Tawhidi Sur

Tawhidi Sur আমি গান গাই আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির জন্য।

🎉 আলহামদুলিল্লাহ! আবারও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন! 🎉অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম...
16/10/2025

🎉 আলহামদুলিল্লাহ! আবারও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন! 🎉
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা আলিম পরীক্ষা-২০২৫ এর ফলাফলে আবারও সাফল্যের চূড়ায় অবস্থান করছে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও তাদের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছে।

এক নজরে আমাদের গৌরবময় ফলাফল:
বিবরণ সংখ্যা মন্তব্য
মোট পরীক্ষার্থী ৩৫ জন
জিপিএ ৫ (গোল্ডেন/এ+) ২ টি 🌟 বিশেষভাবে উল্লেখ্য: গলাচিপা পরীক্ষা হলের দুটিই জিপিএ ৫ (গোল্ডেন/এ+) অর্জন করেছে এবং তারা আমাদের মাদ্রাসারই শিক্ষার্থী!
৪.০০ পয়েন্ট বা তার বেশি ৬ টি
মোট কৃতকার্য (পাস) ৩১ জন
পাশের হার ৮৯% সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে মোট পরীক্ষার্থীর প্রায় ৮৯%!

সাফল্যের নেপথ্যে:
এই ঈর্ষণীয় সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টারই ফল। যারা অক্লান্ত পরিশ্রম, সঠিক নির্দেশনা এবং আন্তরিক সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি রইলো আমাদের অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা।

সফল সকল ছাত্র-ছাত্রীকে জানাই উষ্ণ অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভ কামনা।

আল্লাহ তাআলা আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখার এবং মাদ্রাসার সুনাম আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন!

#আলহামদুলিল্লাহ #গলাচিপা_আলিম_মাদ্রাসা #আলিম_পরীক্ষা_২০২৫ #জিপিএ_৫ #সাফল্যের_চূড়ায়

13/10/2025

সৌদি আরবের মদিনার রাজপথে পাম এবং খেজুর গাছের মনোমুগ্ধকর সারি। মরুভূমির দেশে সবুজের এমন সমাহার মনকে শান্তি এনে দেয়। 🌴✨

পরিষ্কার নীল আকাশের নিচে মসৃণ গতিতে এগিয়ে চলা এই পথ যেন এক অসাধারণ অভিজ্ঞতা। আপনার কেমন লাগছে?

সুবহানাল্লাহ! 💚

#মদিনা #সৌদিআরব #ভ্রমণ #খেজুরগাছ #রাজপথ #প্রকৃতি #সুবহানাল্লাহ

"ছায়া ও সান্নিধ্য" মাওলানা তাওহীদুল ইসলাম তানজিম --------------------সন্ধ্যা নদীর তীরে সেই শান্ত ধূলির ছারছীনা গ্রাম,যেথ...
12/10/2025

"ছায়া ও সান্নিধ্য"
মাওলানা তাওহীদুল ইসলাম তানজিম
--------------------
সন্ধ্যা নদীর তীরে সেই শান্ত ধূলির ছারছীনা গ্রাম,
যেথায় আজো বাজে হাজার মুরিদের দরূদ ও নাম।
ছবির ফ্রেমে বাঁধা আজ এক মহান স্মৃতি,
যেখানে প্রদীপের আলোয় ধরা এক অমর আরতি।

সামনে উপবিষ্ট সেই মহান পীর সাহেব হুজুর কেবলা,
চেহারায় তাঁর জ্ঞানের জ্যোতি, হৃদয় শান্ত শীতল মেঘলা।
দীর্ঘ সফরের শেষে যেন ক্লান্তির এক কোমল ছবি,
দীনের পথে তাঁর যাত্রা ছিল— যেন এক মহৎ কাবি।

তাঁর দৃষ্টি ছিল দূরগামী, যেন দেখতেন আগামী কাল,
হাজারো পথিকের তরে খুলে দিতেন আত্মার দুয়ার-জাল।
তাঁর হাতে ধরা ছিলো তাসবিহ, জিকিরের সেই সুমধুর সুর,
তাঁর উপদেশ ছিল যেন প্রতিটি মুরিদের অমূল্য হীরা-কুর।
এই দুনিয়ার মায়া ছেড়ে আজ প্রায় দুই বছর হলো দূরে,
তবুও তাঁর আদর্শের ফলক বাজে প্রতিটি অন্তর-জুড়ে।

আর তাঁরই পিছনে দাঁড়ানো সেই স্নেহের উত্তরাধিকার,
হাতে লাঠি, যেন গুরুদায়িত্ব বহনের দৃঢ় অঙ্গীকার।
সে তো শুধু লাঠি নয়, সে যে ঐতিহ্যের বহন-দণ্ড,
যা দিয়ে তিনি আগলে রাখবেন পীর দাদার রেখে যাওয়া খণ্ড।
নাবালক চেহারায় তার গুরুজনোচিত দায়িত্বের ছাপ,
দাদুর সান্নিধ্যের ছায়া— যা দূর করে জীবনের সকল পাপ।

