Rupom Tech Talk

Rupom Tech Talk new page

বাংলাদেশে ফ্যান স্থাপনের ক্ষেত্রে BNBC (Bangladesh National Building Code) ও RSC (Revised Schedule of Condition) অনুসারে...
29/04/2025

বাংলাদেশে ফ্যান স্থাপনের ক্ষেত্রে BNBC (Bangladesh National Building Code) ও RSC (Revised Schedule of Condition) অনুসারে নির্দিষ্ট কিছু ন্যূনতম দূরত্ব এবং স্থাপন নীতিমালা রয়েছে, যা মূলত নিরাপত্তা, কার্যকারিতা এবং স্থাপনার ধরণ অনুযায়ী ভিন্ন হতে পারে।

ফ্যান-টু-ফ্যান দূরত্ব (Ceiling Fan Spacing) – BNBC ও RSC অনুসারে:
1. BNBC অনুসারে (BNBC 2020 / Draft 2023 অনুযায়ী):
BNBC সরাসরি ফ্যান-টু-ফ্যান দূরত্ব নির্ধারণ করে না, তবে এটি নিম্নলিখিত নীতিগুলো সুপারিশ করে যা ফ্যানের অবস্থান নির্ধারণে প্রভাব ফেলে:

Minimum clearance between two ceiling fans:
দুইটি ফ্যানের মাঝে অন্তত 2.4 মিটার (8 ফুট) দূরত্ব থাকা উচিত যাতে ফ্যানের বাতাস পরস্পরকে ব্যাহত না করে।

Minimum ceiling height for ceiling fan installation:
ফ্যান ইনস্টল করতে হলে ঘরের উচ্চতা ন্যূনতম 2.75 মিটার (9 ফুট) হওয়া উচিত।

2. RSC (Public Works Department / PWD Revised Schedule of Condition):
RSC সাধারণত গৃহস্থালি এবং সরকারি ভবনের বিদ্যুৎ ও যন্ত্রপাতি স্থাপন সংক্রান্ত নির্দিষ্টতা দিয়ে থাকে।

Fan center-to-center distance:
দুইটি ফ্যান সাধারণত 2.4 মিটার থেকে 3.0 মিটার (8-10 ফুট) দূরত্বে বসানো হয়, বিশেষত যদি ঘরের প্রস্থ বেশি হয়।

Wall clearance (ফ্যান থেকে দেয়ালের দূরত্ব):
প্রতিটি ফ্যানের ব্লেড থেকে দেয়ালের ন্যূনতম দূরত্ব হওয়া উচিত 0.6 মিটার (2 ফুট)।

Magnetic Contactor নিয়ে ভিডিও আসছে।
28/04/2025

Magnetic Contactor নিয়ে ভিডিও আসছে।

চা শেষ।
27/04/2025

চা শেষ।

নিস্তব্ধতা নিবিড়।
27/04/2025

নিস্তব্ধতা নিবিড়।

24/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

23/04/2025

Electrical Short Circuit ।। ইলেক্ট্রিক্যাল শর্ট সার্কিট।। Basic House Wiring Class 2

Professional Training or Industrial Attatchment করতে যোগাযোগ করুনঃ 01714-345655

3D Unique automation ltd এ আপনাকে স্বাগতম।
PLC VFD HMI Industrial Automation & Motor controlling শিখে নিজের ক্যারিয়ার গড়ুন আরো আধুনিকতার সাথে।
বাংলাদেশে আমরাই প্রথম 3D Animation এর মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এর সমস্ত ডিভাইসগুলো থিওরি ও সরাসরি ডিভাইস এ কানেকশন করে ব্যবহারিক এর মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস করিয়ে থাকি।
3D এনিমেটেড,সিমুলেটেড, ক্লাস এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং শিক্ষা এখন আরো সহজ।

