ফেরা প্রকাশন

ফেরা প্রকাশন ইসলামী বই প্রকাশক

চিন্তার বিপ্লব শুরু হোক এখান থেকে!✅ ধর্ম, রাজনীতি, বিজ্ঞান, নারীবাদ ও মানবতাবাদ—সবকিছুর যুক্তিপূর্ণ বিশ্লেষণ একসাথে।🔥 যা...
20/05/2025

চিন্তার বিপ্লব শুরু হোক এখান থেকে!
✅ ধর্ম, রাজনীতি, বিজ্ঞান, নারীবাদ ও মানবতাবাদ—সবকিছুর যুক্তিপূর্ণ বিশ্লেষণ একসাথে।
🔥 যাদের প্রশ্ন আছে, উত্তর খুঁজছেন—তাদের জন্য এই বইগুলো।
📚 বিভ্রান্তকারীরা বিভ্রান্তিতে বিভ্রান্ত — ধর্ম কি রাষ্ট্র থেকে পৃথক থাকবে?
📚 যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে — রাজনীতির পর্দা সরান, আসল চিত্রটা দেখুন। বন্ধুরূপী শত্রু চিনুন।
📚 অন্ধ বধির মূক — ঈমান, যুক্তি ও বিজ্ঞানের মুখোমুখি সংঘর্ষ।
📚 নারীবাদী বনাম নারীবাঁদি — নারী-স্বাধীনতার মুখোশ খুলে দিন। ইসলামই নারীর নিরাপদ আশ্রয়স্থল।

✍️ লেখক : কারিম শাওন
💥 আপনার চিন্তা বদলে দিতে পারে এই ৪টি বই!

📌 সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি!

🛒 অর্ডার করতে মেসেজ করুন

15/01/2025

সিরিয়ায় প্রকৃতপক্ষে কী ঘটছে? সেখানকার সার্বিক বাস্তবতা কী? বিশ্ব মোড়লদের কে কার পক্ষে অবস্থান নিয়েছে? আ-ই.এ-সে-র সূচনা হলো কীভাবে? সিরিয়া যুদ্ধের ভবিষ্যৎইবা কী? সিরিয়ায় কারা লড়ছে ন্যায়, ইনসাফ ও উম্মাহর হিতাকাক্সক্ষা নিয়ে? ইত্যাকার অসংখ্য প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ‘সিরিয়া মহাযুদ্ধের কাল’ বইয়ে, নির্মোহ ও স্বচ্ছদৃষ্টিতে। এই বই তার পাঠককে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে যে দুনিয়া শিহরণ জাগানিয়া, অচিন্তনিয় ও বাস্তবসম্মত।

এই বই বিশ্বরাজনীতি, মধ্যপ্রাচ্য ও মুসলিমবিশ্ব নিয়ে আমাদের উদাস চিন্তা-ভাবনাকে পাল্টে দেবে। অনেকটা ঘুমন্ত ব্যক্তিকে কষে চড় দিয়ে জাগিয়ে তোলার মতো। এই বই তার পাঠককে এমন সব সত্যের মুখোমুখী করবে যা থেকে পালাবার জো নেই। এ বই আপাত পক্ষপাতহীন, সত্যাশ্রয়ী এবং একই সঙ্গে মানবিকও।
বই: সিরিয়া মহাযুদ্ধের কাল (নতুন সংস্করণ)
লেখক: জসিমউদ্দীন আহমাদ
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা
ডিসকাউন্ট মূল্য: ৩৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৩৮৪
বিঃদ্রঃ বিকাশ পেমেন্টে সারাদেশে ডেলিভারি চার্জ ফ্রি! (কুরিয়ার ডেলিভারি)
🛒 অর্ডার করতে ক্লিক করুন https://forms.gle/kB71VHYshZMoSwjB8

লেখক কারিম শাওনের চারটি বই একত্রে অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন
06/01/2025

লেখক কারিম শাওনের চারটি বই একত্রে অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি

অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন

সিরিয়া মহাযুদ্ধের কাল বইটির অপেক্ষায় যারা ছিলেন দ্রুত প্রি-অর্ডার করে নিন। অর্ডারের উপর ভিত্তি করে অল্প কিছু বই আনা হবে।...
01/12/2024

