Md Tamim Reza মোঃ তামিম রেজা

  • Home
  • Md Tamim Reza মোঃ তামিম রেজা

Md Tamim Reza মোঃ তামিম রেজা ^$$_$$^

15/08/2025

হায়াত জুড়ে আয়াত বলা
সে এক বিরল পাখি..
আল্লামা সাঈদী নামে তাকে
বুকের ভিতর রাখি...

15/08/2025

ঘুরা ঘুরি

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ)— বিশ্বখ্যাত আলিম, দাঈ ও বিজ্ঞ রাজনীতিবিদ। আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী...
15/08/2025

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ)— বিশ্বখ্যাত আলিম, দাঈ ও বিজ্ঞ রাজনীতিবিদ। আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, চব্বিশের বিপ্লবীদের অনুপ্রেরণা তিনি। শহীদ আবু সাঈদ থেকে ওয়াসিম আকরাম ও আলী রায়হানসহ এই বিপ্লবী প্রজন্মের বহু তরুণ শহীদ আল্লামা সাঈদী দ্বারা অনুপ্রাণিত।

তিনি অর্ধশতাব্দীকাল ধরে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কুরআনের তাফসির করেছেন, একইসাথে চালিয়ে গেছেন এই জনপদের মানুষের মুক্তির আন্দোলন। আল্লাহ আল্লামাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমিন।

14/08/2025

শীঘ্রই বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ একটি বন্যার আশঙ্কা করছে আবহাওয়াবিদেরা। রাজনৈতিক অস্থিরতা জিইয়ে রেখে জাতিকে ষোলো শ খণ্ডে বিভক্ত করে রাখা সরকার যে এই বন্যা মোকাবিলায় নাস্তানাবুদ করে ফেলবে তা সহজে অনুমেয়। দেশবাসীর কাছে অনুরোধ, দুর্যোগকালীন পারস্পরিক সাহায্য, সহযোগিতা আর সহমর্মিতার জায়গাটা ভুলে যাবেন না দয়া করে। আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকব সবসময়ের মতোই। আর, দুয়া জারি রাখব যেন এমন কোনো দুর্যোগ এই ভূখণ্ডে আল্লাহ না দেন।😥

A+ সংবর্ধনারেজিস্ট্রেশন চলছে...রেজিস্ট্রেশন চলছে!২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের...
09/08/2025

A+ সংবর্ধনা
রেজিস্ট্রেশন চলছে...রেজিস্ট্রেশন চলছে!

২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেহেরপুর জেলা শাখার
আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।

🎉 এই অনন্য আয়োজন কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার প্রতীক—
যেখানে গৌরবময় ফলাফলের স্বীকৃতি পাবে আগামী দিনের তারকারা।

✅ অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন:
মেহেরপুর জেলা সহ জেলায় অবস্থানরত অন্য জেলার সকল A+ প্রাপ্ত শিক্ষার্থীগণ।

🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/rcmKvdebeii8K1yX7

📅 রেজিস্ট্রেশন চলবে: ২০ জুলাই ২০২৫ পর্যন্ত

📞 যোগাযোগ: 01323-763859

📌 বিশেষ দ্রষ্টব্য:
অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেহেরপুর জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা করা হবে।

🎓 সাফল্যের এই আনন্দঘন মুহূর্তকে আরও গৌরবান্বিত করে তুলুন আপনার উপস্থিতিতে।

04/08/2025

🌿 ইসলামী আন্দোলন কেন করতে হবে?

