The Galachipa Pratidin গলাচিপা প্রতিদিন

The Galachipa Pratidin গলাচিপা প্রতিদিন গলাচ‌িপার সর্বশ‌েষ খবর জানতে
আমাদের সাথে থাকুন। This is an online news portal page......

16/09/2025

নাফিসের জানাজা নামাজ গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ এ সকাল ৮:০০ টায় এবং কালিকাপুর নুরিয়া মাদ্রাসায় সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হবে।

এক উদীয়মান নক্ষত্রের চিরবিদায়🥲🥲🥲গলাচিপা সরকারি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক জনাব গোলাম মাওলা স্যার ও তুরস্ক বাংলাদেশ ফ...
16/09/2025

এক উদীয়মান নক্ষত্রের চিরবিদায়🥲🥲🥲
গলাচিপা সরকারি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক জনাব গোলাম মাওলা স্যার ও তুরস্ক বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুলের ইয়াসমিন ম্যাডামের একমাত্র পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী নাফিস খন্দকার ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাদ মাগরিব কার্জন হল (রসায়ন বিভাগ প্রাঙ্গণে) ৬.৪৫ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
নাফিজের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ যেনো নাফিজকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন আমিন আমিন।।🤲🤲🤲

শুভ জন্মদিন মিঞা মুহাম্মদ মাসুম বিল্লাহ। গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক দীর্ঘদিনের সভাপতি অসংখ্য কর্মী গড়ার কারিগর,সাবেক...
15/09/2025

শুভ জন্মদিন
মিঞা মুহাম্মদ মাসুম বিল্লাহ।
গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক দীর্ঘদিনের সভাপতি
অসংখ্য কর্মী গড়ার কারিগর,সাবেক গলাচিপা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, গলাচিপা - দশমিনার জনপ্রিয় নেতা জনাব হাসান মামুন ভাইয়ের অত্যন্ত আস্থাভাজন নেতা গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও গলাচিপা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মিয়া মুহম্মদ মাসুম বিল্লাহ।

অভিনন্দন ও শুভ কামনা :গলাচিপা উপজেলার কৃতি সন্তানদের বিসিএস সাফল্যগলাচিপা উপজেলা থেকে একাধিক কৃতি সন্তান ৪৮তম বিসিএস পরী...
12/09/2025

অভিনন্দন ও শুভ কামনা :

গলাচিপা উপজেলার কৃতি সন্তানদের বিসিএস সাফল্য

গলাচিপা উপজেলা থেকে একাধিক কৃতি সন্তান ৪৮তম বিসিএস পরীক্ষায় সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

পানপট্টি ইউনিয়ন: পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি (২০১৩) এবং গলাচিপা সরকারি কলেজ থেকে এইচ.এস.সি (২০১৫) সম্পন্ন করা ডাঃ মোঃ ইমরান সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

গজালিয়া ইউনিয়ন: ডাঃ মোঃ আব্দুল আল-নোমান, ৪৮তম বিশেষ বিসিএস এ সহকারী সার্জন হিসেবে সুপারিশ পেয়েছেন।

গোলখালী ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড: মোঃ ইমরান, ৪৮তম সাধারণ বিসিএস এ সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

সদর ইউনিয়ন, কালিকাপুর গ্রাম: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী অফিসার ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ মৃধা’র ছেলে ডাঃ সাব্বির আহমেদ গালিব ৪৮তম বিশেষ বিসিএস এ সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

গলাচিপার এই কৃতি সন্তানরা তাদের অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে দেশের সেবা করতে এগিয়ে যাচ্ছেন।

আলহামদুলিল্লাহ মাহিন রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন। গলাচিপা সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক  জনাব কামরুন্নাহার প...
14/08/2025

আলহামদুলিল্লাহ
মাহিন রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন।

গলাচিপা সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব কামরুন্নাহার পলি ও মরহুম মো. মিজানুর রহমান দম্পতির একমাত্র পুত্র মো: মাহিন রহমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ লাভ করায় গলাচিপা প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না 🥲🥲🥲সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে বেপরোয়া গতি, চালকের অমনোযোগিতা, ট্রাফিক ...
22/06/2025

একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না 🥲🥲🥲
সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে বেপরোয়া গতি, চালকের অমনোযোগিতা, ট্রাফিক আইন অমান্য করা, এবং ত্রুটিপূর্ণ রাস্তা ও যানবাহন। এছাড়াও, চালকদের অদক্ষতা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, এবং রাস্তার দুর্বল ব্যবস্থাপনাও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। আর বর্তমান সময়ে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটে প্রধান সড়কে তিন চাকার যানবাহনের কারণে।
প্রতি বছরে /প্রতিমাসে /প্রতিদিন /প্রতিঘন্টায় যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে সে পরিমাণ সচেতনতা বা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ চোখে পরছে না। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একা একা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে হয়তো এখন থেমে গেছেন।

প্রশ্ন হচ্ছে সামাজিক এই সমস্যার আসলেই কোনো সমাধান কি নেই? নাকি কেউ গুরুত্ব দিচ্ছে না? আমাদের দেশে প্রায় বারো থেকে পনেরো হাজার ট্রাফিক পুলিশ রয়েছে। এদের আসলে কাজ কি?

