
26/03/2025
বাইক একটা মজার বিষয়। যে বাইক চালায় সে ডিম কিনতে গলির মাথায় গেলেও বাইকে বসে যেতে চায়।যার গার্লফ্রেন্ড আছে তার কাছে প্রেমিকার যত্ন আর বাইকের যত্ন পাশাপাশি।কারণ বাইক একটা ছেলের ঘুড়তে চাওয়ার স্বাধীনতা বাড়ায়,নিজের মত করে চলতে হেল্প করে আর কাজের গতি বাড়ায়।এই সব তো আছেই এর পরেও বাইকে উঠে স্টার্ট দিয়ে চালানো শুরু করলে গায়ে বাতাস লাগার যে ব্যাপারটা,উফফ অসাধারণ!
তো এই বার বলি। প্রায় ৮ বছর ১১০ সিসির বাইকটা চালানোর পর ফেব্রুয়ারির ১৭ তারিখে মার্কেট প্লেসে সেল করে দিলাম।এখন শুধু নতুন বাইক কেনার অপেক্ষা..