06/07/2025
রিয়ালের রাজকীয় প্রত্যাবর্তন
২০২৩/২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নিজেদের ১৫তম ইউরোপিয়ান শিরোপা এবং ৩৬তম লা লিগা টাইটেল ঘরে তুলেছিল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। তবে সেই দুর্দান্ত স্কোয়াডটি ২০২৪/২৫ মৌসুমে খেই হারিয়ে ফেলেছিল এক সময়। মিডফিল্ডের প্রাণভোমরা টনি ক্রুস অবসর নেন মৌসুম শুরুর আগেই। আর ডিফেন্স লাইনের স্তম্ভ দানি কার্ভাহাল ইনজুরির কারণে ছিটকে পড়েন শুরুতেই।
পরিবর্তনের সূচনা
সিজনের শেষভাগে ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে বড়সড় পরিবর্তনের মধ্য দিয়ে যায় ক্লাবটি। ফ্রি ট্রান্সফারে লিভারপুল থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দলে টানে মাদ্রিদ। সেন্টার ব্যাক সমস্যা সমাধানে বার্নামাউথ থেকে তরুণ প্রতিভা ডিন হাউশেনকে নেয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—ডাগআউটে আনচেলত্তির জায়গায় দায়িত্ব নেন সাবেক মাদ্রিদ মিডফিল্ডার ও সফল লেভারকুজেন কোচ জাভি আলোনসো।
জাভি আলোনসোর আগমন
২০২৩/২৪ মৌসুমে বায়ার্ন মিউনিখের একচেটিয়া আধিপত্য ভেঙে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হন জাভির লেভারকুজেন। তার আধুনিক ট্যাকটিকস এবং 'থ্রি ম্যান ব্যাকলাইন' ফরমেশন নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায়। মাদ্রিদের দায়িত্ব নিয়েই তিনি একই ৩-৫-২ ছকে ক্লাব বিশ্বকাপে যাত্রা শুরু করেন।
ধীরে ধীরে ছন্দে ফেরা
প্রথম ম্যাচে আল-হিলালের বিপক্ষে কাঙ্খিত ফল না এলেও দলটির পারফরম্যান্স সময়ের সঙ্গে উন্নতি করে। ফ্রান গার্সিয়ার পারফরম্যান্স চোখে পড়ার মতো—দুর্দান্ত ডিফেন্সিভ দায়িত্ব পালনের পাশাপাশি আক্রমণেও রেখেছেন তাৎপর্যপূর্ণ ভূমিকা।
স্ট্রাইকার সংকটে আলো ছড়াচ্ছে গঞ্জালো
করিম বেনজেমার বিদায়ের পরও জাত স্ট্রাইকারের সন্ধানে ছিল মাদ্রিদ। যদিও কিলিয়ান এমবাপ্পেকে স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছিল, প্রকৃতপক্ষে তিনি একজন উইঙ্গার। এমবাপ্পের ইনজুরির পর একাডেমির তরুণ গঞ্জালো গার্সিয়াকে সুযোগ দেয়া হয়, যিনি প্রথম ম্যাচেই গোল করেন। এরপর কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে গোলসহ ক্লাব বিশ্বকাপে ৫ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে নিজেকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন।
মিডফিল্ডে নতুন প্রাণ
টনি ক্রুসের অবসরের পর মিডফিল্ডে যে শূন্যতা ছিল, তা ধীরে ধীরে পূরণ হচ্ছে। আর্দা গুলার নিজের প্রতিভা প্রমাণ করতে শুরু করেছেন। বেলিংহাম, ভালভার্দে, গুলার এবং ট্রেন্ট—এই চারজনের রসায়ন চোখে পড়ার মতো।
সামনে চ্যালেঞ্জ: পিএসজি
সবকিছু মিলিয়ে মাদ্রিদ ধীরে ধীরে তাদের পরিচিত রাজকীয় রূপে ফিরছে। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ—২০২৪/২৫ চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেইন্ট-জার্মেইন। ম্যাচটি নিঃসন্দেহে হতে যাচ্ছে ট্যাকটিক্স, প্রতিভা এবং ঐতিহ্যের এক মহারণ।
মো: রাকিবুল ইসলাম
০৬/০৭/২০২৫