আমাদের বিশেষত্বঃ
১।পর্যাপ্ত যন্ত্রপাতি ও টুলস।
২। সর্বাক্ষনিক একজন দক্ষ ট্রেইনারে দিয়ে ব্যক্তিগতভাবে ক্লাস পরিচালনা।
৩। 3D Simulation Class (1st time in the world)
৪। আনলিমিটেড প্রাকটিস এর সুযোগ।
৫। চাকরিজীবীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা। (আপনার সুবিধাঅনুযায়ী ক্লাস করার সুযোগ)
৬। এ বি সি লাইসেন্স এর প্রিপারেশন (ফ্রি) কেউ চাইলে আবেদনও করিয়ে দেয়া হয়।
৭। ৩৫+ বছরের অভিজ্ঞতা সম্পন্ন গ্রাজুয়েট(BUET & RUET) ট্রেইনার।
৮। থাকা খাওয়ার সু ব্যবস্থা রয়েছে। (নিজ খরচে)
৯। আরো অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই ☺️

💥3D Demo Class:
https://fb.watch/qlwM0Y_L_3/?mibextid=Nif5oz

💥3D Demo Class: https://fb.watch/pt2S2PZqGL/
https://fb.watch/pt2X9aalmI/
তাই আর দেরি কেনো আজই আপনার অটোমেশন ক্যারিয়ার গড়া শুরু করুন।

আমাদের ঠিকানাঃ
সাভার:
3d Unique Automation ltd
সিটি ইউনিভার্সিটি সংলগ্ন, খাগান বাজার, বিরুলিয়া, সাভার ,ঢাকা
01714345655
Google map location: https://maps.app.goo.gl/4ExDyMeyrRgUci4U9


Check Our Latest Playlist:

Basic House Wiring Online Class: https://www.youtube.com/watch?v=d750S4BuIec&list=PLqNuaAjtjO12FKxWqjcIOelgW-5AoxrAa&pp=gAQB

Industrial Attatchment: https://www.youtube.com/watch?v=Vw6HJuZWTe8&list=PLqNuaAjtjO10l6Mda5_27-Y8pWtV0CDpr&pp=gAQB

Industrial Device & Instruments: https://www.youtube.com/watch?v=PHZd9pZIyO4&list=PLqNuaAjtjO10q41W1v80mzkEQ6T82oZ3L&pp=gAQB

Delta PLC & HMI: https://www.youtube.com/watch?v=Db_eJsH99pQ&list=PLqNuaAjtjO12qnqZj9okSNIxFr4nQOdsS&pp=gAQB

Modbus Communication: https://www.youtube.com/watch?v=eLGS_fdxz78&list=PLqNuaAjtjO115wobsF3iLNEhbbCRcVXPK&pp=gAQB

22/04/2025

HMI এর মূল কাজ কি?

পিএফআই (PFI) এর পূর্ণরূপ হলো Power Factor Improvement বা Power Factor Correction।🧠 পিএফআই (PFI) কী?Power Factor (পাওয়ার ...
22/04/2025

পিএফআই (PFI) এর পূর্ণরূপ হলো Power Factor Improvement বা Power Factor Correction।

🧠 পিএফআই (PFI) কী?
Power Factor (পাওয়ার ফ্যাক্টর) হলো একটি মাপকাঠি যা নির্দেশ করে আপনি মোট কতটা বিদ্যুৎ ব্যবহার করছেন কার্যকরভাবে (real power) এবং কতটা অপচয় হচ্ছে (reactive power)।

Power Factor = Real Power (kW) / Apparent Power (kVA)

এর মান সাধারণত 0 থেকে 1 এর মধ্যে হয়।

১ (বা 100%) হলে বুঝায় বিদ্যুৎ পুরোপুরি কার্যকরভাবে ব্যবহার হচ্ছে।

কম হলে বুঝায় বিদ্যুৎ সিস্টেমে রিএকটিভ লোড (capacitive/inductive) বেশি।

⚙️ সাবস্টেশনে পিএফআই কেনো করা হয়?
সাবস্টেশনে PFI Unit বসানো হয় power factor উন্নত করার জন্য, যা কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ:

বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা বাড়াতে:
Power factor কম থাকলে, বিদ্যুৎ সিস্টেমে বেশি কারেন্ট প্রবাহিত হয়, যার ফলে লস (losses) বাড়ে। Power factor ঠিক রাখলে কম কারেন্টে কাজ চলে যায়।

বিদ্যুৎ বিল কমাতে:
অনেক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান PF কম থাকার জন্য আলাদা চার্জ নেয়। PFI ব্যবহার করে PF উন্নত করলে সেই চার্জ এড়ানো যায়।

