20/03/2025
সিয়ারুস সাহাবায় নান্দনিক উপস্থাপন, চমৎকার বিন্যাস, জ্ঞানগর্ভ আলোচনা এবং বৈচিত্র্যময় বিপুল তথ্যের সমাবেশ ঘটেছে। কুরআন-হাদিসসহ তারাজিম, আসমাউর রিজাল, তারিখ ইত্যাদি বিষয়ের ২৮০টিরও অধিক প্রাচীন গ্রন্থের সারনির্যাস তুলে ধরা হয়েছে ‘সিয়ারুস সাহাবা’ গ্রন্থে। কিছু বৈশিষ্ট্যের দিক থেকে ‘সিয়ারুস সাহাবা’ এমন একটি সিরিজগ্রন্থ, সমগ্র দুনিয়াজুড়ে যার নজির খুঁজে পাওয়া মুশকিল। উর্দুসাহিত্যে তো বটেই—কিছু বৈশিষ্ট্য ও বৈচিত্র্যের দিকে লক্ষ করলে গোটা ইসলামি সাহিত্যে এটি অনন্যেএক সংযোজন।
#সিয়ারুস_সাহাবা
#ইত্তিহাদ_পাবলিকেশন