
23/06/2025
বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী, প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী। খুবই দুঃসময় পার করছে। সব পর্যায়ের নেতাকর্মীদের উপর চালানো হচ্ছে নির্যাতন ও নিপিড়ন। কিন্তু কেউ কখনো বলতে পারবে না আওয়ামী লীগ দেশ বিক্রি করে ক্ষমতায় টিকে ছিল। কেউ বলতে পারবে না, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নেতাকর্মীরা আপোষ করেছিল। বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের মাধ্যমেই। আওয়ামী লীগ এমনই এক অনুভূতির নাম, যে অনুভূতি দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের সাথে জড়িত।
গণমানুষের এক অনন্য আবেগ মিশেলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুতই ফিরবে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জনগণের হাত ধরেই ফিরবে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এই জনপদের অতি সাধারণ মানুষ।
শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ।