Gaibandha News

Gaibandha News An online news portal for Gaibandha districts.

][ সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর মিলন গ্রেপ্তার ][কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন  আওয়ামী লীগের গাইবান্ধা জেল...
20/07/2025

][ সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর মিলন গ্রেপ্তার ][
কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সহ-সভাপতি গাইবান্ধার সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর মিলনকে তার রাজধানীর হাতিরপুলের বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার গাইবান্ধার সিজিএম আদালতে তাকে হাজির করা হবে। হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের আলাদা দুটি মামলায় পলাতক ছিলেন এডভোকেট মিলন।
জাহাঙ্গীর কবীর মিলনের বিরুদ্ধে মামলা আছে তিনটি। এর মধ্যে গাইবান্ধা সদর থানায় গত বছর ১৮ ই আগস্ট দায়ের করা ভাঙচুর ও আগুন দেয়াসহ হত্যা চেষ্টার অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জামিনে আছেন তিনি। কিন্তু গাইবান্ধা সদর থানায় গত বছরের ২৬শে আগস্ট দায়ের করা আরেকটি হত্যা চেষ্টা ,আগুন দেওয়া ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন নিলেও ওই জামিন নামা থানায় পৌঁছে নি। আর চলতি বছরে ২২মে সদর থানায় দায়ের করা আরেকটি হত্যার চেষ্টা মামলায় পলাতক আছেন পুলিশের খাতায়।

[একটি সহায়তার আবেদন]এই ভাই হারিয়ে গেছে কত দুই দিন হলো। থানায় জিডি ও করা হইছে। সর্বশেষ ওনার মায়ের ফোনে কল এসেছিল গতকাল...
20/07/2025

[একটি সহায়তার আবেদন]
এই ভাই হারিয়ে গেছে কত দুই দিন হলো। থানায় জিডি ও করা হইছে। সর্বশেষ ওনার মায়ের ফোনে কল এসেছিল গতকাল চারটার দিকে একবার তারপর থেকে ফোন বন্ধ চোখের একটু সমস্যা আছে হুট করে কোন ঝামেলা ছাড়াই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন মেয়েদেরও ব্যাপার নেই যদি কোন ব্যক্তি এই ছেলেটাকে দেখে থাকেন কোথাও তাহলে অনুগ্রহ করে এই নাম্বারে 01781545409 কল দিয়ে জানাবেন।
নাম:আকাশ
বাবা: কবির মিয়া
মা: আঁখি বেগম
ঠিকানা: পশ্চিম কমনোর দশানী
পোস্টটি পাঠিয়েছেন Mst. Nipa Akter ফেসবুক আইডি থেকে

দেশকে নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে নাগাইবান্ধার জনসভায় -মামুনুল হক২০০৮ সাল থেকে ফ্যাসিষ্ট সরকার প্রধান শেখ হাসিনা এদে...
19/07/2025

দেশকে নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না
গাইবান্ধার জনসভায় -মামুনুল হক

২০০৮ সাল থেকে ফ্যাসিষ্ট সরকার প্রধান শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা শুধু ভোট নয় মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি গুম খুন হত্যা, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বাংলাদেশে। এখন তার পরিনতি থেকে শিক্ষা নিতে হচ্ছে।
আজ শনিবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাইফুল হাদীস ইবনে শায়ফুল হাদীস আল্লামা মামুনুল হক তার বক্তৃতায় একথা বলেছে।
তিনি বলেন আওয়ামী লীগ শনামলে প্রতিটি জেলায় জেলায় নগরে নগরে মানুষের হাহাকার ,গুম খুনের এক স্বর্গরাজ্যে পরিনত হয় বাংলাদেশ। এ দীর্ঘ ১৫ বছর এদেশের প্রতিটি জনপদ মৃত্যুপুরিতে পরিনত হয়। কোল খালি হয় শত শত মানুষের ও হাজারও বাবার বুক খালি হয়,এদেশের মানুষ এক নতুন নির্যাতনের মুখে পড়ে এভাবে চলতে বাংলাদেশ। আর বাংলাদেশের অর্থনীতি একটি ভিনদেশীয় স্বার্থবাদদের হাতে তুলে দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরেক দেশের হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের নামে ভারতীয় বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে নীল নকশা তৈরী করা হয়। তখনও এদেশের আলেম সমাজ লরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী তুলে দেয়া তীব্র প্রতিবাদ জানান। সে সময় শেখ হাসিনা সরকার পাখির মতো গুলি করে আমাদের ২৫ জন সহকর্মীকে হত্যা করে। পরবর্তীতে জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনকে দমিয়ে রাখতে অনেক ছাত্র জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে। আমাদের আশা ছিলো অন্তরবর্তী কালীন সরকার প্রধান ড.ইউনুস এদেশের মানুষকে নিয়ে কাজ করবে,এদেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিবে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেনো ছিনিমিনি খেলতে না পারে তারা সেসব নিয়ে কাজ করবেন । কিন্তু সে আশা আমরা আর করতে পারিনা । কারন তিনি বাংলাদেশকে ইজারা দেয়ার নীল নকশা তৈরী করছেন । কিন্তু এদেশের আলেম সমাজ ও তৌহিদী জনতা বুকের রক্ত দিয়ে তা প্রতিহত করবে।

