06/11/2025
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সমাবেশ,
তিন সাঁওতাল হ-/ত্যা-/র বিচার দাবি,
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের বিরোধপূর্ণ জমিতে বসতি স্থাপন করা সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদ ও তিন সাঁওতাল হত্যার বিচারসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১ টার দিকে নিহতদের স্মরণে সাহেবগঞ্জ এলাকায় অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বালন ও ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে একটি শোক মিছিল বের হয়। মিছিলটি বাগদা ফার্ম থেকে বের হয়ে কাঁটামোড় হয়ে সাহেবগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সাহেবগঞ্জ এলাকায় সাওতালরা একটি সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা-ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির একাংশের সভাপতি গনেশ মুর্মু।
বক্তাব্য দেন,বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এ্যাডভোকেট প্রভাত টুডু, ভুমিহীন আন্দোলনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদের সদর উপজেলার আহবায়ক গোলাম রাব্বী মুসা প্রমূখ।
বক্তারা বলেন, ঘটনার নয় বছর পার হলেও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। কার্যকর তদন্ত না করায় ক্ষতিগ্রস্ত সাঁওতালরা চরম হতাশায় ভুগছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ নভেম্বর পুর সুগার মিলের বিরোধপূর্ণ জমিতে বসতি স্থাপন করা সাঁওতালদের উচ্ছেদ করে সুগার মিল কর্তৃপক্ষ ও পুলিশ। এ সময় হামলা, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নিহত হয় শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামে তিন সাঁওতাল নৃ-গোষ্ঠীর সদস্য। আহত হয় পুলিশ সহ অনেকেই।