16/10/2025
🎉 আলহামদুলিল্লাহ! আবারও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন! 🎉
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা আলিম পরীক্ষা-২০২৫ এর ফলাফলে আবারও সাফল্যের চূড়ায় অবস্থান করছে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও তাদের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছে।
এক নজরে আমাদের গৌরবময় ফলাফল:
বিবরণ সংখ্যা মন্তব্য
মোট পরীক্ষার্থী ৩৫ জন
জিপিএ ৫ (গোল্ডেন/এ+) ২ টি 🌟 বিশেষভাবে উল্লেখ্য: গলাচিপা পরীক্ষা হলের দুটিই জিপিএ ৫ (গোল্ডেন/এ+) অর্জন করেছে এবং তারা আমাদের মাদ্রাসারই শিক্ষার্থী!
৪.০০ পয়েন্ট বা তার বেশি ৬ টি
মোট কৃতকার্য (পাস) ৩১ জন
পাশের হার ৮৯% সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে মোট পরীক্ষার্থীর প্রায় ৮৯%!
সাফল্যের নেপথ্যে:
এই ঈর্ষণীয় সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টারই ফল। যারা অক্লান্ত পরিশ্রম, সঠিক নির্দেশনা এবং আন্তরিক সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি রইলো আমাদের অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা।
সফল সকল ছাত্র-ছাত্রীকে জানাই উষ্ণ অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভ কামনা।
আল্লাহ তাআলা আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখার এবং মাদ্রাসার সুনাম আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন!
#আলহামদুলিল্লাহ #গলাচিপা_আলিম_মাদ্রাসা #আলিম_পরীক্ষা_২০২৫ #জিপিএ_৫ #সাফল্যের_চূড়ায়