Global Dawah.TV

  • Home
  • Global Dawah.TV

Global Dawah.TV Global Dawah Is a Internationally Dawah Programming Channel.

15/06/2025

আজ
১৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জিলহজ্ব ১৪৪৬ হিজরি তারিখ হইতে আজীবন
দ্বীনের খেদমতের উদ্দেশ্য এই পেজটি পরিচালিত হবে ইনশাআল্লাহ।

৩০ হাজার তরুণকে যোদ্ধা হিসেবে নিয়োগ করলো হামাস।বিস্তারিত কমেন্টে
20/04/2025

৩০ হাজার তরুণকে যোদ্ধা হিসেবে নিয়োগ করলো হামাস।

বিস্তারিত কমেন্টে

05/08/2024

ছাত্রদের পক্ষ থেকে দেশবাসীকে
শোকের মাসের বদলে বিজয়ের মাস
উপহার

05/08/2024

স্বাধীন
বাংলাদেশ
০৫/০৮/২০২৪ খ্রিঃ

আলহামদুলিল্লাহ্❤💙 সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের সাথে প্রতিযোগিতা করে হাফেজ সালেহ আহমেদ তা...
22/09/2022

আলহামদুলিল্লাহ্❤💙
সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের সাথে প্রতিযোগিতা করে হাফেজ সালেহ আহমেদ তাকরীম ৩য় স্থান অর্জন করায় তাকে অভিনন্দন।

11/05/2021
এর চেয়ে হৃদয়বিদারক দৃশ্য আর কি হতে পারে!!হৃদয়বিদারক ছবিটা ভারতের উড়িষ্যার।সন্তান তার মৃত মায়ের লাশের হাত-পা ভেঙ্গে দিচ...
27/04/2021

এর চেয়ে হৃদয়বিদারক দৃশ্য আর কি হতে পারে!!
হৃদয়বিদারক ছবিটা ভারতের উড়িষ্যার।

সন্তান তার মৃত মায়ের লাশের হাত-পা ভেঙ্গে দিচ্ছে, যাতে সহজভাবে বস্তায় ভরে নিজের মায়ের লাশ বাবার সাথে কাঁধে করে বাড়িতে নিয়ে যেতে পারে। কারণ হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই।

✍️ পোষ্ট সূত্রঃ Bulbul Ahmed ভাই

সম্ভবত গতবছর এই সময়েই আমরা দিল্লীর আকাশ ঘন-কালো ধোয়ায় আচ্ছন্ন দেখতে পেয়েছিলাম, শুনতে পেয়েছিলাম হৃদয়-বিদারক হাহাকার । আজ ...
25/04/2021

সম্ভবত গতবছর এই সময়েই আমরা দিল্লীর আকাশ ঘন-কালো ধোয়ায় আচ্ছন্ন দেখতে পেয়েছিলাম, শুনতে পেয়েছিলাম হৃদয়-বিদারক হাহাকার । আজ আবার দিল্লীর আকাশ ধোয়াচ্ছন্ন, চিৎকার-আহাজারিতে ভারী। সেদিনও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। আজও আমরা ব্যথিত হচ্ছি।
সেদিন যেসব মাসজিদে আগুন দেয়া হয়েছিল, কালের বিবর্তনে আজ সেসব মাসজিদই তাদের চিকিৎসালয়।
কারন, আমি মুসলিম।
আমি মানবতার কল্যাণে সৃজিত হয়েছি।
আমি মানুষকে জান্নাতের পথ দেখাতে দায়িত্বপ্রাপ্ত।
মানুষের মুক্ত কামনাই আমার মিশন।

✍️ প্রফেসর মোখতার আহমেদ হাফিঃ

22/04/2021

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে সংগঠন থে.....

20/04/2021

⭕️⭕️ রমজানের সময়কে ⌚⌚ এবং সুযোগের যথাযথ ব্যাবহার করতে অনলাইনে আমাদের অভিজ্ঞ মুয়াল্লিম দের সাথে লাইভে ক্লাস করে শিখে নিন কর পবিত্র কুরয়ানুল কারিম 🕋🕋
লাইভ কোর্সের সুযোগ পেতে নিচের ফর্ম ফিলাপ করুন -
https://e-moktob.com/admission.php

