Live with Ajad mezi

Live with Ajad mezi একজন বাংলাদেশ

19/08/2025

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের যে অভিযোগ।

ডাকসু নির্বাচনে গু'প্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা ব'*য়'*ক'*ট করবে: ছাত্রদল নেতা আকরাম
19/08/2025

ডাকসু নির্বাচনে গু'প্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা ব'*য়'*ক'*ট করবে: ছাত্রদল নেতা আকরাম

ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
19/08/2025

ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

18/08/2025

এই নির্বাচন মৌলিক অধিকার রক্ষার লড়াই।

এনসিপি’র সিদ্ধান্তে মাহিন সরকারকে ব'*হি'*ষ্কার করা হয়েছে।দলীয় শৃ'*ঙ্খ'*লা ভ'*ঙ্গ ও সংগঠনের ভা'*ব'মূ'*র্তি ক্ষুণ্ণ করার...
18/08/2025

এনসিপি’র সিদ্ধান্তে মাহিন সরকারকে ব'*হি'*ষ্কার করা হয়েছে।

দলীয় শৃ'*ঙ্খ'*লা ভ'*ঙ্গ ও সংগঠনের ভা'*ব'মূ'*র্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 #ঢাকা_বিশ্ববিদ্যালয়  #ডাকসু_নির্বাচন  #ছাত্রদল  #ছাত্ররাজনীতি  #বাংলাদেশ
18/08/2025

#ঢাকা_বিশ্ববিদ্যালয় #ডাকসু_নির্বাচন #ছাত্রদল #ছাত্ররাজনীতি #বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছালেহ আহমেদ (২৬) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক গত ১৭ আগস্ট (রবিবার) সকাল ১১টার দিকে চৌমুহন...
18/08/2025

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছালেহ আহমেদ (২৬) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক গত ১৭ আগস্ট (রবিবার) সকাল ১১টার দিকে চৌমুহনী গোলাবাড়িয়া ছাগলহাট বাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিচয়:পিতা – মৃত ছাদু মিয়া, ঠিকানা – হাজীপুর ইউনিয়ন, ৩ নম্বর ওয়ার্ড, বয়স – ২৬ বছর
শারীরিক বর্ণনা – ফর্সা গায়ের রং, উচ্চতা প্রায় ৫ ফুট, মুখ গোলাকার, চোখ ও চুল কালো, মাঝারি গড়নের।
কথা বলেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায়।

পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ছালেহ আহমেদ এর সন্ধান পান, অনুগ্রহ করে যোগাযোগ করুন –
📞 ০১৮৩২১৭৬১২৯

সবাই মিলে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার তার পরিবারকে প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে পারে।

#ছালেহআহমেদ

আলোচিত ভ্রাম্যমাণ আদালতের সাহসী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এখন সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট...
18/08/2025

আলোচিত ভ্রাম্যমাণ আদালতের সাহসী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এখন সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট!

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানে সাহসী ভূমিকার জন্য তিনি দেশজুড়ে আলোচনায় এসেছিলেন।
বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিলেটের মানুষের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন অধ্যায়!

ফুটবল খেলা দেখা নিয়ে শুরু, শেষটা গু'*লি'র বৃষ্টিতে! বেগমগঞ্জের গোপালপুরে বিএনপি কর্মীদের গু'*লি'তে রক্তাক্ত হলো জামায়াত ...
18/08/2025

ফুটবল খেলা দেখা নিয়ে শুরু, শেষটা গু'*লি'র বৃষ্টিতে!
বেগমগঞ্জের গোপালপুরে বিএনপি কর্মীদের গু'*লি'তে রক্তাক্ত হলো জামায়াত কর্মী সজীব (২০) ও তুষার (২১)।

হাতের বল মাঠে থাকার কথা, অথচ হাতে উঠলো অ'*স্ত্র! যুবদল-ছাত্রদলের এলোপাতাড়ি গু'*লি চালিয়ে এলাকায় সৃষ্টি করলো ভয়ের রাজত্ব।

আজ দুই তরুণ হাসপাতালের বেডে মৃ'*ত্যু'*র সাথে লড়ছে আর এলাকাবাসী আ'*ত'ঙ্কে দিন কাটাচ্ছে।

রাজনীতি কি শুধু র'*ক্ত ঝরানোর নাম?
এভাবে কি থামবে না স'*হিং'স'*তা'র খেলা?

