
21/07/2025
দূরত্ব কমবে কত কিলোমিটার????
হরিপুর চিলমারী তিস্তা সেতু চালু হলে দূরত্ব কমবে কত কিলোমিটার?
বর্তমানে অনেকে অনেক কথা বলে তবে আসল হিসাবটা আজকে আমরা মিলাই।
চিলমারী রমনা থেকে রংপুর যেতে হয় ৮২ কিলোমিটার এবং রংপুর থেকে পলাশবাড়ী দূরত্ব অর্থাৎ গাইবান্ধা-পলাশবাড়ী মিলিত স্থানের দূরত্ব ৬২ কিলোমিটার। আবার চিলমারী রমনা থেকে দুই থানার মোড়ের দূরত্ব ৫.৫ কিলোমিটার। তাহলে মোট দূরত্ব হলো ১৪৯.৫ কিলোমিটার। এখন যারা চিলমারী রমনা আসেপাশে থেকে রমনা আসে তাদের দূরত্ব ১৫/২০ কিলোমিটার হয়ে থাকে।
এখন আসেন হরিপুর চিলমারী তিস্তা সেতুর এইদিকের দূরত্ব হিসাব করি।দুই থানার মোড় থেকে গাইবান্ধা ২৫ কিলোমিটার এবং গাইবান্ধা থেকে পলাশবাড়ী প্রায় ২২ কিলোমিটার। তাহলে এইদিকে মোট দূরত্ব হলো ৪৭ কিলোমিটার।
এখন যদি চিলমারী রমনা থেকে রংপুর হয়ে পলাশবাড়ী দূরত্ব থেকে দুই থানার মোড় দূরত্ব বাদ দেন তাহলে হিসাব যা আসবে সেই দূরত্ব কমবে।
এখন দেখি,
১৪৯.৫ - ৪৭= ১০২.৫
তাহলে দূরত্ব কমবে ১০২.৫ কিলোমিটার। এবং রমনার আশেপাশে চর এলাকার অনুমানকৃত যে দূরত্ব ধরা হয়েছিল সেটা যদি ধরি তাহলে দূরত্ব বাড়বে ১০২.৫+১৫/২০ = ১১৭.৫/১২২.৫ কিলোমিটার।
তবে আমরা অনুমানকৃত হিসাবটা বাদ দিয়েও যদি বলি তাহলেও ১০২.৫ কিলোমিটার দূরত্ব কমবে হরিপুর চিলমারী তিস্তা সেতু চালু হলে তবে এই হিসাবটাই অনেকেই বুঝতে পারে না।
আশা করি যারা আগে কনফিউশানে ছিলেন তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন।