Darut Talif দারুত তালিফ

Darut Talif দারুত তালিফ Verified
(1)

📚 ইসলামিক সব ধরনের বই পাবেন ঘরে বসে
🚚 সারা ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি ।

📝 ঘরে বসে বই পেতে, বই গুলির নাম এবং সম্পূর্ণ ঠিকানা লিখে WhatsApp করুন

📲 অথবা ভিজিট করুন
🌐 www.daruttalif.com

তাফসীরে তাওযীহুল কুরআন (১-৩ খণ্ড) [Tafsire Tawzihul Quran 1-3 Vol]মূল্য : 1500/-
11/05/2025

তাফসীরে তাওযীহুল কুরআন (১-৩ খণ্ড) [Tafsire Tawzihul Quran 1-3 Vol]
মূল্য : 1500/-

06/05/2025

কিতাবটির বিশেষ বৈশিষ্ট্য
এ তাফসীরটি পড়ে সকলেই এমনকি স্বল্পশিক্ষিত লোকেরাও বিভিন্ন বিষয়ে কুরআনের বক্তব্য কী তা সহজে জেনে নিতে পারবেন।
কোন বিষয় সম্পর্কে বিভিন্ন আয়াত হতে যেসব মাসআলা বা পয়েন্ট বের হয় তা শিরোণাম আকারে লিখা হয়েছে এবং ঐ কথার দলিলস্বরুপ নিচে কুরআনের আয়াত উল্লেখ করা হয়েছে।
আয়াত উল্লেখ করার সময় অধিকাংশ ক্ষেত্রে আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট অংশটুকুই উল্লেখ করা হয়েছে- যাতে মুখস্থ করা ও দলীল হিসেবে উপস্থাপন করা সহজ হয়।
কুরআনে এমন অনেক আয়াত আছে যেগুলোর শানে নুযূল বা ব্যাখ্যা না জানলে আয়াতের মর্ম বুঝা যায় না। সেজন্য প্রয়োজনীয় ক্ষেত্রে শানে নুযূল ও ব্যাখ্যা দেয়া হয়েছে।
অনেক ব্যাখ্যা এতই গুরুত্বপূর্ণ যে, এর মাধ্যমে পাঠক কুরআনকে বাস্তবতার নিরিখে গভীরভাবে অনুধাবন করতে সক্ষম হবেন।
সম্মানিত ইমাম, খতীব, বক্তা ও দাঈগণ কোন বিষয় নিয়ে আলোচনা করার সময় প্রথমে ঐ বিষয়ে কুরআনের বক্তব্য উপস্থাপন করে থাকেন। এ ক্ষেত্রে এ তাফসীরটি সকলের জন্য সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
এ গ্রন্থের মধ্যে কুরআন মাজীদে আলোচিত বিভিন্ন বিষয় সংক্রান্ত আয়াতসমূহ বিভিন্ন স্থান থেকে খুঁজে বের করে একত্রে সন্নিবেশিত করা হয়েছে।
আমাদের থেকে কেন কিনবেন?
প্রতিটি পৃষ্ঠা 70 জি এস এম ক্রিম কালার অফসেট পেপার দিয়ে ছাপা।
কোয়ালিটি পছন্দ না হলে ফেরত দিতে পারবেন
বড় বড় অক্ষরে ছাপা তাই যেকোনো বয়সের মানুষই ভালো ভাবে দেখতে ও পড়তে পারবেন, ইনশাআল্লাহ্‌।

তাফসীরুল কুরআন বিল কুরআনমূল্য: ১২০০টাকা
02/05/2025

তাফসীরুল কুরআন বিল কুরআন
মূল্য: ১২০০টাকা

তাফসীরে মাআরেফুল ক্বোরআনমূল্য : ৯৯০ টাকাপৃষ্ঠা সংখ্যা=১৫০০
02/05/2025

তাফসীরে মাআরেফুল ক্বোরআন
মূল্য : ৯৯০ টাকা
পৃষ্ঠা সংখ্যা=১৫০০

দারুত তালিফ এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
30/03/2025

দারুত তালিফ এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

09/03/2025

খুব সহজ নিয়মে কালার কোডেড আরবি উচ্চারণের পাশাপাশি বাংলা উচ্চারণেও ক্বারীয়ানা উচ্চারণ কোরআন বাংলাদেশে এই সর্বপ্রথম আমরা নিয়ে এসেছি ।

→সহিহ শুদ্ধ কুরআন তিলাওয়াতের সকল সমস্যার সমাধান পাবেন আমাদের এই কালার কোডেড সহজ ক্বারীয়ানা উচ্চারণ কুরআন মাজীদে ইনশাআল্লাহ্‌।

