Thedailygalachipa দৈনিক গলাচিপা√

Thedailygalachipa দৈনিক গলাচিপা√ News is very important sight of our life. The people were wants to be a look correct news of our soc

26/09/2025

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মলয় দা আর নেই।
(ওঁ দিব্যান্ লোক্যান্ স্ব)
তার আত্নার শান্তি কামনা করছি।

সকল গ্রাম চৌকিদার \ আনসারএদের ও পোস্টিং হওয়া সময়ের দাবি।কেননা এসব চৌকিদার, নিজ ইউনিয়ন ও এলাকায় গ্রাম চৌকিদার ও গ্রাম পুল...
20/09/2025

সকল গ্রাম চৌকিদার \ আনসার
এদের ও পোস্টিং হওয়া সময়ের দাবি।
কেননা এসব চৌকিদার, নিজ ইউনিয়ন ও এলাকায় গ্রাম চৌকিদার ও গ্রাম পুলিশ ট্যাগ লাগিয়ে, ৫আগষ্ট পরবর্তী চাঁদাবাজিতে অগ্রজ ভূমিকা রাখছে।
এবং এদের নিজ এলাকায় কাজ বিধায় একটা গুটি গ্রুপ লিড করে।
অচিরেই এদের ও পোস্টিং এর সেকশন চালু হোক।
ধন্যবাদ

রাঙ্গাবালী ভুমি অফিসেসাংবাদিকের সাথে  তহসিলদার মোঃ জাহিদের মোবাইল নিয়ে হাতাহাতি!! উল্লেখ্য গোপন ভিডিও করার সময়, মোবাইল হ...
11/09/2025

রাঙ্গাবালী ভুমি অফিসে
সাংবাদিকের সাথে তহসিলদার মোঃ জাহিদের মোবাইল নিয়ে হাতাহাতি!!
উল্লেখ্য গোপন ভিডিও করার সময়, মোবাইল হাতিয়ে নেয়!!!
এরকম কি চলছে, আপনার চারপাশে!

বরিশাল দিয়ে শুরু..... ছড়িয়ে পরছে সারা দেশ!আপনার মতবাদ কি?
11/09/2025

বরিশাল দিয়ে শুরু.....
ছড়িয়ে পরছে সারা দেশ!
আপনার মতবাদ কি?

ডাকসু ভোট কাভারত অবস্থায়, লাইভ টেলিকাস্টে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন S tv এর জৈাষ্ঠ প্রতিবেদক।আ...
09/09/2025

ডাকসু ভোট কাভারত অবস্থায়, লাইভ টেলিকাস্টে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন S tv এর জৈাষ্ঠ প্রতিবেদক।
আমরা Thedailygalachipa দৈনিক গলাচিপা√ পরিবার শোকাহত।
#ডাকসু

07/09/2025

আজ রাত্রি ৯.৫৭ মিনিট থেকে রাত্রি ১.২৭ মিনিট পর্যন্ত ৩ ঘন্টা ৩০ মিনিট সময়ের ব্যাপ্তিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

✍️লিখেছেন মিলি আপি পরীমণি তার মুখবই'তে সরাসরি অপু  বিশ্বাসের সমালোচনা করেছে। বিষয়টা কুড়কুড়ে চিপস আর মুড়মুড়ে চানাচুরের মত...
07/09/2025

✍️লিখেছেন মিলি আপি
পরীমণি তার মুখবই'তে সরাসরি অপু বিশ্বাসের সমালোচনা করেছে। বিষয়টা কুড়কুড়ে চিপস আর মুড়মুড়ে চানাচুরের মত। এতে করে অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা পরীমণির বিরুদ্ধে এলান-এ-জং ঘোষণা করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কেউ কচাকচ করে কচু কাটছে, কেউ আলু কাটছে,কেউ কুমড়া কাটছে,কেউ ভেন্ডি কাটছে,কেউ বরবটি কাটছে, আর কেউ গাজর কাটছে ইত্যাদি ইত্যাদি। একসময় অপু বিশ্বাসের সাথে জোট বেঁধে বুবলির নিন্দায় মগ্ন ছিল পরীমণি, পূজা চেরি, তমা মির্জারা। এদের মধ্যে পরীমণির সাথেই অপু বিশ্বাসের বেশুমার পিরিত ছিল। পরীর বাসায় ছেলে রাজ্যের সাথে গলাগলি করে ঘুমিয়েছিল আব্রাহাম খান জয়। পরীর প্রেগন্যান্সির সময় তার জন্য নিরামিষ খাবার রেঁধে নিয়েছিল অপু। তারপর রাজ্যের জন্মদিনে অপু সোনার চেইন উপহার দিয়েছিল। অপুর হয়ে বুবলিকে সাইজ করার জন্য পরীর ভাষা ছিল বেশি আক্রমণাত্মক।