নোয়াখালী জেলা সমিতির নির্বাচনী ইশতেহারে বিভাগ ও বিমানবন্দর বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চাই : নোয়াখালী জেলা সমিতি”  যা বৃহত্তর...
18/08/2025

নোয়াখালী জেলা সমিতির নির্বাচনী ইশতেহারে বিভাগ ও বিমানবন্দর বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চাই :

নোয়াখালী জেলা সমিতি” যা বৃহত্তর নোয়াখালীর প্রায় ১কোটি মানুষের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির শতাব্দি কালের সাক্ষী। কথিত আছে ১৯০৫ সালে কলকাতায় নোয়াখালী জেলা সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। সেই থেকে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, কালে কালে রাজনীতিবিদ, সংস্কৃতজন, সমাজ সংস্কারকদের ছোঁয়ায় ধন্য হয়েছে প্রতিষ্ঠানটি। টিনের ছাউনি থেকে আজকের দালান অবধি এ প্রতিষ্ঠানটি মুক্তবুদ্ধি চর্চা, উৎসুখ জেলাপ্রিয় মানুষের পদচারনায় মূখরিত থাকতো সবসময় চিরচেনা এই আঙ্গিনাটি।

কিন্তু বিবর্তণের ছোঁয়ায় আজ যেমন উৎসুখ মানুষ নেই, ঠিক তেমনি ক্ষমতার দ্বন্দ্ব, স্বৈরতান্ত্রিক মনোভাব, দখল, বেদখল, মামলা, পাল্টা মামলায় বিবর্ণপ্রায় এ আঙ্গিনা। যে যার মত করে দখল আর ভোগ দখলে ব্যস্ত। যে যার মত করে খাচ্ছে আর নোয়াখালী নাম যুক্ত করে নোয়াখালী প্রিয় মানুষের আবেগ, অনুভূতি নিয়ে খেলা করেছে। অবশেষে, তবুও, কিন্তুকে সামনে রেখে কিছু মানুষের আন্তরিক প্রচেষ্টায় আগামী ১৩ই সেপ্টেম্বর সেই কাংখিত জেলা সমিতির নির্বাচন। এজন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ।

যাইহোক, এবার আসল কথায় আসি। নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ বাস্তবায়ন, নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ , সিটি কর্পোরেশন ঘোষণাসহ বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘ ২ যুগ থেকে রাজপথে নোয়াখালীর তরুণ প্রজম্মকে সাথে নিয়ে আমরা সংগ্রাম করে আসছি।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, উক্ত বিষয়গুলো নিয়ে নোয়াখালী জেলা সমিতির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন সাহেবসহ নেতৃবৃন্দকে আমি/আমরা পারসোনালি বারবার ডেকেছি কিন্তু কখনো নুন্যতম সাড়াটুকুও পাইনি ওনাদের ।। স্বশরীরে তো দূরের কথা কখনো ফোনকলেও একটু খবর নেয়নি। অথচ নোয়াখালী থেকে নিজের কষ্টার্জিত টাকায় আমরা গাড়ী বাড়া করে নোয়াখালী থেকে লোকজন নিয়ে ঢাকা জাতীয় প্রেসক্লাবে এসে বিভাগ ও বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে বহুবার বহু প্রোগ্রাম করেছি আমরা, বিগত ও বর্তমান সরকারের কাছে বিভাগ, বিমানবন্দরের দাবিতে রাজপথে শান্তিপূর্ন আন্দোলন করেছি, স্লোগান তুলেছি কিন্তু কখনো জেলা সমিতির কোনো নেতৃবৃন্দকে পাইনি।। ফোন দিলে উনারা ব্যস্ততা দেখাতো। আর প্রতি বছর রমজান এলে চলতো রমরমা ইফতার আয়োজন শুধু এটুকুই ছিলো তাদের অর্জন এবং দীর্ঘ দু-যুগের কীর্তিকলাপ।।