সিরিয়া মহাযুদ্ধের কাল বইটির অপেক্ষায় যারা ছিলেন দ্রুত প্রি-অর্ডার করে নিন।
অর্ডারের উপর ভিত্তি করে অল্প কিছু বই আনা হবে।

প্রি-অর্ডার লিঙ্ক : https://forms.gle/kB71VHYshZMoSwjB8

বইটি প্রকাশের সম্ভাব্য তারিখ : ১৯/১২/২০২৪ ইং


fans

লেখক Karim Shawon এর ৪টি বই১। অন্ধ বধির মূক ২। নারীবাদী বনাম নারীবাঁদি ৩। বিভ্রান্তকারীরা বিভ্রান্তিতে বিভ্রান্ত ৪। যা ঘ...
24/09/2024

লেখক Karim Shawon এর ৪টি বই

১। অন্ধ বধির মূক
২। নারীবাদী বনাম নারীবাঁদি
৩। বিভ্রান্তকারীরা বিভ্রান্তিতে বিভ্রান্ত
৪। যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে

লেখকের সবগুলো বই একত্রে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি!

আলহামদুলিল্লাহ লেখক Karim Shawon এর নতুন বই  চলে আসছেবই : যা ঘটেছে যা ঘটছে যা ঘটবেমুদ্রিত মূল্য : ১৬০৳ডিসকাউন্ট মূল্য : ...
16/09/2024

আলহামদুলিল্লাহ লেখক Karim Shawon এর নতুন বই চলে আসছে
বই : যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে
মুদ্রিত মূল্য : ১৬০৳
ডিসকাউন্ট মূল্য : ১২০৳
প্রি-অর্ডার অফার মূল্য : ১০০৳

বইটার প্রচ্ছদ তৈরির কাজ শেষ।প্রচ্ছদ কেমন হয়েছে?কয়েক দিনের মধ্যে বইটা পাঠকদের হাতে পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ।যারা এখনো প...
13/09/2024

বইটার প্রচ্ছদ তৈরির কাজ শেষ।
প্রচ্ছদ কেমন হয়েছে?

কয়েক দিনের মধ্যে বইটা পাঠকদের হাতে পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ।

যারা এখনো প্রি অর্ডার করেননি তারা দ্রুত অর্ডার করে ফেলুন।

🔻 এই বইটা পড়লে চলমান রাজনৈতিক সংকটের পেছনের কারণ, কারা খেলছে, কে কোন পক্ষের, কার কি উদ্দেশ্য ইত্যাদি সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে আপনার কাছে।

বই: যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে
লেখক: কারিম শাওন
পৃষ্ঠা: ১২৮
কভার: পেপারব্যাক
প্রি অর্ডার মূল্য: ১০০ টাকা

প্রি অর্ডার করতে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে আমাদের কাছে মেসেজ করুন।

🔺 অফার: বিতরণের জন্য কেউ ১০ কপি একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি।

🔴 এশিয়া অঞ্চলের ভূরাজনীতি নিয়ে বই 🔴"পরাশক্তিরা কোনো একটা দেশ বা ভূখণ্ড সরাসরি দখল না করে সেখানকার অধিকাংশ মগজকে দখল করে ...
06/09/2024

🔴 এশিয়া অঞ্চলের ভূরাজনীতি নিয়ে বই 🔴

"পরাশক্তিরা কোনো একটা দেশ বা ভূখণ্ড সরাসরি দখল না করে সেখানকার অধিকাংশ মগজকে দখল করে নেয়।

এক্ষেত্রে পরাশক্তিরা নিজেদের আইনকানুন, নিয়মনীতি, সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থাকে সুকৌশলে সেই দেশ বা ভূখণ্ডে প্রবেশ করায়।

তাদের এই কাজটি তারা বাস্তবায়ন করে দুর্বল জাতির কিছু বিশ্বাসঘাতকের মাধ্যমে।

বিশ্বাসঘাতকরা সুশীল, বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, বিচারক, গবেষক, অর্থনীতিবিদ, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, খেলোয়াড় ইত্যাদি নামে পরিচিত।

