জব নিউজ বাংলাদেশ

জব নিউজ বাংলাদেশ লক্ষ্য ঠিক রাখুন🎯সাফল্য ধরা দিবেই✈️
সকল চাকুরীর খবর এক সাথে পেতে,চোখ রাখুন জব নিউজ বাংলাদেশে ফেসবুক পেজ এ✅

13/08/2025
একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘হাসানাহ ফাউন্ডেশন’। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প...
26/07/2025

একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘হাসানাহ ফাউন্ডেশন’। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে তাই যুক্ত হোন হাসানাহ ফাউন্ডেশনে।

যে পদগুলোতে আবেদন করা যাবে:

১. অফিস ইন-চার্জ
২. অ্যাকাউন্টস অফিসার
৩.সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর
৪. মক্তব কো-অর্ডিনেটর
৫. কারিকুলাম ডেভেলপার
৬. ভিডিও এডিটর
৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান
৮. ক্রিয়েটিভ ডিজাইনার
৯. কন্টেন্ট রাইটার
১০. রিসিপশনিস্ট

[কমেন্টে সংযুক্ত লিঙ্কটিতে আবেদন ফর্মসহ প্রতিটি পদে আবেদনের যোগ্যতা, দায়িত্ব, বেতন-সহ বিস্তারিত তথ্য দেওয়া আছে।]

মাসিক বেতন: সর্বোচ্চ ৩৫,০০০ টাকা পর্যন্ত (পদ ও কাঙ্খিত অভিজ্ঞতার ভিত্তিতে)

মাসিক বেতনের পাশাপাশি আরও যেসব সুযোগ-সুবিধা থাকছে:

১. দুটো ঈদ বোনাস
২. একটি পারফরম্যান্স বোনাস
৩. বাৎসরিক ইনক্রিমেন্ট
৪. প্রভিডেন্ড ফান্ড
৫. প্রমোশন
৬. হালাল কর্মসংস্থানের সুযোগ
৭. সুশৃঙ্খল কর্ম-পরিবেশ

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই – ৫ আগস্ট ২০২৫, রাত ১২ টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদেরকে সময় শেষ হওয়ার আগেই দ্রুত আবেদন ফর্ম পূরণ করতে অবগত করা হলো।

বিশেষ দ্রষ্টব্য:
কেবল নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ গুগল ফর্মে সিভি ও অন্যান্য তথ্য সংযুক্ত করে একজন প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায়ে অর্থাৎ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।


Copy from HF

এন মোহাম্মাদ গ্রুপবিস্তারিত👇
21/07/2025

এন মোহাম্মাদ গ্রুপ
বিস্তারিত👇

SMC Enterprises Limited TSO
18/07/2025

SMC Enterprises Limited
TSO

21/06/2025

🎉🎊 @জব নিউজ বাংলাদেশ পেজটি ৮ বছর পূর্ন হলো🎉🎉🎊 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ঈমান হোক পর্বত সমান, নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।(একটি সত্য ঘটনা)একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল ...
26/05/2025

ঈমান হোক পর্বত সমান, নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।

(একটি সত্য ঘটনা)

একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।

যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।

নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:

"একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।"

এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।

কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়... কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!

অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:

"মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।"

কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:

"আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।"

হঠাৎ... খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!

প্লেন ফিরে এলো, মেরামত করা হলো... কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।

অফিসার আবার বলল:

"হয়তো তোমার ভাগ্যে নেই।"

কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল: "আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।"

প্লেন আবার উড়ে গেল... কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:

প্লেনে আবারও সমস্যা হয়েছে!

এবার নিজেই পাইলট বললেন:

"আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।"

শেষ পর্যন্ত... আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল

তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

"আল-কাহহার" একটি। - এটি আল্লাহর সুন্দর নামসমূহের

এর অর্থ:

তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।

আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই "কীভাবে", "কখন" - এসব নিয়ে বেশি চিন্তা কোরো না...

যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,

বিশ্বাস করো...

তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,

এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।

শর্ত একটাই:

নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল। শায়েখ আবু বকর হাফিঃ র পোস্ট থেকে নেওয়া।

HSC পাসে নিযোগ দিচ্ছে G4S, থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্যাজুযেটি
30/04/2025

HSC পাসে নিযোগ দিচ্ছে G4S, থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্যাজুযেটি

Today March for Gaza🇧🇩🇸🇩
12/04/2025

Today March for Gaza🇧🇩🇸🇩

Address

Dhaka

Telephone

+8801911743483

Website

নিউজ বাংলাদেশ

Alerts

Be the first to know and let us send you an email when জব নিউজ বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জব নিউজ বাংলাদেশ:

Share