gobikhobor.com

gobikhobor.com সারাদেশের স্থানীয় সংবাদ

02/05/2025

যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবী করাটাও যেন অপরাধ- তারেক রহমান। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

02/05/2025

চাকরি দেওয়ার নামে অভিনব প্রতারণা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি: চাকরি দেয়ার নামে অভিনব প্রতারণার ফাঁদ পাতে জিল্লুর রহমান।
রাজশাহী মহানগরীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি জিল্লুর রহমান (৩৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মন্ডলবাড়ী গ্রামের মো. ইসলাম মণ্ডলের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা ভাটাপুকুর এলাকায় বসবাস করছে।

ঘটনার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নুরুজ্জামান তানিম ,জবস ইন রাজশাহীর, নামক একটি ফেসবুক গ্রুপে বেস্ট সাফাই লিমিটেড, নামের একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানটি রাজশাহীতে বিভিন্ন পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে এবং এতে কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন নেই।

বিজ্ঞাপনে দেওয়া ঠিকানানুযায়ী তানিম গত ৩০ এপ্রিল সকাল ১০টায় মহানন্দা স্কুল অ্যান্ড কলেজ, উপশহর-২, হোল্ডিং নং-১২-তে উপস্থিত হন। সেখানে আরও কয়েকজন চাকরি প্রার্থী ভাইভা দিতে আসেন। ভাইভা বোর্ডে উপস্থিত আসামি জিল্লুর রহমান তানিমকে মৌখিকভাবে চাকরির আশ্বাস দেন এবং জামানত বাবদ ১০ হাজার টাকা দাবি করেন।

তানিম বিষয়টি সন্দেহজনক মনে করলে অন্য চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং তারাও একই অভিজ্ঞতা শেয়ার করেন। এমনকি দু’জন প্রার্থী স্বীকার করেন, তারাও আসামিকে ১০ হাজার টাকা করে দিয়েছেন।

পরবর্তীতে উপস্থিত সকলে মিলে আসামিকে আটক করে থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে হেফাজতে গ্রহণ করেন। জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার কথা স্বীকার করেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আর ও কেউ জড়িত আছে কিনা , সে বিষয়ে তদন্ত চলছে ।

01/05/2025

পত্নীতলায় মে দিবস উদযাপিত

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার চোলাই মদের কারখানার সন্ধান পাওয়ার পর,  রাজশাহীর দুর্গাপুরে ২৭৮ লিটার দেশীয় চোলাই ম...
01/05/2025

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার

চোলাই মদের কারখানার সন্ধান পাওয়ার পর,
রাজশাহীর দুর্গাপুরে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও তাদের ছেলে সম্রাট (২২)।

28/04/2025

সরকারি হজ্জ বিষয়ক "লাব্বাইক অ্যাপ” এর বিজ্ঞাপন

শুক্রবার ফুটপাতে হরেক রকমের দোকান মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:শুক্রবার  ও শনিবার সরকারি ছুটির দিন। তাই রাস্তাঘা...
26/04/2025

শুক্রবার ফুটপাতে হরেক রকমের দোকান

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:

শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন। তাই রাস্তাঘাট একদম ফাঁকা। আী এ সুযোগে, রাস্তার দুই পাশে বসে পরেছেন অনেক দোকান। নতুন অথবা পুরাতন কি প্রযোজন আপনার ??? সব কিছুই পাবেন এই রাস্তার পাশে ঔুটপাতের দোকানে।

শাড়ী, লুংগি, শার্ট, প্যন্ট, ফতাুয়া, ছোট, বড়দের পোশাক থেকে শুরু করে। খাবার জিনিস, বারগার, বাদাম, চটপটি, পুরি, পিয়াজি এমন কি, বিরানী সব কিছু পাবেন, একদম কমদামে এই ফুটপাতের উপর। ছুটির দিন, অনেকে বাহির হয়েছেন, স্ত্রী, সন্তান সহ। হাতের কাছে ফুটপাতে কম দামে কেনা কাটা করে আনন্দে বাড়ীতে আসছেন। বড়, বড় শোরুম গুলোতে যখানে এসি লাগিয়ে উচ্চ মুলে নিয়ে নিচ্ছে। সেখানে অনেক সুন্দর কিছু পণ্য কম মূল্য পেয়ে ক্রেতা সাধারণ খুব খুশি। এই ফুট পাতে ব্যবসা করে অনেকে নিজের পায়ে দাড়িয়েন। হয়েছেন সাবলম্বী।

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধারমো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী দামকুড়া প...
25/04/2025

