
24/09/2025
সড়ক দুর্ঘটনায় আহত হলেন গাংনী বিএনপি’র সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লা
গাংনী অফিস ঃ
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের আকবপুর বাজারে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় সংঘর্ষের ধাক্কায় তার বাম হাত ভেঙে যায়।
আহতের স্বজনরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বামুন্দী সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরজুল্লাহ বলেন, “তার হাতে প্রাথমিকভাবে প্লাস্টার করা হয়েছে। তবে এক সপ্তাহ পর সার্জারি করাতে হবে।”
রাজনৈতিক পরিমণ্ডলে সক্রিয় ও গাংনী বিএনপি’র পরিচিত মুখ মতিয়ার রহমান মোল্লার এ দুর্ঘটনার খবরে এলাকায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই হাসপাতালে ছুটে গিয়ে তার খোঁজ-খবর নিয়েছেন। মতিউর রহমান মোল্লা বেতবাড়িয়া গ্রামের ইতালি প্রবাসী সাবেক ছাত্রদল নেতা পারভেজ পাভেল তপনের পিতা। পারভেজ পাভেল তপন তার বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।