
05/09/2024
খেলা হবে ইন্ডিয়ার সাথে কি বলেন আপনারা। আমি মনে করি যদি আমরা ইন্ডিয়াকে হারাতে পারি তাদের দেশে এই জয় সব থাকি বেশি আনন্দ দায়ক হবে। এবং বাংলাদেশের মানুষ সবাই খুসিতে আত্মহারা হবে ক্যানোনা ইন্ডিয়া আমাদের দেশের শত্রু শুধু তাই না তার যে নির্বিচারে সিমান্ত হত্যা করছে। তাদেরকে হারানোর মাধ্যমে সেই তৃপ্তি পাবো। জয় আমাদের হতেই হবে, হতেই হবে কি বলেন আপনারা 🇧🇩❤️