![][ সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর মিলন গ্রেপ্তার ][কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধা জেল...](https://img4.medioq.com/211/787/1200303062117878.jpg)
20/07/2025
][ সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর মিলন গ্রেপ্তার ][
কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সহ-সভাপতি গাইবান্ধার সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর মিলনকে তার রাজধানীর হাতিরপুলের বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার গাইবান্ধার সিজিএম আদালতে তাকে হাজির করা হবে। হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের আলাদা দুটি মামলায় পলাতক ছিলেন এডভোকেট মিলন।
জাহাঙ্গীর কবীর মিলনের বিরুদ্ধে মামলা আছে তিনটি। এর মধ্যে গাইবান্ধা সদর থানায় গত বছর ১৮ ই আগস্ট দায়ের করা ভাঙচুর ও আগুন দেয়াসহ হত্যা চেষ্টার অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জামিনে আছেন তিনি। কিন্তু গাইবান্ধা সদর থানায় গত বছরের ২৬শে আগস্ট দায়ের করা আরেকটি হত্যা চেষ্টা ,আগুন দেওয়া ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন নিলেও ওই জামিন নামা থানায় পৌঁছে নি। আর চলতি বছরে ২২মে সদর থানায় দায়ের করা আরেকটি হত্যার চেষ্টা মামলায় পলাতক আছেন পুলিশের খাতায়।