ট্রাফিক পুলিশের প্রধান দায়িত্ব ও কর্তব্যগুলো হলো:

১| যানবাহন এবং পথচারী চলাচল নিয়ন্ত্রণ:
ট্রাফিক পুলিশ সড়কে যানবাহন এবং পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করে, যাতে সড়কে শৃঙ্খলা বজায় থাকে এবং দুর্ঘটনা এড়ানো যায়।

২| যানজট নিরসন:
ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে, যাতে মানুষ সহজে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে।

৩| ট্র্যাফিক আইন প্রয়োগ:
ট্রাফিক পুলিশ ট্র্যাফিক আইন প্রয়োগ করে, যা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।

৪| সড়ক নিরাপত্তা নিশ্চিত করা:
ট্রাফিক পুলিশ সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, যেমন- গতিবিধি পর্যবেক্ষণ, সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি।

৫| দুর্ঘটনা প্রতিরোধ:
ট্রাফিক পুলিশ দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়, যেমন- চালকদের সতর্ক করা, ট্র্যাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইত্যাদি।

৬| জরুরী অবস্থা মোকাবিলা:
ট্রাফিক পুলিশ জরুরী অবস্থা যেমন- সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি মোকাবিলায় কাজ করে।

৭| সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি:
ট্রাফিক পুলিশ জনসাধারণকে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যেমন- সেমিনার, কর্মশালা ইত্যাদি।

ট্রাফিক পুলিশের এসব কার্যক্রম সড়কে শৃঙ্খলা বজায় রাখতে, দুর্ঘটনা কমাতে এবং জনসাধারণের জীবনযাত্রা সহজ করতে সহায়ক।
কিন্তু দুঃখের বিষয় ঢাকা+মহানগরীর ট্রাফিক পুলিশ ব্যতীত জেলা পর্যায়ের ট্রাফিক পুলিশের কাজই মনে হয় হুন্ডা/বাইক রাইডারদের হেলমেটের জন্য ধাওয়া করে দুইশ /পাঁচশো টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া।
আরে ভাই আপনাদের দায়িত্বের ৭নম্বর ক্রমিকের উপর গুরুত্ব দেন। সভা -সেমিনার করেন চালকদের নিয়ে। ওদেরকে বোঝান বিভিন্ন মোটিভেশনাল বক্তৃতা দেন,। এতে কিছুটা হলেও দুর্ঘটনা রোধ হবে বলে আমি মনে করি।প্রত্যেক ড্রাইভারকে সেমিনারে অংশগ্রহণে বাধ্য করুন।প্রয়োজনে কিছু ভাতা+নাস্তার ব্যবস্থা করুন সরকারি ফান্ড থেকে। প্রতি সপ্তাহে না হয় প্রতিমাসে একবার সেমিনারের আয়োজন করুন। দুর্ঘটনার নেতিবাচক(পরণতি) দিক নাটক -সিনেমার মাধ্যমে প্রদর্শন করুন। শুধু মোটরসাইকেলের হেলমেটের পিছনে দৌড়ে দুর্ঘটনা কমানো যায় না।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলের ধারণা /পরামর্শ কমেন্টে লিখে সড়ক দুর্ঘটনা রোধে অংশ নিন। ধন্যবাদ।

মর্মান্তিক শোক সংবাদ ও দোয়া কামনা 🤲ইসলামী আন্দোলন বাংলাদেশ,গলাচিপা উপজেলার সহ-প্রশিক্ষণ সম্পাদক ও নলুয়াবাগী ইউনিয়ন সভাপত...
21/06/2025

মর্মান্তিক শোক সংবাদ ও দোয়া কামনা 🤲

ইসলামী আন্দোলন বাংলাদেশ,গলাচিপা উপজেলার সহ-প্রশিক্ষণ সম্পাদক ও নলুয়াবাগী ইউনিয়ন সভাপতি জনাব জাহিদুল ইসলাম পালোয়ানের স্ত্রী, বাচ্চা,শ্বশুর ও দাদি শ্বাশুড়ি (৪জন) সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। জাহিদ ও তার নবজাতক বাচ্চাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী হসপিটালে নেয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী মেডিকেল কিছুক্ষণ আগে তার বাচ্চা টি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বি দ্র :আজ দুপুরে নবজাতকের চিকিৎসার উদ্দেশ্যে অটো যোগে পটুয়াখালী যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অটো গাড়ির চালক ও জাহিদুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় আছে।

