17/07/2025
একজন সৎ মৎসব্যবসায়ী, গলাচিপার গর্ব।
১ভরি ওজনের চেইন পেয়ে, ফেরৎ দিলেন।
চলুন বৌদির মুখে শোনা যাক, কি হয়েছিল....
আমাদের ধারণা শুধু শিক্ষিত এবং প্যান্ট শার্ট ও কোট পড়া লোকেদের মধ্যে সততা এবং ভদ্রতা বিরাজ করে। কিন্তু না লুঙ্গি পরা গলায় গামছা ঝুলানো এবং মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে,তাদের মধ্যে ও সততা , ভদ্রতা ও ভালো মানুষ বিরাজ করে তার প্রমাণ আমাদের গলাচিপা মাছ বাজারে মামুন ভাই এবং তাদের সহকর্মীরা। আজ বাজার টাইমে আমি যখন মাছ বাজারে গিয়েছিলাম তখন আমার গলা থেকে স্বর্ণের এক ভরির একটা চেন পড়ে গিয়েছিলে। আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম বাসায়। তারপরে বাজারে গিয়েছি খুঁজতে, এই মামুন ভাই আমার চেন টি পেয়ে রেখে দিয়েছে। এবং আমার থেকে চেনের প্রমাণ নিয়ে চেন টি আমাকে ফেরত দিয়েছে। আমি তাকে বকশিশ দিতে চেয়েছি কিন্তু তাও সে নেয়নি সে হেসে বলেছে আপু আপনার জিনিসটা আপনাকে দিতে পেরেছি এতেই আমার খুশি লাগছে । আমার জন্য দোয়া করবেন আপু।
বর্তমান সময়ে তার এই কাজ দেখে আমি অবাক হয়ে গেছি ।স্যালুট মামুন ভাইকে স্যালুট গলাচিপা মাছ বাজারে সমস্ত ভাইদের।