Diner Kotha

Diner Kotha ” প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় ” (সহীহ বুখারিঃ ৩৪৬১)

06/04/2025

আমার সবাই অপরাধী।🥹🥹🥹
আমরা কি জবাব দিবো।

These are not birds, but the remains of our brothers flying in the sky of their occupied land".💔🕊️
06/04/2025

These are not birds, but the remains of our brothers flying in the sky of their occupied land".💔🕊️

G.a.z.a. স্বাস্থ্য মন্ত্রনালয়ের মতে, গত 24 ঘন্টায়, ইসরায়েল G.a.z.a স্ট্রিপে সবচেয়ে তীব্র এবং ক্রমাগত বোমাবর্ষণ করেছে,...
06/04/2025

G.a.z.a. স্বাস্থ্য মন্ত্রনালয়ের মতে, গত 24 ঘন্টায়, ইসরায়েল G.a.z.a স্ট্রিপে সবচেয়ে তীব্র এবং ক্রমাগত বোমাবর্ষণ করেছে, যার ফলে 86 জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং 280 জনেরও বেশি আহত হয়েছে৷ এটি ছিল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি।

ফিলিস্তিনি সাংবাদিক খলিল আবু ইলিয়াস ফেসবুকে লিখেছেন:
"মাত্র কয়েক ঘন্টা বাকি এবং গাজা অস্তিত্বের মুখ থেকে মুছে যাবে। আপনি আমাদের কেবল স্বর্গে পাবেন। বিদায় তাদের সবাইকে যারা ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর 'আরব' বলা হবে।"

গাজা থেকে একজন ফিলিস্তিনি মেয়ে লিখেছেন:
"আমাদের খবর এখন থেকে তোমাকে কষ্ট দেবে না। আর কয়েকদিন বাকি, সব শেষ হয়ে যাবে।"
যে আমাদের অত্যাচারে নীরব ছিল আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না।"

একজন ফিলিস্তিনি শেখ বলেছেন:
"আমি শুধু আমার মেয়েকে কবর দিয়েছি - মাথা ছাড়া।"😭💔

দুনিয়া নাকি সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে? প্রযুক্তির কল্যাণে নাকি দুনিয়া এখন একটা ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে?কী চ...
06/04/2025

দুনিয়া নাকি সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে? প্রযুক্তির কল্যাণে নাকি দুনিয়া এখন একটা ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে?

কী চরম তামাশা!

যদি তাই হবে, একটা নীরিহ উপত্যকায় পরিপূর্ণ আয়োজনের সাথে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এই ভয়*ঙ্কর, ভয়াবহ ধ্বংসলীলা দেখেও গোটা দুনিয়া কীভাবে না দেখতে পাওয়ার ভান করে আছে?

প্রতিদিন হাজারে হাজার মানুষকে নির্দয়ভাবে মে*রে ফেলা হচ্ছে। কিন্তু গোটা দুনিয়া তো বটেই, ইসলামি বিশ্বের কোথাও কোনো হেলদোল নেই। যালিমেরা কোনো লুকোচাপার আশ্রয় আর নিচ্ছে না৷ যা করছে প্রকাশ্য দিবালোকে—ঘোষণা সমেত। অথচ দুনিয়ার মানুষ এমনভাবে নিশ্চুপ হয়ে আছে, যেন কোথাও কিছু হচ্ছে না, কোথাও কিছু ঘটছে না।

মানব ইতিহাস এই ঘৃণ্য স্মৃতি কীভাবে সংরক্ষণ করবে?

04/04/2025

মানুষের উপকার করলে মানুষ ক্ষতি করবেই।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ🌺

29/01/2024

ঋণের বোঝা সম্পর্কে রাসুলুল্লাহ সাঃ এর সতর্কতা! - পর্ব-২৭- হাসানুলবান্না বিন আব্দুল গফুর মাদানী

24/01/2024

👉 খুব সুন্দর একটি হাদীস 🥰❤️
ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?
আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।
عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি....
" مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ ".
যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...
قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে... قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?] قَالَ لَهُ : " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ".
তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে। [মুসনাদে আহমাদ: ২৩০৪৬,২২৯৭০; ইবনে মাজাহ ২৪১৮]

22/01/2024

জুমার খুতবা│বিষয়ঃইসলামী ভ্রাতৃত্ব │ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক│ Abdullah Bin Abdur Razzak│

17/01/2024

একজন হি!ন্দু যদি বাংলার মাটিতে কথা বলতে পারে তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও কথা বলতে পারবে এই বাংলায়।

Address

Palashbari Gaibandha
Gaibandha
5730

Alerts

Be the first to know and let us send you an email when Diner Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share