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গা...
21/06/2025

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরলতার মো. আলী আকবর এর মেয়ে।
শনিবার (২১জুন) গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরে মদিনা মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসার কর্তৃপক্ষ সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে জানা যায়।
নিহতের সহপাঠী মারজানা জানান, আনুমানিক ১ বছর আগে এ মাদ্রাসায় সে ভর্তি হয় এবং সম্পর্কে আমার চাচাতো বোন। গতরাত ১০ টার দিকে আমরা ঘুমাতে যাই। ভোর রাতে জান্নাতুল হাতে প্রচন্ড ব্যথা করে জানালে আমি তাকে হাত চেপে দিতে চাইলে সে নিজেই হাত মালিশ করে। এরপর সে তার ব্যবহৃত ট্রাঙ্কের সাথে তার হাত পিটাতে থাকে এবং কিছুক্ষণ পরে শান্ত হয়। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমারা উঠলেও জান্নাতুল ওঠেনা। পরে শিক্ষিকাকে জানালে সে তাকে তুলে তার রুমে নিয়ে যায়। এরপর তার মুখে পানি দিলে তা বাহিরে গড়িয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে।
পড়ে তাকে ওখান থেকে উদ্ধার করে মাদ্রাসা পরিচালক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

হতভাগ্য বাচ্চাটার জন্য দোয়া প্রার্থী। বাচ্চাটির বাড়ি নলুয়াবাগি,গলাচিপা, পটুয়াখালী। গতকাল রাত ৮:৩০ টায় তার জন্ম। বয়স মাত্...
21/06/2025

হতভাগ্য বাচ্চাটার জন্য দোয়া প্রার্থী।
বাচ্চাটির বাড়ি নলুয়াবাগি,গলাচিপা, পটুয়াখালী।
গতকাল রাত ৮:৩০ টায় তার জন্ম। বয়স মাত্র ২৪ ঘন্টা পার করেছে। মা অসুস্থ থাকায় তাকে নিয়ে অটোরিকশা করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আসার সময় আটো এর সাথে বাসের সংঘ*র্ষ হয়।
ঘটনা স্হলে তার মা মোসাদ্দিকা, নানা ও বাচ্চার মায়ের দাদী শ্বাশুড়ি মারা যান। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাবা জাহিদুল ইসলাম হাসপাতালে ভর্তি আছেন।
বাচ্চাটিকে বিকাল ৩ টায় SCANU তে ভর্তি করা হয়েছে।
বাচ্চাটা অনেকক্ষণ পানির মধ্যে থাকায় ও মাথায় আঘাত পাওয়ায় ( Head Injure) তারও অবস্থা Critical.
সকলে বাচ্চাটির জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে সুস্থ করুন।

 #নিখোঁজ সংবাদ....গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদের-১ নং ওয়ার্ড চর হরিদেবপুর নিবাসী, মোঃ রিয়াজ আকনের ছেলে গ...
21/06/2025

#নিখোঁজ সংবাদ....
গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদের-
১ নং ওয়ার্ড চর হরিদেবপুর নিবাসী, মোঃ রিয়াজ আকনের ছেলে গতকাল ২০/০৬/২৫তারিখ বাড়ি থেকে দুপুর ২ টা বাজে বাস যোগে বরিশালে উদ্দেশ্য রওনা করেন। এবং বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে সন্ধ্যা ৬ বাজে যাওয়ার পর। রিয়াজ আকনের ছেলে কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কোন সহৃদয়বান ব্যক্তি এই ছেলেটি দেখে থাকেন বা পেয়ে থাকেন।
তাহলে তার বাবার ও চাচার ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
বাবার মোবাইল নাম্বার-01757646515
চাচার মোবাইল নাম্বার- 01731636523
01626457793
✓সাবাই একটু শেয়ার করে দিবেন যাতে তার পরিবারের সদস্যরা তাকে যেন দ্রুত পেতে পারে।

অদ্য ২০/৬/২৫ তারিখ আনুমানিক বিকাল সোয়া পাঁচটার দিকে আমড়াগাছিয়া খানকা শরীফ সংলগ্ন রাস্তার পাশে  এই ভদ্রলোক দুর্ঘটনা জনিত ...
20/06/2025

অদ্য ২০/৬/২৫ তারিখ আনুমানিক বিকাল সোয়া পাঁচটার দিকে আমড়াগাছিয়া খানকা শরীফ সংলগ্ন রাস্তার পাশে এই ভদ্রলোক দুর্ঘটনা জনিত কারণে জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পরেছিলেন।
পরে জ্ঞান ফিরে আসে, এখন পটুয়াখালীতে নিয়ে যাচ্ছেন।
যাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছেন দ্রুত যোগাযোগ করুন।
বি: দ্র: তার খবর পরিবারের কাছে পৌছানোর জন্য শেয়ার করার জন্য অনুরোধ রইলো।

Address

Golden Park
Galachipa
8640

Alerts

Be the first to know and let us send you an email when The Galachipa Pratidin গলাচিপা প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share