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধে গোসল। নেচে গেয়ে উদযাপন করল স্থানীয় মহিলারাছবিতে ২০ বছরের যে যুবককে দেখছেন, গতকাল শুক্রব...
19/07/2025

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধে গোসল। নেচে গেয়ে উদযাপন করল স্থানীয় মহিলারা

ছবিতে ২০ বছরের যে যুবককে দেখছেন, গতকাল শুক্রবার বিকেলে সে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করে তার স্ত্রীকে তালাকের কথা গ্রামের সকলকে জানিয়েছে। আর গ্রামের মহিলারাও নেচে গেয়ে এই ”তালাক গোসল” উদযাপন করেছে।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। যুবকের নাম মোঃ হৃদয় ইসলাম ও তার সাবেক স্ত্রীর নাম রিয়া মনি।

হৃদয়ের পরিবার থেকে জানানো হয়, রিয়া মনির পরিবার থেকে চাপ দিয়ে বিয়ের এক বছর না যেতেই এ তালাক করানো হয় গত বৃহস্পতিবার। তালাকের বিষয়টি গ্রামের সবাইকে জানাতে হৃদয়ের পরিবারের মুরুব্বিদের পরামর্শে এই দুধ গোসলের আয়োজন করা হয়।

কি করছি আমরা? ভেবে দেখছি তো? গাইবান্ধার নামে গাইবান্ধার স্বার্থই নষ্ট করছি না তো?আমরা ছোট বেলায় একটি গল্প শুনতাম। গল্পটা...
18/07/2025

কি করছি আমরা? ভেবে দেখছি তো? গাইবান্ধার নামে গাইবান্ধার স্বার্থই নষ্ট করছি না তো?

আমরা ছোট বেলায় একটি গল্প শুনতাম। গল্পটা ছিলো অনেকটা এমন যে, সব নরকে পাহাড়াদার আছে শুধু একটি নরকে পাহাড়াদার নাই। কারন সেই নরকটি বাংলাদেশিদের জন্য। এই নরক থেকে কেউ পালাতে চাইলে অন্য বাংলাদেশীরা তাকে টেনে ধরে নরকেই আটকে রাখে। তাই পাহারাদারের দরকার হয় না। আর এ কারনে কেউই নরক থেকে বের হয়ে শান্তির জীবন পায় না। অন্যদেরকেও নরক থেকে বের করে আনতে পারে না।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড হবে? নাকি পলাশবাড়িতে ইপিজেড হবে এই বিভক্তির কি আসলেই কোনো প্রয়োজন ছিলো? আমরা নিজেরা নিজেরা এসব করে শেষে ইপিজেডটাই না হারাই। (শুরু থেকে এ পর্যন্ত গাইবান্ধার একজন সাধারন নাগরিক হিসেবে আমার অনুভূতি। নিচে মূল সংবাদ।)

গাইবান্ধার পলাশবাড়িতে সাকোয়া ব্রীজএলাকায় ইপিজেড নির্মানের দাবীতে আজ শুক্রবার সকালে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাকোয়া ব্রীজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ, গাইবান্ধার আয়োজনে শহরের গানাসাস মার্কেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বারের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, নাগরিক মঞ্চের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, এ্যাডভোকেট ফারুক কবীর ,সোমা ইসলামসহ অন্যরা । বক্তারা বলেন, রংপুর ইপিজেট নির্মান নিয়ে সাঁওতালদের বাধা রয়েছে। মামলা, হামলা নিয়ে ইপিজেট নির্মান হলে সাঁওতালদের বাধার মুখে পড়তে হবে। তাই অতি দ্রুত গাইবান্ধার পলাশবাড়ি সাকোয়া ব্রীজ এলাকায় বিশাল সরকারী জমিতে ইপিজেট বাস্তবায়ন করা হোক ।

জুলাই-আগষ্ট গণঅভুথানে শহীদ স্মরনে ও আহতদের সুস্থ্যতা কামনায় মৌন মিছিল ও সমাবেশ হয়েছে গাইবান্ধায়। আজ শুক্রবার দুপুরে  গাই...
18/07/2025

জুলাই-আগষ্ট গণঅভুথানে শহীদ স্মরনে ও আহতদের সুস্থ্যতা কামনায় মৌন মিছিল ও সমাবেশ হয়েছে গাইবান্ধায়। আজ শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি এ মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা: ময়নুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ অন্যরা ।
পরে জেলা বিএনপির অফিস চত্তর থেকে বিএনপি আয়োজিত মৌন মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে বিএনপি অফিসে সমাবেত হয়। পরে তারা বিএনপি অফিসে শহীদদের স্মরনে দোয়া মহফিলের আযোজন করে।

16/07/2025
16/07/2025
15/07/2025
14/07/2025
10/07/2025

শেখ রাতে সাদুল্লাপুর থেকে ফেরার পথে

Address

Gaibandha

Alerts

Be the first to know and let us send you an email when Gaibandha News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share