Shammi Akter

Shammi Akter গলা যার মুল্লুক তার।

09/07/2025

মানুষ কে ঠকিয়ে বড় হওয়া যায় না, কেবল ক্ষণিকের অহংকার পাওয়া যায়।"

08/07/2025

আমরা'ই শেষ জেনারেশন!
যাদের কাছে একজন সহজ সরল মা আছে, যাদের কোনো সোশ্যাল মিডিয়া নেই!'

08/07/2025

মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ'ই সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ!😅
ঘুমও বেইমানি করে সহজে আসে না🤣

06/07/2025

মানুষ টাঙ্গুয়ার হাওর যাচ্ছে
এদিকে আমি এখনো ডিসকোন আইসক্রিমও খাইনি 🙂

04/07/2025

ধনসম্পত্তি আর ক্ষমতার অহংকার মানুষকে অসম্মানিত করে ছাড়ে,
আর চরিত্রের নম্রতা মানুষের সুনাম বৃদ্ধি করে।

02/07/2025

সময়ের ব্যবধানে কতো মানুষের কতো রূপ দেখলাম🍀🧏‍♀️

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেমথার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়। ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট ...
29/06/2025

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেম

থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়।
ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট মর্টেমে উপস্থিত থাকা; কীভাবে করা হয় দেখা ও শেখা ।
আমরা একদম প্রথম যে দুইটা কেস পেয়েছিলাম-
দুইটাই মেয়ে,অল্প বয়সী।
দুইটাই সুইসাইডাল কেইস।
একজন গলায় ফাঁস,আরেকজন বিষ খেয়ে মরা।
প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা
হয়। ডাক্তার , স্টুডেন্ট ,পুলিশ এবং ডোম ( যারা কমনলি লাশ কাটে,
হ্যান্ডেল করে ) সবাই উপস্থিত থাকে সেখানে। এরপর গলা
থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া
কাটা হয়। এরপর গরুর যেভাবে চামড়া ছাড়ায় সেভাবে চামড়া ছাড়ায়।
তারপর বুকের পাঁজর যেভাবে যেভাবে কাটে সেটাকে ঠিক
কাটা বলা যায় না; ভাঙে বললেই ভালো! গরুর হাড় যেভাবে কশাইরা
কাটে অনেকটা সেরকম।
কন্ঠনালী অনেকটা টেনে হিঁচড়ে বের করে জিহ্বা সহ।
এরপর হার্ট, লিভার, পাকস্থলি কেটে প্রিজার্ভ করা হয় ।
বেশি খারাপ লাগে যখন মগজ বের করে। আমাদের দেশে
'ইলেক্ট্রিক স' নাই, মাথার খুলি কাটার জন্য। ওরা যেটা করে-
কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়ত দেখে থাকবেন, ওই হাতুড়ি
বাটাল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলি ফাটায়; খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত!
তার আগে মাথার মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হ্যাঁচকা টানে
খুলে ফেলা হয়। তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না ।
এক্সামিন শেষে ব্রেইনটাকে পেটের ভেতর পুরে দিয়ে
সেলাই করে দেয়।
সত্যি বলতে কোরবানির সময় গরু ছাগল জবাই থেকে মাংস কাটা
সবই দেখেছি, করেছি।
আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে
কাটে মানুষ! কারণ ওটার চামড়া দামী, মাংস দামী। চামড়াটা যেন অক্ষত
থাকে, চামড়া যেন থেতলে না যায়; এমন অনেক কিছু
মেইনটেইন করা লাগে। শুধু পোস্ট মর্টেমের সময়
যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয়, সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই
দোয়া করতে কখনও ভুলে না- খোদা , আমাকে এমন মৃত্যু দিও না যে আমার মৃতদেহের পোস্ট মর্টেম করার প্রয়োজন
পড়ে ।
!
এইগুলো সাধারণত পাবলিকলি না বলাই ভালো। কিন্তু এতকিছু আজকে
বললাম শুধু নিউজ ফিডে একটা সুইসাইডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক
খাচ্ছে দেখে। সেই পুরাতন প্রেম, প্রেমে ব্যর্থতা, হতাশায় ডুবে যাওয়া
এরপর মেয়েটার/ছেলেটার সুইসাইড; মরার আগে ছেলেটাকে/মেয়েটাকে দায়ী করে যাওয়া।
একবার আমার ফ্রেন্ড লিস্টের একটা মেয়

26/06/2025

ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ হয়ে যাচ্ছে?
এই নিয়ে গত কয়েকদিন ধরে নানা গনমাধ্যমে আলোচনার ঝড়! কিন্তু আসল ঘটনা কী?

আসলে আয় বন্ধ হচ্ছে না! পরিবর্তন আসছে ফর্ম্যাটে আর সিস্টেমে।

সম্প্রতি আমরা জানিয়েছিলাম — এখন থেকে সব ভিডিও Reels স্টাইলে আপলোড হবে এবং Instream Ads ফিচারটি বন্ধ করে দিচ্ছে Facebook।

👉অর্থাৎ, আগের যেসব ভিডিও Instream Ads দিয়ে টাকা আয় করতো, সেগুলো এখন থেকে Reels হিসেবে কাউন্ট হবে।
আর ৩১ আগস্ট ২০২৫ থেকে Reels Monetization-ও বন্ধ হয়ে যাবে।

তাহলে প্রশ্ন — আয় কি একেবারে বন্ধ?

না, মোটেই না!

Facebook এখন সব ধরনের ভিডিও/রিলস আয়ের উপায়কে একত্রিত করছে "Content Monetization" নামে একটি নতুন সিস্টেমে।
👉 Reels হোক বা Long-form ভিডিও—সবই এখন একটি জায়গা থেকে আয়ের হিসেব পাবেন।

🫴সোজা করে বললে — Earn করা বন্ধ হচ্ছে না, বরং সব earning এখন এক ছাতার নিচে আসছে!

নতুন আপডেট চালু হচ্ছে আগস্টের শেষে, তাই আগেভাগে প্রস্তুত থাকুন!

[সংগৃহীত]

Address

Gaffargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shammi Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share