ট্রান্সফর্মার ও ক্যাবলের উপর চাপ কমাতে:
PF খারাপ হলে কারেন্ট বেশি লাগে, যা ট্রান্সফর্মার ও কেবলকে অতিরিক্ত গরম করে বা ক্ষতি করতে পারে। PFI এটি প্রতিরোধ করে।

ভবিষ্যতে বড় লোড সংযোগের সুযোগ বাড়াতে:
PF উন্নত করলে বিদ্যুৎ ব্যবস্থার ক্যাপাসিটি কার্যকরভাবে বাড়ে।

🔌 সাবস্টেশনে PFI Unit কিভাবে কাজ করে?
PFI Unit সাধারণত Capacitor Bank দিয়ে গঠিত থাকে।

যখন সিস্টেমে inductive লোড বেশি হয় (যেমন মোটর), তখন reactive power বেশি হয়, PF কমে যায়।

তখন Capacitor Bank থেকে capacitive reactive power সরবরাহ করে ব্যালেন্স করা হয়।

এতে করে Power Factor বাড়ে এবং সিস্টেম ব্যালেন্স থাকে।

এই সিম্বল সম্পর্কে সবারই ধারনা থাকা উচিৎ ।
21/04/2025

এই সিম্বল সম্পর্কে সবারই ধারনা থাকা উচিৎ ।

21/04/2025

সবার আগে নিরাপত্তা।
যে বিষয়গুলো মাথায় রেখে ইলেকট্রিক্যাল কাজ করা উচিৎ।

Substation Single Line Diagram (SLD) কেন করা হয়, তা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে এটা কী এবং এর উপকারিতা কী কী।🔌 S...
21/04/2025

Substation Single Line Diagram (SLD) কেন করা হয়, তা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে এটা কী এবং এর উপকারিতা কী কী।

🔌 Substation Single Line Diagram (SLD) কী?
SLD হলো একটি simplified electrical diagram যেটা শুধু একক লাইন ব্যবহার করে পুরো সাবস্টেশনের power flow এবং major equipment (যেমনঃ transformer, circuit breaker, isolator, CT, PT ইত্যাদি) দেখায়। যদিও আসলে তিন ফেজ থাকে, এখানে একটি ফেজ দিয়েই পুরো সিস্টেম বোঝানো হয়।

🎯 SLD কেন করা হয়?
📋 সিস্টেম বোঝার সহজ উপায়:

পুরো সাবস্টেশনের power flow, component connection এবং operation structure সহজে বোঝানো যায়।

🛠 Design এবং Planning Purpose:

নতুন সাবস্টেশন ডিজাইন করার সময় SLD ব্যবহার করে ঠিক করা হয় কীভাবে সমস্ত ডিভাইস কানেক্টেড থাকবে।

⚠️ Fault Finding এবং Maintenance:

SLD দেখে সহজেই বোঝা যায় কোন অংশে সমস্যা হতে পারে, বা কোন breaker isolate করলে কোন অংশ বন্ধ হবে।

📊 Load Management এবং Expansion:

কোন বাসবারে কত লোড আছে বা ভবিষ্যতে কোথায় expansion করা যাবে তা বিশ্লেষণ করা যায়।

📚 Documentation এবং Training:

Electrical engineers এবং technicians দের ট্রেনিং এবং রেফারেন্সের জন্য SLD অপরিহার্য।

✅ Approval এবং Compliance:

বিভিন্ন regulatory body (যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) এর approval এর জন্য SLD দাখিল করা লাগে।

🧠 সহজ করে বলা যায়:
Substation SLD এমন একটা ম্যাপ যেটা দিয়ে একজন ইঞ্জিনিয়ার সহজে বুঝতে পারেন কোন breaker কোথায়, কোন transformer কোন bus-এর সাথে যুক্ত, আর power কোথা থেকে কোথায় যাচ্ছে।

তোমার যদি কোনো নির্দিষ্ট ধরণের সাবস্টেশন (যেমন 132/33kV বা 11kV distribution substation) নিয়ে জানতে আগ্রহ থাকে, আমি তার SLD ব্যাখ্যা করে দিতে পারি চিত্র সহ। চাইলে একটা ডায়াগ্রামও বানিয়ে দিতে পারি! 😊

20/04/2025

শর্ট সার্কিট হলে আগুন কেন জ্বলে? আগুন নেভানোর উপায়।

Address

Dhaka
Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when Rupom Tech Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupom Tech Talk:

Share