তাই আর নয়, এবার নোয়াখালীবাসী দেবে উপযুক্ত জবাব, আওয়ামী শাসনামলেও সরাসরি ফেসবুকে জেলা সমিতির বিরুদ্ধে পোস্ট দিয়ে বিরোধিতা করেছি। তাদের বিরুদ্ধে সভা /সেমিনার করেছি। ভবিষ্যতেও নোয়াখালীর তরুণ প্রজম্ম নিয়ে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ ।

অবশেষে শ্রদ্ধা রেখে বলছি, আগামী ১৩ই সেপ্টেম্বর জেলা সমিতির নির্বাচনে যারা সভাপতি/সম্পাদক প্রার্থী হবেন তারা আগে আপনাদের নির্বাচনী ইশতেহার নোয়াখালী জেলাবাসীর সামনে তুলে ধরুন। যেখানে প্রাণের জেলা নোয়াখালীর আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের কথা থাকবে। যেখানে নোয়াখালীবাসীর প্রধান ২টি দাবি বিভাগ ও বিমানবন্দর বিষয়ে আপনাদের নির্বাচনী ইশতেহারে সু-স্পষ্ট ব্যাখ্যা ও দাবির বিষয়ে আপনাদের সুস্পষ্ট অবস্থানসহ দাবি আদায়ে আপনাদের করনীয় নিশ্চিত করবেন। অনুরোধ করছি প্রত্যেক প্রার্থী নির্বাচনী ইশতেহার প্রকাশ করুন প্লিজ।

অন্যথায়, প্রিয় জেলার উন্নয়নে দলমত নির্বিশেষে নোয়াখালীর তরুণ প্রজম্মের কণ্ঠ থেমে থাকবেনা।

আসুন প্রিয় জেলার উন্নয়নে শান্তিপূর্ণ শপথ করি, আগামী প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর, নিরাপদ নোয়াখালী গড়ি।।

জনস্বার্থে প্রচার :

সাংবাদিক সাইফুর রহমান রাসেল।
প্রতিষ্ঠাতা, Channel Noakhali ।

প্রতিষ্ঠাতা, নিরাপদ নোয়াখালী চাই সংগঠন।

বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অ'*ন*শ'*ন!
17/08/2025

বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অ'*ন*শ'*ন!

ফিরে এলো শৈশবের "নতুন কুড়ি"বিটিভিতে আবারও চালু হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে শুরু হওয়া ঐতিহাসিক অনুষ্ঠান “নতু...
17/08/2025

ফিরে এলো শৈশবের "নতুন কুড়ি"

বিটিভিতে আবারও চালু হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে শুরু হওয়া ঐতিহাসিক অনুষ্ঠান “নতুন কুঁড়ি”।

একসময় এই মঞ্চ থেকে উঠে এসেছিল অসংখ্য প্রতিভাবান শিল্পী। নতুন প্রজন্মের স্বপ্ন, গান, কবিতা আর শিল্পচর্চার সোনালি ঠিকানা ছিল এই অনুষ্ঠান।

আজ আবারও সেই “নতুন কুঁড়ি”র যাত্রা শুরু।
এবারও হয়তো জন্ম নেবে আগামী দিনের তারকারা!

#নতুনকুঁড়ি #বিটিভি #সংস্কৃতি #বাংলাদেশ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Live with Ajad mezi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live with Ajad mezi:

Share