NI Raihan

NI Raihan Personal Blog. I am A simple man.

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
08/10/2025

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

আলহামদুল্লিলাহ,আল্লাহপাকের রহমতে পবিত্র উমরা পালনের উদ্দ্যেশে রওনা হলাম ॥সবাই আমাদের জন্য দোয়া করবেন ॥
04/10/2025

আলহামদুল্লিলাহ,
আল্লাহপাকের রহমতে পবিত্র উমরা পালনের উদ্দ্যেশে রওনা হলাম ॥
সবাই আমাদের জন্য দোয়া করবেন ॥

27/09/2025
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্যে স্বাগতম। কিন্তু সমস্যা হইলো এইটা ওয়ান ওয়ে ট্রাফিক। মানে তারা ভিসা ছাড়াই আসবে যাব...
20/09/2025

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্যে স্বাগতম। কিন্তু সমস্যা হইলো এইটা ওয়ান ওয়ে ট্রাফিক। মানে তারা ভিসা ছাড়াই আসবে যাবে, মহড়া দিবে, বন্দর দিবে, সম্পদ নিবে, যুদ্ধ যুদ্ধ খেলবে, গান গাইবে। মাগার তোমরা যাইতে পারবা না!

তারাপদ রায়ের সুরে বলতে হয়, আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে।

16/08/2025

আওয়ামীলীগের পতন না হলে জানাই হতো না যে দেশটা আওয়ামীলীগের ---

কারণঃ
১.জাতীয় সংগীত গাইলে কয় আঃলীগ।
২.জাতীয় পতাকার পক্ষে কথা কইলে কয় আঃলীগ।
৩.একাত্তরের পক্ষে কথা কইলে কয় আঃলীগ।
৪.মুক্তিযোদ্ধার পক্ষে কথা কইলে কয় আঃলীগ।
৫.ভারতের অবদান স্বীকার করলে কয় আঃলীগ।
৬.পাকিদের সমালোচনা করলে বা গালি দিলে কয় আঃলীগ।
৭.রাজাকাররে রাজাকার ডাকলে বা রাজাকারের সমালোচনা করলে কয় আঃলীগ।
৮.দেশের যে কেনো বিষয়ে প্রতিবাদ করলে, আলোচনা সমালোচনা করলেও কয় আঃলীগ।
৯.বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে জানতে চাইলে বা প্রশ্ন করলে কয় আঃলীগ।
১0.দেশ প্রেম দেখাইলে কয় আঃলীগ।
১১. দেশের উন্নয়ণ নিয়ে কথা কইলেও কয় আঃলীগ।
১২.আদিবাসী, হিন্দু বা অন্য সম্প্রদায়ের পক্ষে কথা কইলে কয় আঃলীগ।
১৩.ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা কইলেও কয় আঃলীগ।
১৪.মোট কথা আমার জন্মভূমি আমার প্রাণের আমার ভালোবার দেশের পক্ষে কথা কইলেই "আপনি আওয়ামীলীগ!"

আপনিই বলেন দেশটা কি সত্যিই আওয়ামীলীগের?? 🇧🇩♥️🇧🇩

15/08/2025
14/08/2025

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি!
গ্রেপ্তারের আগে চাঁদাবাজ জানে আলম অপু চাঁদাবাজির মাস্টারমাইন্ডদের কথা বিস্তারিত রেকর্ড করে গিয়েছিল ।

গ্রেপ্তারের আগে জানে আলম অপুর স্বীকারোক্তিতে চাঁদাবাজ চক্রের মূল মাস্টারমাইন্ডদের কথা উঠে এসেছে, এভাবেই চাঁদাবাজদের মাস্টারমাইন্ডরা মব তৈরি করে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের বাসায় চাঁদাবাজি লুটপাট ও হরিলুট চালিয়েছিলো।

অবৈধ ফ্যাসিস্ট গণহত্যাকারী মহাজন সরকার
চাঁদাবাজ ও চাঁদাবাজির মাস্টারমাইন্ডদের পাহারাদার!

শুনে নিন বিস্তারিত চাঁদাবাজের মুখেই

Address

Fulgazi
Fulgazi
3942

Alerts

Be the first to know and let us send you an email when NI Raihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NI Raihan:

Share