♦️আপনি কেন আমাদের এই কুরআন নিবেন

🔴 আমরা আরবি উচ্চারণের পাশাপাশি বাংলা উচ্চারণেও ক্বারীয়ানা উচ্চারণ নিয়ে এসেছি।
যেমন -
(১) লেখা থাকলে এক আলিফ টানতে হবে।
(২) লেখা থাকলে দুই আলিফ টানতে হবে।
(৩) লেখা থাকলে তিন আলিফ টানতে হবে।
(৪) লেখা থাকলে চার আলিফ টানতে হবে।
আরবি উচ্চারণের সাথে তো আরো বিশেষ সাংকেতিক চিহ্ন আছেই।

🔴 উন্নতমানের পেপার— যাতে লাইট রিফ্লেক্ট করে না, আর চোখে সমস্যা হয় না।
🔴 বড় বড় হরফ— যাতে তিলাওয়াত করতে আরও সহজ হয়।
🔴 সাংকেতিক চিহ্ন— সহজে তাজবীদসহ তিলাওয়াত করতে পারবে।
🔴 ৮টি কালার কোডেড তাজবীদ ব্যাবহার করা হয়েছে।
🔴 আরবিতে বাংলা উচ্চারণ ও বিশুদ্ধ অনুবাদ‌।

🔹ওজন: ২.৫ কেজির অধিক (প্রায়)
🔹পেপার: ১০০ জি.এস‌.এম জার্মানি নিভিয়া গ্লোসি আর্ট পেপার।
🔹শানে নুযুল, ক্বারীয়ানা উচ্চারণ, অর্থ ও ব্যাখ্যাসহ বড় হরফের কালার কোডেড সহজ কুরআন।

🎖️হাদিয়া: ১৩৫০ টাকা
➡️ ডেলিভারি চার্জ ফ্রি❗
👉সারাদেশে ক্যাশ‌অন হোম ডেলিভারি

✅ অর্ডার করতে ইনবক্সে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা ও ফোন নাম্বার দিন।
আরো জানতে: 01340080315

ওয়েবসাইট ভিজিট করুনঃ

https://daruttalif.com

🥀কোরআন তিলাওয়াত করুন আর আপনার প্রতিদিনের জীবনে নিয়ে আসুন প্রশান্তি।

13/02/2025

বইগুলো নিতে কল করুন। 7430075800

কিছু বলেন
13/02/2025

কিছু বলেন

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ...
18/01/2025

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ক্ষেত্রে অনেকেই মস্তবড় ভুলটি করে বসেন। শহরের ঘিঞ্জি এলাকায় তারা বারান্দায় কাপড় শুকোতে দিয়ে রাখেন, এমনকি পরিধেয় বিশেষ পোশাকটিও তারা বারান্দায় উন্মুক্তভাবে রোদে দেন। এতে কিছু সমস্যা হতে পারে।
যেমন আশেপাশের ফ্ল্যাট থেকে এসব কাপড়ের দিকে লোলুপ দৃষ্টি দেয়া হয়। এরপর এটা সীমা ছাড়িয়ে ইভটিজিংয়ে পরিণত হয়। ইভটিজিং না হলেও দুশ্চরিত্র ব্যক্তিরা এসব কাপড় দেখেই অনেক মাপজোখ করে ফেলে। এরপর থেকে অসৎ উদ্দেশ্যে বারবার উঁকিঝুঁকি মারতে থাকে।
এ জন্য উত্তম হলো, বারান্দায় বড় কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেয়া। কমপক্ষে গাঢ় কালারের নেট-জাতীয় পর্দা হলেও লাগিয়ে নেয়া যেতে পারে। এরপর বারান্দায় কাপড় শুকানো। অথবা বারান্দায় দুই স্তর করে রশি লাগানো। সামনের দিকে পুরুষদের কাপড় দিয়ে ভেতরের দিকে মহিলাদের কাপড় শুকাতে দেয়া। এতে করে বাইরে থেকে শুধু পুরুষদের কাপড়গুলোই দেখা যাবে।
কাপড় শুকানোর পর রশিতে তা ফেলে না রাখা। অনেকেই একদিন গোসল করে কাপড় শুকাতে দেয়ার পর পরদিন গোসলের সময় রশি থেকে কাপড় আনতে যান। আবার কেউ কেউ ছাদেও সারারাত ধরে কাপড় ফেলে রাখেন। এতেও বদজিনের আছর পড়ার সমূহ আশঙ্কা থাকে।
এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাপড় পরার সময় সব সময় বিসমিল্লাহ বলে পরা। পোশাক-আশাক খোলা ও পরিধানের সময় দুআ পড়া। এবং নিরাপত্তার দুআসমূহের ওপর আমল করা।

11/01/2025

আল কোরআনে বর্ণিত ২৫ জন নবী-রাসূলদের ইতিহাস সম্বলিত নির্ভরযোগ্য তথ্য সম্মিলিত বাচ্চাদের উপযোগী করে রচিত
ছোটদের প্রিয় নবী রাসুলগণ
বইটি নিতে এখনি কল করুন
7430075700

Address

Basirhat

Alerts

Be the first to know and let us send you an email when Darut Talif দারুত তালিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darut Talif দারুত তালিফ:

Share

Category