সে জানে, এ লাঠি শুধু ভরসা নয়, এ যে পরম্পরার মূল,
এ পথে চলতে হবে তাকে, ভুলে জীবনের শত ভুল।
দাদুর প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ, হৃদয়ে রয়েছে গাঁথা,
ভবিষ্যতের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে ধরেছেন সেই ছাতা।

হুজুর কেবলার সেই শান্ত মুখ আজো যেন কথা বলে,
"হে নাতি, ধরো দ্বীনের আলোক, চলো সেই সঠিক পথ তলে।"
বড় বৃক্ষের নিচে যেমন ছোট চারাগাছ পায় আশ্রয়,
তেমনি আপনার ছায়া পেলেই দূর হতো সকল ভয়।

আজও ফজর আর মাগরিবের পরে যখন ওঠে জিকিরের সেই সুর,
মনে হয়— আপনি আছেন আশেপাশে, নন তো অনেক দূর।
ছবির এই বাঁধন থাকুক সাক্ষী— ছায়া আর আলোর খেলা,
পীর-মুরিদের এই প্রেম চিরন্তন, ভোরের মতো নির্মলা।

12/10/2025

মসজিদে কুবা: ইসলামের প্রথম নির্মিত মসজিদ এবং এক কবুল ওমরার সওয়াব! 🕌✨
আল্লাহ্‌ আমাদের সকলকে এই পবিত্র স্থানে এসে ইবাদত করার তৌফিক দিন। আমিন।
#মসজিদেকুবা #মসজিদে_কুবা #মদিনা #ইসলামেরপ্রথমমসজিদ #হিজরত #ওমরা #সৌদিআরব #পবিত্রস্থান #ইসলাম #ইসলামিকভিডিও

11/10/2025

মধ্যরাতে মক্কার শহরের দৃশ্য। 🌃
উঁচু দালান আর সারি সারি গাড়ির হেডলাইটে ঝলমলে রাস্তা। অসংখ্য ট্যাক্সি দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। এই ব্যস্ততা কখনোই যেন ফুরোয় না। অসাধারণ এক অনুভূতি!
#মক্কা #পবিত্রনগরী

07/10/2025

তায়েফের রাত! 🌙✨
আলোর খেলায় মন মাতানো কর্নেল মানাজিল এলাকার রাতের দৃশ্য। এমন শান্ত ও সুন্দর পরিবেশ আর কোথাও পাবেন না!

🇸🇦 #তায়েফ
#তায়েফেররাত
#সৌদিআরব
#ভ্রমণ
#প্রাকৃতিকসৌন্দর্য
#কর্নেলমানাজিল
#আলো_ঝলমলে_তায়েফ

24/09/2025

"ওগো রাসুল (সাঃ) তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়..."

অটোরিকশাচালক রইছ উদ্দিন ভাইয়ের কলম থেকে ঝরে পড়া এই নাতে রাসুল ﷺ যেন ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি। গত শনিবার কেমুসাসে তাঁর আবেগঘন পরিবেশনা সবার হৃদয় স্পর্শ করেছে। পেশায় একজন সাধারণ মানুষ হলেও, তাঁর ভেতরের রাসূলপ্রেম প্রতিটি শব্দ আর সুরে যেভাবে প্রকাশ পেয়েছে, তা উপস্থিত সকলের চোখকে অশ্রুসিক্ত করে দিয়েছে। এমন খাঁটি মহব্বত দেখে সত্যিই মুগ্ধ হতে হয়।
#গজল #নবী #নবীপ্রেম #নাতে_রাসুল #ইসলামিক_গজল #অসাধারণ_প্রতিভা ্দিন #অটোরিকশাচালক #রাসূলের_প্রতি_ভালোবাসা #ইসলামিক_আর্ট #কেমুসাস #সোনার_মদিনা #ইসলামিক_গজল

20/09/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

ইনশাআল্লাহ, আগামী ডিসেম্বর মাসে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আমার সফর করার ইচ্ছা আছে। বিশেষ করে, পঞ্চগড় জেলাতে আমার অবস্থানের পরিকল্পনা রয়েছে।

সফরের পাশাপাশি, এই সময়ে উত্তরবঙ্গের যে কোনো জেলায় মাহফিলের দাওয়াত থাকলে যোগাযোগ করতে পারেন। যারা এই অঞ্চলের বিভিন্ন মাহফিলের সাথে জড়িত আছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন:
মাওলানা তাওহীদুল ইসলাম তানজীম।
ইমাম ও খতিব, গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ।
আরবি প্রভাষক, গলাচিপা এন,জেড আলিম মাদ্‌রাসা।
যোগাযোগ: 01717286303, 01917286303।

আল্লাহর রহমতে আপনাদের সাথে দেখা হবে এবং দ্বীনের খেদমতে অংশ নেওয়ার সুযোগ হবে।

জ্ঞানী ও বিচক্ষণ মানুষের জীবন ধারণের সরলতা ও গভীরতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
17/09/2025

জ্ঞানী ও বিচক্ষণ মানুষের জীবন ধারণের সরলতা ও গভীরতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

Address

474, Arambag Road
Patuakhali
8640

Alerts

Be the first to know and let us send you an email when Tawhidi Sur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tawhidi Sur:

Share