
29/03/2025
পুষ্পা-4: ঝুঁকেগা নেহি সালে, আন্তর্জাতিক পর্যায়ে খেলতে জানি, সরাসরি উন্নতির পথে হাঁটতে জানি। টাকা বাইরে নয়, দেশের জন্য আনতে জানি। 🫡🫡
এইসব নিয়ে কোন কথা বারতা নাই,
সুধু কি নির্বাচন।।
নির্বাচন তোগো.... 😪... দিতে হবে
ড. ইউনূস যখন পৃথিবীর দক্ষিণ মেরুতে চীন সফরে ১৫ হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, ১২ হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয়, ১০ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ নির্মাণ, বিনা শুল্কে ২০২৮ সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্যসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য ১ ট্রিলিয়ন ডলারের চুক্তির পথে, তখনই...
পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো— বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস হয়েছে ১৪০ দেশের প্রত্যক্ষ ভোটে, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের জন্য যেখানে খাবার বাবদ মাসিক মাত্র সাত ডলার (৮৪৭ টাকা) দেওয়া হতো, নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন থেকে জনপ্রতি ১২ ডলার (১৪৫২ টাকা) করা হয়েছে।
এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খবর এলো— দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছুঁয়েছে। শুধু এই মাসেই দেশে এসেছে ৪ বিলিয়ন ডলার, যা প্রায় ৫০ হাজার কোটি টাকা...
এরপরও বলবো...
ড. ইউনূস, তাড়াতাড়ি একটা নির্বাচন দিন, চেটে খাবো... 🌚©️
এরাই হলো আন্তর্জাতিক মানের বড় খেলোয়াড়— যাদের চিন্তা-ভাবনার মূল লক্ষ্য হলো কিভাবে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়। কিভাবে বৈদেশিক মুদ্রা দেশে আনা যায়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা যায়।
আর বাকি যারা আছে, তারা ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড়— যাদের চিন্তা-ভাবনা শুধুই কিভাবে পাচার করা যায় এবং কিভাবে বিদেশে গাড়ি-বাড়ি বানানো যায়। 🫤🫤