পরাশক্তিরা নিজেদের অর্থ, শ্রম, মেধা ব্যয় করে কাঙ্ক্ষিত দেশ বা ভূখণ্ডে উক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটা দালালশ্রেণি গড়ে তোলে; যারা সেখানে তাদের পক্ষ হয়ে কাজ করবে, তাদের স্বার্থ রক্ষা করবে।

এই দালালরা চলনে, বলনে, পোশাকে, সুরতে নিজ জাতির মানুষদের মতোই। তবে চিন্তাচেতনায় এরা প্রভু-পরাশক্তির পা চাটা গোলাম।

এই বিশ্বাসঘাতকদের প্রধান উদ্দেশ্য হলো– প্রভু-পরাশক্তি কর্তৃক গৃহীত আগ্রাসী পদক্ষেপগুলোকে ইতিবাচকভাবে নিজ জাতির কাছে উপস্থাপন করা। প্রভুরা অবৈধ যা-ই করুক না কেন, সর্বসাধারণের সামনে সেসব কাজের একটা বৈধতা দাঁড় করানো।

নিজ জাতিকে তারা বোঝানোর চেষ্টা করে যে, তারা (পরাশক্তি) যা-ই করছে, মানবজাতির কল্যাণের জন্যই করছে। এমনকি প্রভুদের দ্বারা অন্য কোনো দুর্বল জাতির ওপর চালানো গণহত্যার পেছনেও এই দালালরা যুক্তি দাঁড় করায়।

এমনকি এই বিশ্বাসঘাতক দালালরা যেই ভূখণ্ডের অধিবাসী, প্রভু-পরাশক্তি যদি কখনো সেটাকেও দখল করে ফেলে, তবুও সেই অবৈধ দখলদারির পক্ষে তারা সাফাই করে প্রভুভক্তির দৃষ্টান্ত স্থাপন করে।"

বই: যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে
লেখক: কারিম শাওন
পৃষ্ঠা: ১২৮
কভার: পেপারব্যাক
প্রি অর্ডার মূল্য: ১০০ টাকা

প্রি অর্ডার করতে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে আমাদের কাছে মেসেজ করুন।

🔺 অফার: বিতরণের জন্য কেউ ১০ কপি একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি।

লেখক কারিম শাওন-এর নতুন বই প্রি-অর্ডার করুন।মাত্র ১০০ টাকায়! অর্ডার করতে মেসেজ করুন।
02/09/2024

লেখক কারিম শাওন-এর নতুন বই প্রি-অর্ডার করুন।
মাত্র ১০০ টাকায়!
অর্ডার করতে মেসেজ করুন।

31/08/2024

সিরিয়া মহাযুদ্ধের কাল বইটির অপেক্ষা করছেন কে কে?

🔴 নারীদের কেন পর্দা করতেই হবে? 🔴"ধরুন 'ক' এবং 'খ' নামক দুজন ব্যক্তির দুজনই শারীরিকভাবে সব দিক থেকে সুস্থ এবং তাদের শরীরে...
31/08/2024

🔴 নারীদের কেন পর্দা করতেই হবে? 🔴

"ধরুন 'ক' এবং 'খ' নামক দুজন ব্যক্তির দুজনই শারীরিকভাবে সব দিক থেকে সুস্থ এবং তাদের শরীরের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা ঠিকঠাক মতো আছে। শুধু ব্যক্তি 'ক' এর চোখ দুটো অন্ধ। একদিন এই দুজন ব্যক্তিকে দুজন সুন্দরী নারীর সাথে বিবাহ দেয়া হলো।

এখন সহজ একটা প্রশ্নের উত্তর দিনতো দেখি, এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটি তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে তুলনামূলকভাবে বেশী সুখ এবং শান্তি পাবে?

সহজ উত্তরটা হবে ব্যক্তি 'খ'। কারণটা নিশ্চয়ই আর ভেঙে বোঝাতে হবে না। চাইলে আলোচনার এই পর্যায়েই কথা শেষ করে দেয়া যায় শুধু এই বলে যে, বুঝেছেন নারীদেরকে পর্দা করে ঘরের বাহিরে বের হতে হয় কেন?

