কণ্ঠকথা ッ

কণ্ঠকথা ッ ━༊প্রতিটা স্বঁপ্নই রঙিন হয় বাস্তবতা গুলো সাদা কালো হয় -!
彡��_ღ᭄

10/09/2025
নিজের গল্পে নিজেই তৃতীয়  ব্যক্তি হয়ে যাওয়ার যে ব্যপার টা💔
10/09/2025

নিজের গল্পে নিজেই তৃতীয় ব্যক্তি হয়ে যাওয়ার যে ব্যপার টা💔

08/09/2025

হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি। তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বুঝাতে হয়েছে অনেককিছুই। হুট করে ভালোবাসা যায়, কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না।

মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে পেরে উঠছিলাম না, তখন দূরে সরে এসেছি। অভিযোগ করা বন্ধ করেছি, অভিমান করা বন্ধ করেছি, ঝগড়া করা বন্ধ করেছি, চোখের জল ফেলা বন্ধ করেছি, বন্ধ করেছি মন খারাপ করা। তোমাকে আর কখনো দেখাতে যাইনি বুকের ক্ষতগুলো, ইনিয়েবিনিয়ে বোঝাতে যাইনি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দাঁতে দাঁত কামড়ে সহ্য করে নিয়েছি সবটুকুন বেদনা।

তারপর, অনেকদিন পর, ঝাপসা চোখ মুছতে মুছতে তোমাকে ভালোবাসাও বন্ধ করে দিলাম। অপুষ্টিতে ভুগতে থাকা মাথার অবাঞ্চিত একটা চুলের মত তোমার জীবন থেকে এমনভাবে টুপ করে ঝরে গেলাম যে- তুমি টেরই পেলে না...

কলমে - আরিফ হুসাইন
কন্ঠে - কন্ঠ-কথা

আপনিও লিখে দিতে পারেন আপনার মনের কথা গুলা। আমরা আপনার লেখা গুলো ভয়েস এর মাধ্যমে পোস্ট করবো।

08/09/2025

হায়াতের যত দিন যায় –
আমার রূহের ব্যথা ততই বৃদ্ধি পায় 😅🤍

কেউ দেহে ম.রে কেউ বিশ্বাসে ম.রে,কেউ ম.রে ভরসায়। বলবো না তুমি কোথায় মরলে। তিন কবুলে অবিশ্বাসে নাকি নিশ্বাসে।শুধু জানি তুম...
11/08/2025

কেউ দেহে ম.রে কেউ বিশ্বাসে ম.রে,কেউ ম.রে ভরসায়। বলবো না তুমি কোথায় মরলে।
তিন কবুলে অবিশ্বাসে নাকি নিশ্বাসে।শুধু জানি তুমি আর কখনো ফিরবে না।ফিরতে পারবে না!
তুমি যে আড়াই হাত মাটির নিচে চলে গেছো,ওখান থেকে যে কেউ কখনো ফিরে আসে না, আসেনি কখনো।
ফিরে আসবে পথ নেই তোমার।
আমারও জানা নেই ফিরিয়ে আনার পথ কোথায়?

৬ ইঞ্চি কপালে তুমি নেই,কিন্তু দেখো ২৮৩.৪৯ গ্রাম হৃদয়ে তুমি কেমন না চাইতেও থেকে গেছো।
তোমাকে ভুলে যাওয়ার সমীকরণটা মনে হয় ভুল লিখেই পাস করেছি।মস্তিষ্ক নামক পরীক্ষক হয়তো আমাকে অসাবধানতায় পাস করে দিয়েছিল আর না হলে মায়ায়।আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি, নয়তো নতুন জীবনে আবার তোমার মতো কাউকে খুজতাম না।

তুমি মস্তিষ্কের পিসিতে কপি করা ছিলে নতুন করে যাই লিখতে যাই পেস্ট হয়ে যায়। তোমার চোখ নাক কান গলা তোমার মুখ, তোমার হাসি।
তোমার কন্ঠস্বর ভেসে আসে নতুন গানে, নব বসন্তের দিগন্তে। আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি, এখনও ভালবাসি।

তোমার আদর,যত্ন,ভরসায়, রাগে,অনুরাগে অভিমানে নতুনে যে তোমাকেই আমার লাগবে। তোমাকে ছাড়া আমার চলবেই না। আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি।এই ভালবাসার সীমান্ত নেই,অসীম। ভালবাসা ম.রে না।
ম.রে যায় কেবল দেহের মানুষ, বিশ্বাসের মানুষ আর ভরসা মানুষ।

তুমিও মরেছো কোথাও না কোথাও, চাইলেও ফিরিয়ে আনা যায় না,ফিরতে পারে না আগের জায়গায়।

15/07/2025

যাকে তোমার ভালো লাগে না, তাকে একবারে বলে দাও - "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই!''

দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানেই হয় না।
ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেয়াটা খুবই বাজে কাজ। তারচেয়ে বরং অভদ্র হয়ে সোজাসাপ্টা বলে দাও, ঝুলিয়ে রেখো না!
একটা মানুষ টানা ফোন দিয়েই যাচ্ছে তোমাকে সকাল-বিকাল। তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো, রিং বেজে যাচ্ছে, ম্যাসেজ আসছে। সপ্তাহখানেক পর যখন মুখোমুখি দেখা হলো, খুব ভালোমানুষি করে বললে - "আমি মাঝে অসুস্থ ছিলাম, তাই ফোন ধরা হয় নাই/ম্যাসেজ চেক করি নাই, সরি!"
মানুষটা ভরসা পেলো, তোমাকে কাছের মানুষই ভেবে বসে থাকলো। অথচ তুমি তো তার কাছের মানুষ না, তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হবার অভিনয় করছো।
যা ঠিক না, একদম ঠিক না।
যদি পাশেই না থাকো তাহলে দয়া করে "পাশে আছি" বলে কাউকে মিথ্যা ভরসা দিও না। তুমি নিজেও জানো না যে তুমি একজন ঠান্ডা মাথার খুনি। মিথ্যা আশা দিয়ে, অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো!
দিনের পর দিন কারো মনে তোমার জন্যে বিন্দু বিন্দু মিথ্যে এক্সপেকটেশন এর সমুদ্রে তাকে ডুবিয়ে মারার কোনো অধিকার তোমার নেই! একদমই নেই!
এমন একটা দিন আসবে, যেদিন তুমিও অন্য কারো পিছু ছুটবে, মাতালের মত ধুকতে থাকবে, পাগলের মত চিৎকার করে তার এটেনশন চাইবে। ফোনে রিং এর পর রিং বাজবে, ম্যাসেজের পর ম্যাসেজ সিন হবে। আস্তে আস্তে তুমি টের পাবে, তুমি ডুবে যাচ্ছো এবং খুব চেনা একটা সমুদ্রে ডুবে যাচ্ছো!
তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ তোমার খোঁজ নেয়ার জন্যে পাগল হয়ে আছে বলেই তুমি তাকে ইগনোর করার সাহস পাচ্ছো। কারো দুর্বলতার জন্যে তাকে অবহেলা করার এই সাহসটুকুই একদিন তোমার ভয়ের কারন হবে, অবশ্যই হবে! মনে রাখবে - একদিন প্রতারকদেরও ঠকতে হবে, মরার আগে হলেও।
প্রকৃতির অলিখিত সংবিধানে এটাই লেখা আছে যে - "কাউকে ঠকিয়ে খুব বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না!"

ঘুম থেকে উঠেই হারিয়ে যাওয়া মানুষটার কথা মনে পরার যে ব্যাপার টাহ্.!😥💔🥀
08/07/2025

ঘুম থেকে উঠেই হারিয়ে যাওয়া মানুষটার কথা মনে পরার যে ব্যাপার টাহ্.!😥💔🥀

08/07/2025

মানুষ যতই ঘনিষ্ঠ মানুষের সাথে থাকুক না কেন।
মানুষ নিতান্তই একা। 😌🦋

06/07/2025

রুহু তো চইলা যাওয়ার পরও পুনরায় ফিরা আইবো পরকালে এই দেহে, কিন্তু তুমি তো কখনো আইবা না।
যেমন আহেনা দ্বিতীয় বারের মতো মালাকুল মউত.!😅❤️‍🩹

05/07/2025

আমিও যে ক্লান্ত হই!
পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে আশ্রয় চেয়েছি, অথচ পুরো পৃথিবীর চাইতে দুঃখ তুমিই বেশি দাও আমায়! তোমার কাছে ভালোবাসা, আদর আর যত্ন ছাড়া আর কি চেয়েছি?

কতশত মানুষের ভীড়ে থেকেও আমি হন্যে হয়ে তোমার মুখটাই খুঁজি। তোমাকে ভালোবেসে আমি যে ভালো নেই! তুমি আর ভালো থাকতে দিলে কই? বলো...

আমিও যে ক্লান্ত হই!
আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তোমার তো সব আছে৷ ধন-সম্পদে ভরপুর, সোনা-দানা, আত্মীয়–স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার, সব আছে৷ নিঃস্ব তো আমি! তোমায় ছাড়া আমার কি আছে–কে আছে?

নিঃস্ব এই আমায় তুমি ঠাঁই দিলে না বুকে!
পৃথিবীতে দুখী মানুষ কারো ভালোবাসা পায় না! তুমিও ভালোবাসলে না। অভিমানে শুধু দূরত্বই বাড়ালে, বুকে টেনে নিলে না।

অভিমানে সুনসান নীরবতায় আমি যে ভীষণ কষ্ট পাই!
তবে তার চাইতে বেশি কষ্ট পাই, যখন তুমি কথা বলো না, সময় দাওনা, দুঃখের দিনে পাশে থাকো না, সবচেয়ে প্রয়োজনের মূহুর্তে সাড়া দাও না।

আমিও দুঃখ পাই!
যখন দেখি তুমিও ভালোবাসো, অথচ আমার মতো আকুলতা নিয়ে কাছে ডাকো না। আমার সাথে কথা না হলে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না, দীর্ঘদিন চোখের আড়ালে থেকেও আলিঙ্গনের ইচ্ছে জাগে না। যখন দেখি, আমায় ছাড়াই তুমি দিব্যি ভালো থাকো–স্বাভাবিক থাকো!

আমারও ভীষণ আফসোস হয়!
যাকে এত ভালোবাসি, তার ভালোবাসা না পেলে আমারও আক্ষেপ হয়! দুঃখে জর্জরিত হয়ে তোমার কাছে আশ্রয় চাই, সেই তুমিই কিনা আমাকে দূরে সরিয়ে দাও, চোখের আড়ালে থাকো!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

05/07/2025

মন মরা চেহারা, এলোমেলো চুল, ভাঙ্গাচুরা দেহে মন মুগ্ধকরা হাসি ছাড়া কিছুই নেই..!!😅❤️‍🩹

Address

Gaibandha
Gaibandha
RANGPUR,DHAKA,

Website

Alerts

Be the first to know and let us send you an email when কণ্ঠকথা ッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share