Hack Tech

Hack Tech I cannot assist you in illegal activities such as hack anything.Hacking is an illegal work.☢️

11/08/2025

চান্দাভাইকে ধরেছে ভালো কথা, কিন্তু খাম্বার সাথে বাঁধা কেন?🤡

11/08/2025

মানে ধানের শীষে ভোট না দিলে সুস্থভাবে বাসায় ফিরতে দেবেনা।😔

আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছিলাম। মূসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা ভূমিতে দম্ভ করল। তারা আমার শাস্তি এড়াতে পারেনি। তাদের প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম; তাদের কারও প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচণ্ড ঝটিকা। কাউকে আঘাত করেছিল মহানাদ। কাউকে আমি ধসিয়ে দিয়েছিলাম ভূগর্ভে এবং কাউকে করেছিলাম নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি; তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। ...আমি মানুষের কল্যাণার্থে এসব দৃষ্টান্ত দিয়ে থাকি, কিন্তু জ্ঞানী ব্যক্তিরাই কেবল তা বোঝে। (সূরা আনকাবুত আয়াত : ৩৯-৪০, ৪৩)

11/08/2025

নাটকে ভরপুর একটা দল, জুম মিটিংয়ে স্বৈরাচার খুনি আপার সাথে বাটপারি!🐸

10/08/2025

সুরা আনকাবুত, আয়াত ১৭:
"তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তির পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা কর, তারা তোমাদের রিযিক দেওয়ার মালিক নয়। সুতরাং আল্লাহর কাছেই রিযিক চাও, তাঁরই ইবাদত কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। তোমাদেরকে তাঁরই দিকে প্রত্যাবর্তন করানো হবে।"

‘তোমরা পরিহার কর অপবিত্র বস্ত্ত অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার কর মিথ্যাকথন।’ -সূরা হজ্জ : ৩০

এই আয়াতে পরিস্কারভাবে সবধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তিকেন্দ্রিক সকল কর্মকান্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে।

প্রতিকৃতি তৈরিকারী (ভাস্কর, চিত্রকর) শ্রেণী হল ওইসব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে কিয়ামত-দিবসে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে।’ -সহীহ বুখারী হা. ৫৯৫০

ওই লোকের চেয়ে বড় জালেম আর কে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছা করে। তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক একটি কণা এবং একটি শষ্য কিংবা একটি যব! -সহীহ বুখারী হা. ৫৯৫৩

এই প্রতিকৃতি নির্মাতাদের (ভাস্কর, চিত্রকরদের) কিয়ামত-দিবসে আযাবে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, যা তোমরা ‘সৃষ্টি’ করেছিলে তাতে প্রাণসঞ্চার কর!’

-সহীহ বুখারী হা. ৭৫৫৭, ৭৫৫৮

হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রা. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় মক্কায় থাকা অবস্থায় এই ঘোষণা দিয়েছেন যে, আল্লাহ ও তার রাসূল মদ ও মূর্তি এবং শুকর ও মৃত প্রাণী বিক্রি করা হারাম করেছেন।’ -সহীহ বুখারী হা. ২২৩৬

So sad 🐸
10/08/2025

So sad 🐸

09/08/2025

🛑মেজর সাদিক, তার স্ত্রী ও লে (অব) গুলশান আরার ঘটনার গভীরতা অনেক। বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ করা হয়েছে।
এদিকে দেশের সব রাজনৈতিক দলের সবাই আছে পুট* মারামারি নিয়ে মহা ব্যস্ত।
🛑সবাই সচেতন থাকুন এবং যে কোনো তথ্য সেনাবাহিনী/ ডিবি / এনএসআই কে জানিয়ে তাদের সহযোগী করুন।
ধন্যবাদ।🐸

৬০ জনের পরিচয় ফাঁস হইছে যারা ছাত্রলীগের সরাসরি জড়িত, বহিষ্কার করলেন মাত্র ৬ জন অর্থাৎ ১০% মাত্র, এখানেও আবার সেই ১০%.......
08/08/2025

৬০ জনের পরিচয় ফাঁস হইছে যারা ছাত্রলীগের সরাসরি জড়িত, বহিষ্কার করলেন মাত্র ৬ জন অর্থাৎ ১০% মাত্র, এখানেও আবার সেই ১০%....🐸

08/08/2025

Saiyaaraa will fail there!🐸

  ::: ভিডিও কলে শেখ হাসিনাকে নিজের ৭১ সালের মরিচা ধরা কামান দেখালেন  মুক্তি যোদ্ধা জেড আই খান পান্না...🍌🛑ভিডিও লিংক কমেন...
07/08/2025

::: ভিডিও কলে শেখ হাসিনাকে নিজের ৭১ সালের মরিচা ধরা কামান দেখালেন মুক্তি যোদ্ধা জেড আই খান পান্না...🍌
🛑ভিডিও লিংক কমেন্টে বক্সে 👇🏻

দেশপ্রেমিকের রক্ত হচ্ছে স্বাধীনতা নামক বৃক্ষের বীজ।— থমাস ক্যাম্পবেলএই দেশের ভেতর ভারতীয় ডান্ডিয়াদের মুখোশধারী শকুন দে...
07/08/2025