📖 আল-কুরআন ও হাদীসের আলোকে বিশ্লেষণ

---

✅ ১. আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করা মুসলমানদের দায়িত্ব

📖 “তারা যদি তাওরাত, ইনজীল এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে (আল-কুরআন), তা মেনে চলত, তবে তারা উপর থেকে ও নিচ থেকে রিযিক পেত...”
— সূরা মায়েদা, ৫:৬৬

➡️ কেবল ব্যক্তিগত নয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন কায়েম করাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।

---

✅ ২. সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা ফরয

📖 "তোমরা উত্তম উম্মত, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তোমরা সৎকাজের আদেশ দাও ও অসৎ কাজ থেকে নিষেধ করো..."
— সূরা আলে ইমরান, ৩:১১০

➡️ ইসলামী আন্দোলনই এই ফরয দায়িত্ব পালনের সংগঠিত রূপ।

---

✅ ৩. নবী রাসূলগণের পথ অনুসরণ করা

🕋 আল্লাহ বলেন:
📖 “আমি প্রত্যেক জাতির মধ্যেই একজন রসূল প্রেরণ করেছি, (বার্তা নিয়ে) যে, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগূতের (অবৈধ শাসন/ব্যবস্থা) অমান্য করো।’”
— সূরা নাহল, ১৬:৩৬

➡️ ইসলামি আন্দোলন মানে নবীদের মত সমাজ পরিবর্তনের সংগ্রাম চালানো।

---

✅ ৪. জুলুম, অন্যায় ও কুফরি শাসন বন্ধ করতে হবে

📖 “আল্লাহ এমন কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়।”
— সূরা রা’দ, ১৩:১১

➡️ সমাজে অন্যায় ও কুফরি রোধে আন্দোলন ছাড়া পরিবর্তন সম্ভব নয়।

---

✅ ৫. দ্বীনকে বিজয়ী করতে জিহাদের মাধ্যমে সংগ্রাম ফরয

📖 “তিনি নিজ রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনের সাথে প্রেরণ করেছেন, যেন একে সকল ধর্মের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।”
— সূরা সফ, ৬১:৯

🕋 রাসূল ﷺ বলেন:
“তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, নচেৎ আল্লাহ তোমাদের উপর শাস্তি নাজিল করবেন, তখন তোমরা দোয়া করলেও কবুল হবে না।”
— তিরমিজি, হাদীস: ২১৬৮

➡️ জিহাদ শুধু তরবারি নয়, কলম ও দাওয়াতের মাধ্যমে সমাজ পরিবর্তন করাও জিহাদের অংশ। এটিই ইসলামী আন্দোলন।

---

📌 সারসংক্ষেপ:

🔹 ইসলামী আন্দোলন একটি ইবাদত
🔹 এটি নবী রাসূলের কর্মপদ্ধতির অনুসরণ
🔹 সমাজের ফিতনা রোধ ও ন্যায়ের প্রতিষ্ঠা
🔹 উম্মতের সম্মান, ইজ্জত ও কল্যাণের পথ

31/07/2025

শুয়োরের বাচ্চাদের সাথে খেলতে নাইমা নিজে রাম শুয়োর হইতে না পারলে খেলায় জেতার আশা করা উচিত না!

ন্যায় ইনসাফের প্রতীক....
31/07/2025

ন্যায় ইনসাফের প্রতীক....

১৯ জুলাই সমাবেশে যাওয়ার পথে.....
29/07/2025

১৯ জুলাই সমাবেশে যাওয়ার পথে.....

09/06/2023
🙂
05/06/2023

🙂

বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে বাংলাদেশের প্রতিটি ঘর।
দক্ষিণ এশিয়ায় প্রথম ১০০ ভাগ বিদ্যুতের দেশ বাংলাদেশ।

২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনও দেশে মাত্র ৪৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেতো। মাত্র এক যুগের ব্যবধানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সময় সম্পন্ন হল শতভাগ বিদ্যুতায়ন।

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’- এই মূলমন্ত্রে দুর্গম পাহাড় থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল- সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের দুর্গম ও বিচ্ছিন্ন চরে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছে। দুর্গম পাহাড়ে গ্রিড লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যেখানে সম্ভব হয়নি সেখানেও সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছে।

#শতভাগবিদ্যুৎ #মুজিববর্ষ #শেখহাসিনা

Address


7110

Telephone

+8801720925288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Tamim Reza মোঃ তামিম রেজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Tamim Reza মোঃ তামিম রেজা:

  • Want your business to be the top-listed Media Company?

Share