No skip No short

No skip No short রতগফ

নিজস্ব কারখানায় তৈরি প্রিমিয়াম মানের গেঞ্জি!আপনার ব্র্যান্ডের জন্য ভালো মানের গেঞ্জি খুঁজছেন?আমরা সরাসরি আমাদের নিজস্ব ফ...
05/05/2025

নিজস্ব কারখানায় তৈরি প্রিমিয়াম মানের গেঞ্জি!

আপনার ব্র্যান্ডের জন্য ভালো মানের গেঞ্জি খুঁজছেন?
আমরা সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করছি উন্নত মানের সুতার গেঞ্জি — সফট, কমফোর্টেবল, আর টেকসই।

কাস্টমাইজ করার সুবিধাও রয়েছে!
চাইলে আপনি আপনার নিজের কাস্টম ডিজাইন, ট্যাগ, বা প্যাকেজিং-সহ গেঞ্জি নিতে পারবেন — যেন আপনার কাস্টমারদের কাছে আপনার ব্র্যান্ড আলাদাভাবে উপস্থাপন করা যায়।

দামে পাচ্ছেন সেরা সুবিধা:

হোলসেল কোয়ান্টিটি নিলে দামে বিশেষ ছাড়

কোয়ান্টিটি যত বেশি, দাম তত কম!

ছোট পরিমাণের জন্যও সাপোর্ট আছে (তবে ইউনিট প্রাইস একটু বেশি হবে)

ছোট-বড় সকল ব্যবসায়ীদের জন্য একদম পারফেক্ট অফার!
আপনি যদি নিজের ব্র্যান্ড শুরু করতে চান বা আগে থেকেই ব্যবসা করে থাকেন — আমাদের সাথে কাজ করলে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে চিন্তা করার দরকার নেই।

যোগাযোগ করুন ইনবক্সে অথবা নিচে কমেন্ট করুন!
ডেলিভারি সুবিধা সারা বাংলাদেশে।

22/04/2025

একটা সময় ছিল, দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা স্বপ্ন দেখত—বিশ্বমানের ইঞ্জিনিয়ার হবে, প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। অথচ আজ সেই স্বপ্নের জায়গায় এসেছে একটা সরকারি ‘সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ হওয়ার আকাঙ্ক্ষা। Bangladesh University of Engineering and Technology (BUET) , কুয়েট, রুয়েট থেকে বের হওয়া ছেলেরা এখন তাদের মেধার শেষ গন্তব্য ঠিক করছে গ্রেড-৯ এর একটা চেয়ারে। যেন ওটাই জীবনের সবচেয়ে বড় অর্জন।

আমরা এমন এক জাতি হয়েছি, যারা মেধাকে ব্যবহার করতে জানি না। বরং নিরাপদ চাকরি, মাস শেষে নির্দিষ্ট বেতন, আর একটা স্থায়ী পোস্ট—এই তিনটাই হয়ে উঠেছে আমাদের ভবিষ্যতের স্বপ্ন।

গ্লোবাল টেক জায়ান্টরা যেখানে নতুন প্রযুক্তি উদ্ভাবনে কোটি কোটি ডলার খরচ করছে, সেখানে আমাদের মেধাবীরা ভিড় করছে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের লিস্টে।

এটাই কি মেধার পতন নয়?
যখন একটি জাতি স্বপ্ন দেখতে ভুলে যায়, তখন সেই জাতির পতন সময়ের ব্যাপার মাত্র।

সিস্টেমকে দোষ দিয়েই যদি জীবন কাটে, তাহলে সিস্টেমের বাইরে যাওয়ার সাহস কবে আসবে?
মেধা যদি কেবল সার্টিফিকেট অর্জনে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই মেধার আসল মূল্য কী?

সাব-অ্যাসিস্ট্যান্ট স্বপ্ন নয়, এটি আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি।"**

এই মানুষটার তাকওয়া যে কোন পর্যায়ে আছে আল্লাহই ভাল জানেন ❤️❤️❤️❤️
12/04/2025

এই মানুষটার তাকওয়া যে কোন পর্যায়ে আছে আল্লাহই ভাল জানেন ❤️❤️❤️❤️

05/12/2024


ভালোবাসা আর ভালো লাগার মধ্যে মূল পার্থক্য হলো তাদের গভীরতা ও স্থায়িত্বে।

ভালো লাগা:
অস্থায়ী ও হালকা অনুভূতি: কোনো ব্যক্তি, বস্তু, বা ঘটনা আপনার মনোযোগ আকর্ষণ করে এবং তা আপনাকে সাময়িক সুখ দেয়।
প্রথম পর্যায়ে হয়: এটি প্রাথমিক আকর্ষণের ফলাফল, যেমন কারও চেহারা, কথা, বা কাজ।
কম আবেগপ্রবণ: এটি সহজেই পরিবর্তনশীল, যেমন আজ ভালো লেগেছে, কাল নাও লাগতে পারে।
ব্যক্তি বা বস্তুর প্রতি ফোকাসড: মূলত বাইরের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল।
ভালোবাসা:
গভীর ও স্থায়ী অনুভূতি: এটি সময়ের সাথে গড়ে ওঠে এবং দীর্ঘস্থায়ী হয়।
পরিপক্ব ও পরিণত: এটি শুধুমাত্র আকর্ষণ নয়, বরং যত্ন, বিশ্বাস, এবং ত্যাগের মিশ্রণ।
অধিক আবেগপ্রবণ: ভালোবাসায় আবেগের গভীরতা বেশি, যা সহজে ভঙ্গুর হয় না।
সম্পূর্ণ গ্রহণযোগ্যতা: ভালোবাসা কোনো ব্যক্তিকে তার সমস্ত গুণাবলী ও ত্রুটিসহ গ্রহণ করে।
তোমার যদি মনে হয় এগুলোর মধ্যে কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা দরকার, বলতে পারো! 😊

15/11/2024

রাজনীতি করার ইচ্ছা থাকলে জামাত ইসলামের মত করো অহেতুক তাবলীগের নাম ভাঙ্গে রাজনীতি করে লাভ আছে

30/10/2024

মানুষ আমাকে খারাপ বলছে বা ভাল বলছে তার মানে মানুষ আমাকে follow করে তাই না
এটা আমার জন্য ভাল পাওয়া তাই না ।আমাকে আর ও ভাল হতে হবে

03/10/2024

Miss you Ma . meri jan🫂

01/10/2024

1

22/09/2024

a sad moment dont forget

25/12/2023

ফিলিস্থিন জয় লাভ করলে যে পরিমান খুশি হতাম ।
তার চেয়ে বেশি খুশি হতাম যদি আমার দেশ আলেম সবাই এক হয়ে যেত@@আল্লাহ আপনে আমার দেশ আলেম এক করে দও...।

Address

Gaibandha
Gaibandha
5740

Telephone

+8801902273765

Website

Alerts

Be the first to know and let us send you an email when No skip No short posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share