কিন্তু এত পিতলা খাতিরের সম্পর্ক হঠাৎ তিক্ততায় রূপ নিলো কেন?দুটো কারণ ব্যাখ্যা করবো। এখানে স্পাইসি কাহিনী আছে। হয়ত এটা দুজনের নিরব সমঝোতায় অর্থাৎ ইন্টেনশনালি করা হয়েছে। যাকে আমরা পাবলিসিটি স্টান্ট বলি। অপু বিশ্বাস সবসময় পাবলিসিটির কাঙাল। যেকোনো কিছুর বিনিময়ে হলেও তার পাবলিসিটি চাই। তাকে আলোচনার তুঙ্গে থাকতেই হবে। আমি শিওরলি বলছিনা। তবে পাবলিসিটির জন্যও করা হতে পারে। এটা ফেলে দেয়া যায়না।

এবার আসি সেই স্পাইসি কাহিনীতে- পরীমণির বাড়ি পিরোজপুর। অপু বিশ্বাসের সিঙ্গাপুরী মক্কেল ফেরদৌসের বাড়িও পিরোজপুর। অপুর সাথে অ্যাফেয়ারের আগে ফেরদৌসের সাথে ডানাকাটা পরীর অ্যাফেয়ার ছিল। ফেরদৌস ডানাকাটা পরীকে সিঙ্গাপুর ডেকে নিতো। সিঙ্গাপুরের সেই বস হোটেলে পরীর থাকার ব্যবস্থা করা হতো। ফেরদৌসের টাকা আছে। কিন্তু সে গুড লুকিং নয়।

নিজে ডানাকাটা পরী বলে টাকার সাথে গুড লুকিংও তালাশ করে পরীমণি। তাই ফেরদৌসের সাথে তার অ্যাফেয়ার বেশিদিন টেকেনি। অ্যাফেয়ারের গতি পরিবর্তিত হয়। ঢুকে পড়ে অপু বিশ্বাস। বিশেষ সূত্রে জানা গেছে ফেরদৌসের সাথে অপু বিশ্বাসের অ্যাফেয়ারের কথা জেনে ক্রোধে ফুঁসে উঠেছে পরীমণি। সেই আক্রোশ প্রশমিত করতেই অপু বিশ্বাসকে ছয়মাস আওয়ামী লীগ, ছয়মাস বিএনপি এবং ছয়মাস হিন্দু ছয়মাস মুসলমান বলে ভর্ৎসনা করেছে পরীমণি। যেটা অপু বিশ্বাস ডিজার্ভ করে। ধর্ম নিয়ে তো সে ছিনিমিনি খেলেছে। এখন নেমেছে রাজনীতির নোংরা খেলায়। অথচ আওয়ামী লীগের কাছ থেকে সরকারি অনুদানসহ ব্যাপক সুবিধা সে নিয়েছে। আর এখন হাসির ব্যাপার হলো অপুর মুর্খ ভক্তরা তাকে মাজারের ভন্ড পীর বানিয়ে পূজা করছে।

ধ্বংস করে দেওয়া হলো,জাতীয়পার্টির অফিস......
05/09/2025

ধ্বংস করে দেওয়া হলো,
জাতীয়পার্টির অফিস......

নতুন সংসদীয় আসন..
05/09/2025

নতুন সংসদীয় আসন..

মদ খেয়ে মাতাল নায়িকা পরি মনির আজ কারামুক্তি দিবস। অনেক তাকে "সোনামনি" বলে ডাকে। #পরিমনি  #সোনামনিছবিঃ সংগৃহীত
01/09/2025

মদ খেয়ে মাতাল নায়িকা পরি মনির আজ কারামুক্তি দিবস। অনেক তাকে "সোনামনি" বলে ডাকে।
#পরিমনি #সোনামনি
ছবিঃ সংগৃহীত

নুরুল হক নুরের নাক ফেটে গিয়েছে। উল্লেখ্য দু পহ্মকে সরাতে সেনাবাহিনী লাঠি চার্জ করছিলো, ঠিক তখনি চিৎকার এবং রক্তাক্ত।এবং ...
29/08/2025

নুরুল হক নুরের নাক ফেটে গিয়েছে।
উল্লেখ্য দু পহ্মকে সরাতে সেনাবাহিনী লাঠি চার্জ করছিলো, ঠিক তখনি চিৎকার এবং রক্তাক্ত।
এবং নুরুল হক নুরের পেইজে ও লাইভ হচ্ছিল।

.......  হারানো বিজ্ঞপ্তিঃ  ..... পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক নার্গিস নাহার নিরু ও ব্যবসায়ী ম...
28/08/2025

....... হারানো বিজ্ঞপ্তিঃ .....
পটুয়াখালীর
গলাচিপা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক নার্গিস নাহার নিরু ও ব্যবসায়ী মাসুদ মিয়ার বড় ছেলে নুহান আল রাফিদ। বয়স ১৩ বছর। উচ্চতা ৫ ফুট। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তার গায়ে ছিলো সাদা শার্ট ও নেভিব্লু প্যান্ট। আজ ১২.৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোন ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিন্ম লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
> ০১৭২১০৬৬৪১০
> ০১৭২১৪৩০৩০৯
> ০১৭৪২৬২৪৬৭৯
> ০১৭১১০২৪৩৭৭

Address

Galachipa
8640

Alerts

Be the first to know and let us send you an email when Thedailygalachipa দৈনিক গলাচিপা√ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thedailygalachipa দৈনিক গলাচিপা√:

Share

HOLI HA

Happy Holi