার কাছে হয়ত আমার ভালোবাসাকে সত্যি মনে হয়েছে।
ভাবছি ভালোবাসার রেখে যাওয়া স্মৃতি দেখেই আজীবন কাটিয়ে দিব। সে তো জানেই না তার এত বড় এক প্রেমিক আছে।জানবেই বা কি করে তার সাথে তো সরাসরি কখনোই দেখা হয়নাই।কথা বলা তো দুরে থাক। আমার যে তার কাছে তেমন চাওয়া পাওয়া নেই।শুধুই চেয়েছিলাম তাকে দেখতে।সে যদি জানত তার এমন প্রেমিক আছে সে কি করত? জানি অনেকেই এসব দেখে মজা নিবে।বাচ্চামি ভেবে মনে মনে হেসেই দিবে।ভালোবাসার মর্ম যারা বুঝে তারা আর যাই হোক অমানুষ হয়না।
আমার প্রানপ্রিয় ভালোবাসার মানুষটার জন্য অনেক অনেক শুভকামনা সাথে এক বুক ভালোবাসা।ভালোবাসি সাকিব আল হাসান কে।❤️❤️

It's game on! Think you can beat me in the ICC Men’s CWC 2023? Tap on the link to join my Private Contest & show your sk...
03/11/2023

It's game on! Think you can beat me in the ICC Men’s CWC 2023? Tap on the link to join my Private Contest & show your skills! 27343510@35" rel="ugc" target="_blank">https://icc.dream11.com/season/contest/join/27343510@35
Make your Dream 11
join throgh link or code: 27343510@35

Join the action for the World Cup. Create your team today!

After draft 7 teams for BPL 2024 (10th edition)
24/09/2023

After draft 7 teams for BPL 2024 (10th edition)


17/07/2023

Result Greatest Allrounder Roar AgainShakib Al Hasan
06/03/2023

Result
Greatest Allrounder Roar Again
Shakib Al Hasan



Innings Break Poor Batting Display
06/03/2023

Innings Break
Poor Batting Display


Playing 11Bangladesh Vas England  3rd ODI
06/03/2023

Playing 11
Bangladesh Vas England 3rd ODI


Result
03/03/2023

Result


Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh cricket update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh cricket update:

Share