কোনো একটা জিনিসকে শতভাগ উপভোগ করার জন্য মানুষের শরীরের ৫টা ইন্দ্রিয়ের প্রতিটা থাকা আবশ্যক। সেই হিসেবে ব্যক্তি 'খ' তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার সময় স্ত্রীর সৌন্দর্য চোখে দেখতে পারছে বলে সে যতটা শারীরিক সুখ পাবে, স্বামী 'ক' -এর চোখ অন্ধ থাকার কারণে সে কিন্তু ব্যক্তি 'খ' -এর সুখের ধারে কাছেও যেতে পারবে না।

কারণ চোখে কোনো কিছু দেখতে না পারার অনুভূতির বিকল্প কোনো অনুভূতি মানুষের নেই। অর্থাৎ তৃপ্তির সঙ্গে পরিপূর্ণভাবে উপভোগ করে শতভাগ যৌনক্ষুধা নিবারণ করার জন্য শরীরের ৫টা ইন্দ্রিয়ই ব্যবহৃত হতে হবে।

সুতরাং, চোখ দিয়ে দেখাটাও যৌন ক্রিয়ার একটা অংশ। শুধু অংশ বললে ভুল হবে, বরং অন্যতম প্রধান অংশ।"

বই: নারীবাদী বনাম নারীবাঁদি
লেখক: কারিম শাওন
প্রকাশনী: ফেরা প্রকাশন
মূল্য: ২০২ টাকা
প্রকাশিত: ২০২২
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
ধরন: হার্ডকভার

🔴 নাস্তিকতার অসারতা নিয়ে বই 🔴"ধরুন আপনি যদি ৬ মাস বয়সে মারা যেতেন তখন কিন্তু আপনার ভেতরে ইচ্ছে বা অনিচ্ছে কোনটাই কাজ করত...
28/08/2024

🔴 নাস্তিকতার অসারতা নিয়ে বই 🔴

"ধরুন আপনি যদি ৬ মাস বয়সে মারা যেতেন তখন কিন্তু আপনার ভেতরে ইচ্ছে বা অনিচ্ছে কোনটাই কাজ করত না যে, আপনি মরতে চান কি না। আসলে ওই ৬ মাস বয়সে আপনি জানতেনই না যে, আপনি কি মানুষ নাকি পশু। আপনি জানতেন না যে, আপনি কি পৃথিবীতে আছেন নাকি চাঁদে। আপনি জানতেন না বাবা-মা কি, ভালবাসা কি, পরিবার কি, সমাজ কি, স্বার্থ কি, আধুনিক সভ্যতা কি। আর আপনি এও জানতেন না যে, মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য কি।

আপনি এও জানতেন না যে, পৃথিবী নামক একটা গ্রহে অগনিত জীবের মধ্যে একধরনের জীব হলো মানুষ– যাদের একদল হলো নাস্তিক আর একদল হলো আস্তিক; যারা পরস্পরের মধ্যে তর্কাতর্কি করছে সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকা বা না থাকা নিয়ে। এবং আপনি এসব যুক্তি তর্কও উপস্থাপন করতে পারতেন না যে, সৃষ্টিকর্তা আছে নাকি নেই। এগুলো জানাতো বহু দূরের ব্যাপার, আসলে ওই বয়সে মারা গেলে আপনি বুঝতেনই না যে আপনি জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করেছেন। মহাবিশ্বে কি রকমের এক মহাযজ্ঞ চলছে আজ আপনি সচক্ষে তা দেখছেন, এসব কিছু বুঝে ওঠার আগেই আপনার অস্তিত্বটা সেদিন শেষ হয়ে যেত। অথচ সেই আপনিই আজ জ্ঞান আর বিবেক আসার পর ভাবছেন সৃষ্টিকর্তা নেই? কতটা হাস্যকর আপনার এই ভাবনা!!!"

বই: অন্ধ বধির মূক
লেখক: কারিম শাওন
প্রকাশনী: ফেরা প্রকাশন
মূল্য: ২৪৬ টাকা
প্রকাশিত: ২০২২
পৃষ্ঠা সংখ্যা: ২৫৬
ধরন: হার্ডকভার

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ফেরা প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেরা প্রকাশন:

Share

Category