SOBUJ VIOG 0.9

SOBUJ VIOG 0.9 Personal and travel content is created here.

27/03/2025

অবশ্যই তুমি তার সাথে চলো যে তোমাকে সব সময় ভালো পথে চলার জন্য সাহায্য করে বা করবে
ধন্যবাদ।

আজীবন দেখেছেন পাশের বাড়ির গ্যাঞ্জাম মেয়েরা কিভাবে দেখে আজ দেখুন পাশের বাড়ির গ্যাঞ্জাম ছেলেরা কিভাবে দেখে 😃😃😃😃😃
26/03/2025

আজীবন দেখেছেন পাশের বাড়ির গ্যাঞ্জাম মেয়েরা কিভাবে দেখে আজ দেখুন পাশের বাড়ির গ্যাঞ্জাম ছেলেরা কিভাবে দেখে 😃😃😃😃😃

26/03/2025

সাফল্যের কোনও গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল ।
— কলিন পাওয়েল

26/03/2025

মাঠে, আমার প্রিয় দল ব্রাজিলের এই পরিণতি দেখবো এইটা আমি ভাবিনি ।। এটা আমাকে ভীষণ ভাবে ব্যথিত করেছে ।। ফুটবল যখন ভালো করে চিনি, তখন থেকে ব্রাজিলের প্রতি না চাইতেও একটা ভালোবাসা জন্মে গেছিলো।। আমার দলটা আজ নানান অনিয়মের কারণে এই করুণ পরিনতিতে এসে নেমেছে ।।
বাংলাদেশ ক্রিকেট, ব্রাজিল এবং বাংলাদেশ ফুটবল আমাকে দিয়েছে এক মহাকাশ সমান হ'তাশা ।।
জানিনা ব্রাজিলের সুদিন দেখে যেতে পারবো কিনা।।
তবে যদি দেখে যেতে পারি সেটা হবে, আমার জীবনের অন্যতম একটা সেরা মুহুর্ত ।। আমি আমৃত্যু ব্রাজিলের
সাথেই আছি।। সুদিন দেখার অপেক্ষায় আছি।
গ্রান্দে ব্রাজিল 🇧🇷❤️

25/03/2025

তোমার পায়ে যদি জুতা না থাকে
হাতে অবশ্যই যেন বই থাকে
কারণ
জুতা তোমাকে হয়তো আরামদায়ক ভাবে কিছু সময় পথ চলতে সাহায্য করবে
কিন্ত একটি বই তোমার জীবনকে সারাটা জীবন সুন্দর ভাবে বাঁচতে শিখাবে
এবং সুন্দর ভাবে জীবন চালাতে শিখাবে।।

25/03/2025

"আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য কাজ করার জন্য সময় না করেন তবে অবশেষে আপনি এমন একটি জীবন নিয়ে কাজ করতে অনেক সময় ব্যয় করতে বাধ্য হবেন যা আপনি চান না।"

25/03/2025

"যখন কেউ আমাকে “না” বলে, এর অর্থ এই নয় যে আমি এটি করতে পারি না, এর সহজ অর্থ আমি তাদের সাথে এটি করতে পারি না।"

25/03/2025

এমন জীবন তুমি
করিয় গঠন
মরিলে হাঁসিবে তুমি,
কাঁদিবে ভূবন।

25/03/2025

স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন
বিলাসী জীবন যাপন করো না
কষ্ট সহিষ্ণু হও
কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না।

24/03/2025

....পৃথিবীতে একমাএ.....বিশ্বাসী ডায়েরি হচ্ছে জায়নামাজ;যেখানে মনের কথা শেয়ার করলে আবেদন পৌছে যায় মহান ঐ রবের কাছে🤗🤗
যেমনি আছি আল্ হামদূলিল্লাহ 🤗

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃএক লোক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর খেদমতে এল। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ও...
24/03/2025

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

এক লোক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর খেদমতে এল। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর স্ত্রীদের কাছে লোক পাঠালেন। তাঁরা জানালেন, আমাদের নিকট পানি ছাড়া কিছুই নেই। তখন রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কে আছ যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পার? তখন এক আনসারী সাহাবী [আবূ ত্বলহা (রাঃ)] বললেন, আমি। এ বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর মেহমানকে সম্মান কর। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই। আনসারী বললেন, তুমি আহার প্রস্তুত কর এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। সে বাতি জ্বালাল, বাচ্চাদেরকে ঘুম পাড়াল এবং সামান্য খাবার যা তৈরী ছিল তা উপস্থিত করল। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী-স্ত্রী দু’জনই অন্ধকারের মধ্যে আহার করার মত শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাতে লাগলেন যে, তারাও সঙ্গে খাচ্ছেন। তাঁরা উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর নিকট গেলেন, তখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আল্লাহ্‌ তোমাদের গত রাতের কান্ড দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশী হয়েছেন এবং এ আয়াত নাযিল করেছেন। “তারা অভাবগ্রস্ত সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রগণ্য করে থাকে। আর যাদেরকে অন্তরের কৃপণতা হতে মুক্ত রাখা হয়েছে, তারাই সফলতাপ্রাপ্ত।”❤️

সহিহ বুখারী, হাদিস নং ৩৭৯৮

24/03/2025

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ’’কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলিমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইয়াহুদী পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে ’হে মুসলিম! আমার পিছনে ইয়াহুদী রয়েছে। এসো, ওকে হত্যা কর।’ কিন্তু গারক্বাদ গাছ [এরূপ বলবে] না। কেননা এটা ইহুদীদের গাছ।"
— [সহীহুল বুখারী ২৯২৬]।

Address

MEHERPUR
Gangni
7110

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOBUJ VIOG 0.9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share