05/04/2021

আমি কারও সাফাই গাইছি না। আমি তথ্য প্রমান ছাড়া বলি নি যে, মামুনুল নিরপরাধ। আপনি যদি দলকানা হন তাহলে আমার কথা বোঝার মতো জ্ঞান রাখবেন না । স্বার্থগত কারনে কেউ আপনাকর যা জানায়, তোতা পাখির মতো তাই আওড়ান।হয়তোবা মনে করবেন আমি হেফাজত করি কি না? আমি বলবো না, আমি এখন কোনো দল করি না। আর মামুনুল হক সম্পর্কে আমার কথাটা ছিলো, আলেম ওলামারা নবীর ওয়ারিশ। সে যদি কোনো ভূল করে তার যথেষ্ট প্রমান থাকতে হবে। আর তার কথা অবিশ্বাস করি কিভাবে? সকল আলেমরাই তো বলছে সে বিবাহ করেছে আর আলেমদের কথা বিশ্বাস করবো না তো আপনার কথা বিশ্বাস করবো? হতে পারেন আপনি নবী সাঃ এর শ্রেষ্ঠ উম্মতের মধ্যে একজন কিন্তু আপনি নবীর ওয়ারিশ নন। আর নবীর ওয়ারিশ হওয়ার যোগ্যতা রাখেন কেবল আলেম ওলামারা। আর মামুনুল হকের বিয়ের বিষয়টি আমিও জানতাম। কারন আমার এক ভগ্নিপতি মুফতি সাহেব মামুনুল হকের বড় ভাই মাহফুজুল হকের বন্ধু। সেই সুবাদে আমার ভগ্নিপতি বিষয়টি জানতেন। তাই সেই সুবাদে আমিও জানতাম। আর শুনুন কেউ যদি ব্যভিচারী কাজ না করে আর অন্যরা স্বার্থগত কারনে তার বিরুদ্ধে কুৎসা রটায়। কুৎসা রটনা কারীদের শাস্তি আল্লাহ ভয়ানক ভাবে দিবে। সে শাস্তি দেখার অপেক্ষায় রইলাম। কুৎসা রটিয়ে থাকলে আল্লাহর গজবের অপেক্ষা করুন কুৎসা রটনা কারীগন।

মাহমুদুল হাসান মুন্না
ইসলামিক স্কলার
গ্লোবাল দাওয়াহ টিভি

হে বিশ্ব বিবেক জাতির আগামীর কর্ণধার ,যুবক-যুবতী ভাই ও বোন, আমি  তোমাকেই বলছি এ বছর যেভাবেই কাটুক তোমার ভালোবাসা দিবস ও ব...
14/02/2021

হে বিশ্ব বিবেক জাতির আগামীর কর্ণধার ,যুবক-যুবতী ভাই ও বোন, আমি তোমাকেই বলছি এ বছর যেভাবেই কাটুক তোমার ভালোবাসা দিবস ও বসন্তের হাওয়া।

আমি বলছি হয়তো বিধর্মীদের উৎসব ও কৃষ্টি-সংস্কৃতিতে গা ভাসিয়েছো অনায়াসে। তুমি জানোই না কি করেছো তুমি। কি অবৈধ সম্পর্কে জড়িয়েছো এইদিনে,
মনে রাখিও হিসাব তোমার নেবে একদিন। মহান প্রভু। সেদিন তোমার এহেন বিষয়ের জন্য তিনি যদি কাহহার রুপ ধারন করেন তাহলে কেউ থাকবে না তোমার উকিল হয়ে। মনে রাখিও।

ফিরে এসো, নামাজী হও, তোমার বিবেক কে শাণ দাও জেগে তোলো তোমার সু-মহান বিবেক কে।

পারবে,,,, তুমিই পারবে বিশ্বটাকে বদলাতে। তোমার সৃষ্টিকর্তা যেভাবে চায়।

বিঃদ্রঃ কাউকে ভালোবাসো আল্লাহর জন্য দেখবে প্রতিটি দিন তোমার ভালোবাসা দিবস মনে হবে, প্রতিটা সময় বসন্তের ছোয়া পাবে। কোনো বিশেষ দিন লাগবে না।

লেখকঃ
মোঃ মাহমুদুল হাসান মুন্না
ইসলামিক স্কলার, গ্লোবাল দাওয়াহ টিভি
পরিচালক, ইসলামিক মিশন অর্গানাইজেশন।

www.facebook.com/mahamudulmunnaofficial

Address


Alerts

Be the first to know and let us send you an email when Global Dawah.TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Dawah.TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share