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট ১৬ বছর পর পুনরায় চালু করা হয়েছে। দুপুরে ক্রতা–বিক্রেতাদের সমাগমে
রাজশাহীর পবায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট ১৬ বছর পর পুনরায় চালু করা হয়েছে ।
রাজশাহীর পবা উপজেলার একটি ঐতিহ্যবাহী পশুর হাট দামকুড়া। উপজেলার দামকুড়া গ্রামের এই হাটে ১৬ বছর আগেও রমরমা কেনাবেচা হয়েছে। তখন হাটের নিলাম ডাক উঠত দুই কোটি টাকার বেশি। ২০০৮ সালের পর থেকে একটি সিন্ডিকেট এ হাটটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা নামমাত্র মূল্যে ডেকে নিয়ে ফেলে রাখত; কোনো পশু বেচাকেনা হতো না। ১০ কিলোমিটার দূরে রাজশাহী সিটি হাটকে চালু করার জন্য এই তৎপরতাকে ‘চক্রান্ত’ বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে , দামকুড়া পশুহাট আবার চালু করা হয়েছে। হাটের প্রথম ক্রেতা ও বিক্রেতাকে পুরস্কৃতও করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। তিনি হাটটি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে এক বছরের জন্য ইজারা নিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আগের বছর হাটটি মাত্র ৩৬ লাখ টাকায় ইজারা নিয়েছিল ‘সিন্ডিকেট’। এর আগের বছর ইজারামূল্য ছিল ৩৭ লাখ টাকা। এক যুগের বেশি সময় ধরে একনাগাড়ে হাটটি এত দিন ইজারা নিয়েছিলেন রাজশাহী নগরের বাসিন্দা রেজাউনুর রহমান। তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের ছেলে। তাঁরা একই সঙ্গে রাজশাহী নগরের সিটি হাটেরও ইজারাদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁরা গা ঢাকা দিয়েছেন।

নতুন করে চালু হওয়া দামকুড়া পশুহাটে ক্রেতা-বিক্রেতাদের উৎসাহিত করার জন্য গরুপ্রতি ৪০০ টাকা এবং ছাগলপ্রতি ১৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। অথচ পাশেই সিটি হাটে একটি গরুর ক্রেতার কাছ থেকে ৮০০ টাকা টোল আদায় করা হয়। আবার বিক্রেতার কাছ থেকে নেওয়া হয় ২০০ টাকা। সরকারি নিয়ম অনুযায়ী ছাগলের জন্য বিক্রয়মূল্যের ৫ শতাংশ টোল আদায় করার কথা; কিন্তু দামকুড়া পশুহাটে মোটে ১৫০ টাকা নেওয়া হচ্ছে।

হাটের প্রথম গরু ও ছাগল ক্রেতাকে উৎসাহিত করা জন্য এক হাজার টাকা ও একটি ছাতা উপহার দেওয়া হয়। এ ছাড়া বিক্রেতাকে কোনো টোল দিতে হয়নি বলে জানিয়েছেন পশুহাটের ইজারাদার শাহজাহান আলী। তিনি বলেন, ‘১৯৮৯ সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু ২০০৮ সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধ ও রোববার এই দুই দিন নগরের সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬ বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কাগজে–কলমে সবকিছু ঠিক থাকলেও প্রতিবছর প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করা হয়েছে।’

খুলনায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা: অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
23/04/2025

খুলনায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা: অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

22/04/2025

প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি: প্রসাদপুরে শেষ হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু : বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির কল্যাণার্থে ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন জঙ্গা অনুষ্ঠান। দূর দুরান্ত থেকে অনেক ভক্ত এসেছেন। এই অনুষ্ঠান নদীর ধারে অসাধারণ মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো। এই ১৬ প্রহর ব্যাপী, লীলা কীর্তন ও যজ্ঞাঅনুষ।ঠান হয় । প্রসাদপুর শিব মন্দির প্রাঙ্গন নদীর পূর্ব পাড়ে এ আয়োজন করা হয়। ভক্তদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। একটা আনন্দ ঘন পরিবেশে হিন্দু ধর্মাবলীদের এই লীলাকীর্তন অনুষ্ঠান চলে। অনুষঠানের দোকানপাট বসে এর আশেপাশে ছোটখাটো একটা মেলার মত মনে হচ্ছিল।

21/04/2025

নির্মাণ সামগ্রী তৈরি করে হয়েছেন স্বাবলম্বী

জুলেখা সেনেটারী হাউজ। এই প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল জলিল। প্রতিষ্ঠানটি মান্দা উপজেলা, প্রসাদপুর বাজার মেডিকেল রোডে অবস্থিত। এখানে কংক্রিটের তৈরি পার্কিং টাইলস, ভেন্টিলেটর, পিলার, বন্ধু চুলা, রিং পাট, সহ অনেক কিছু বাড়ি নির্মাণের যাবতীয় সামগ্রী পাওয়া যায়।

রাণীশংকৈলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৫ কর্মী আটকঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের...
21/04/2025

রাণীশংকৈলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৫ কর্মী আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

20/04/2025

গান পোস্ট দিয়ে ইউটিউব থেকে আয় করতে চান, তবে জেনে নিন
স্টুডিও : গোবিন্দগঞ্জের রুবেল সাউন্ড স্টুডিও

Address

396 Prodhan Para, Gobindaganj
Gaibandha
5470

Alerts

Be the first to know and let us send you an email when gobikhobor.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to gobikhobor.com:

Share