দেশপ্রেমিকের রক্ত হচ্ছে স্বাধীনতা নামক বৃক্ষের বীজ।
— থমাস ক্যাম্পবেল

এই দেশের ভেতর ভারতীয় ডান্ডিয়াদের মুখোশধারী শকুন দের মুখোশ উন্মোচন ঠেকাতে তৎকালীন সদ্য স্বাধীন বাংলাদেশের ভেতর তৎকালীন স্বৈরাচারের দ্বারা হওয়া প্রথম গুমের ঘটনা।

সমস্যা হচ্ছে বাংলাদেশের ভেতর এতো বড় বড় অনুসন্ধানী সাংবাদিক থাকলেও, এসব ঘটনা নিয়ে কেউ প্রতিযোগিতামূলক ভালো কাজ আজ পর্যন্ত করে নায়।

পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের এসব জঘন্য ঘটনা তুলে ধরতে হবে, যা থেকে দেশের ভেতর অসংখ্য জহির রায়হান দের জন্ম হবে। ঐ বস্তাপচা চেতনার বয়ান দিয়ে বাকশালী শাসন ব্যবস্থা এবং স্বৈরাচারী শাসনের সিংহাসনে খুঁটি গুলো ভেঙ্গে দিতে হবে অতীতের এসব ঘটনা দিয়ে।

মেজর জলিলের লেখা বই "অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা" তরুণ প্রজন্মের ভেতর নাম মাত্র মূল্যে বিক্রি করতে হবে, ফ্রি PDF ফরমেট এর বই গুলো ছড়িয়ে দিতে হবে।

বীর মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু'র লেখা বই "আমার ফাঁসি চাই" এগুলো নাম মাত্র মূল্যে বিক্রি করতে হবে, আর ফ্রি PDF ফরমেট এর বই গুলো ছড়িয়ে দিতে হবে।

নতুন প্রজন্মের জুলাই আগষ্ট এর গণ অভ্যুত্থানের ঘটনার আগের অতীতের ইবলিশ এর ঘটনা গুলো জানতে হবে।

ইবলিশ শয়তানের সিংহাসন কেমন? সে সেটায় বসে কি কি করে? অতীতেও তার বংশের লোকজনের চরিত্র কেমন ছিল? তারা দেশের জনগণের সাথে কি কি করেছে?
এরপর কিভাবে তাদের পতন ঘটেছে?

এই ঘটনা গুলোর উপর একটা প্যাকেজ উপন্যাস তৈরি করা জরুরী।

এই দেশের ভেতর ভারতীয় ডান্ডিয়াদের মুখোশধারী শকুন দের মুখোশ উন্মোচন ঠেকাতে তৎকালীন সদ্য স্বাধীন বাংলাদেশের ভেতর তৎকালীন স্বৈরাচারের দ্বারা হওয়া প্রথম গুমের ঘটনা।

সমস্যা হচ্ছে বাংলাদেশের ভেতর এতো বড় বড় অনুসন্ধানী সাংবাদিক থাকলেও, এসব ঘটনা নিয়ে কেউ প্রতিযোগিতামূলক ভালো কাজ আজ পর্যন্ত করে নায়।

পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের এসব জঘন্য ঘটনা তুলে ধরতে হবে, যা থেকে দেশের ভেতর অসংখ্য জহির রায়হান দের জন্ম হবে। ঐ বস্তাপচা চেতনার বয়ান দিয়ে বাকশালী শাসন ব্যবস্থা এবং স্বৈরাচারী শাসনের সিংহাসনে খুঁটি গুলো ভেঙ্গে দিতে হবে অতীতের এসব ঘটনা দিয়ে।

মেজর জলিলের লেখা বই "অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা" তরুণ প্রজন্মের ভেতর নাম মাত্র মূল্যে বিক্রি করতে হবে, ফ্রি PDF ফরমেট এর বই গুলো ছড়িয়ে দিতে হবে।

বীর মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু'র লেখা বই "আমার ফাঁসি চাই" এগুলো নাম মাত্র মূল্যে বিক্রি করতে হবে, আর ফ্রি PDF ফরমেট এর বই গুলো ছড়িয়ে দিতে হবে।

নতুন প্রজন্মের জুলাই আগষ্ট এর গণ অভ্যুত্থানের ঘটনার আগের অতীতের ইবলিশ এর ঘটনা গুলো জানতে হবে।

ইবলিশ শয়তানের সিংহাসন কেমন? সে সেটায় বসে কি কি করে? অতীতেও তার বংশের লোকজনের চরিত্র কেমন ছিল? তারা দেশের জনগণের সাথে কি কি করেছে?
এরপর কিভাবে তাদের পতন ঘটেছে?

এই ঘটনা গুলোর উপর একটা প্যাকেজ উপন্যাস তৈরি করা উচিত।

জুলাই ঘোষণা পত্র টাই হতে পারতো ঐ প্যাকেজের সব থেকে ভালো দলিল।

দেশপ্রেমিকের রক্ত হচ্ছে স্বাধীনতা নামক বৃক্ষের বীজ।— থমাস ক্যাম্পবেল
07/08/2025

দেশপ্রেমিকের রক্ত হচ্ছে স্বাধীনতা নামক বৃক্ষের বীজ।
— থমাস ক্যাম্পবেল

07/08/2025

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!🐸

Address

VA
Dhaka
20004

Alerts

Be the first to know and let us send you an email when Hack Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share