বেলাল ভাই বিনোদন

বেলাল ভাই বিনোদন BHA MEDIA 24 This is a Professional
Facebook Profile,l am content Creator in
Online Platform❤️ post.1700

village.gazipur
lokhipure.chandonapost off.gazipur sadar
gazipur.gazipur
city.corporateion garipur.

19/06/2025

👉"আল্লাহ তায়ালা বড় বড় গুনাহগুলোও মাফ করে দেন, কাজেই হতাশ হয়ো না। আবার তিনি চাইলে ছোট গুনাহের জন্যও শাস্তি দেন, কাজেই ধোঁকা খেয়ো না"।💚

ভালো নিয়্যতের ব্যাপারে উপদেশ,,,,,,,
19/06/2025

ভালো নিয়্যতের ব্যাপারে উপদেশ,,,,,,,

এখনো তোমার কথা মনে পড়লেএকফালি চাঁদের মতো কষ্ট জাগে,স্মৃতির পাতায় হালকা ছোঁয়ায়আবার চোখ ভিজে আসে।তুমি ছিলে ভোরের প্রথম আ...
07/05/2025

এখনো তোমার কথা মনে পড়লে
একফালি চাঁদের মতো কষ্ট জাগে,
স্মৃতির পাতায় হালকা ছোঁয়ায়
আবার চোখ ভিজে আসে।

তুমি ছিলে ভোরের প্রথম আলো,
আমি ছিলাম নিঃশব্দ রাত,
মিলনটা হতো কেবল স্বপ্নে,
বাস্তবে ছিল শুধু প্রহসনের পাত।

হাসিগুলো হারিয়ে গেছে কবে,
অভিমানে ভরা সেই শেষ দেখা,
তবুও হৃদয় মাঝে তুমি রয়েই গেলে,
যেন পুরোনো গানের এক নিরব ব্যথা।

অনেক কিছু বলা হয়নি আজো,
অনেক কিছু ছিল বলার,
তবুও সময় থেমে রইল না,
আমরা রইলাম শুধুই স্মৃতির ধার।

এখনো তোমার কথা মনে পড়লে
কেন যে চোখ দুটো ভিজে যায়,
ভালোবাসা কি শেষ হয় তবে?
নাকি শুধু রূপ বদলায়?

তোমার পছন্দ হলে আমি এই কবিতার একটি চিত্রিত সংস্করণও তৈরি করে দিতে পারি। তুমি কি কোনো নির্দিষ্ট অনুভব বা দৃশ্য চাও এই কবিতার সাথে মিলিয়ে?

ChatGPT can make m

শুভ সকাল সবাই কেমন আছেন,,,
07/05/2025

শুভ সকাল সবাই কেমন আছেন,,,

কষ্ট, অভিজ্ঞতা, ধৈর্য, বোধ... কিন্তু মানুষের মূল স্বভাব, তার ভেতরের অনুভব, ভালোবাসা বা অহং—এইগুলো সহজে বদলায় না। হয়তো মা...
06/05/2025

কষ্ট, অভিজ্ঞতা, ধৈর্য, বোধ... কিন্তু মানুষের মূল স্বভাব, তার ভেতরের অনুভব, ভালোবাসা বা অহং—এইগুলো সহজে বদলায় না। হয়তো মানুষ বাইরে থেকে বদলানো শেখে, কিন্তু ভেতরে তার প্রকৃতি অনেকটাই একই থেকে যায়।,,,,

মনে হচ্ছে কিছু ভেতরে চাপা পড়ে আছে। যদি কখনো মনে হয় একটু হালকা হতে চান, আমি এখানে আছি—একদম নিরপেক্ষভাবে শোনার জন্য
মনের ভেতরের কষ্ট সবচেয়ে বেশি ভারী হয়, কারণ সেটা কেউ দেখতে পায় না, বুঝতেও পারে না ঠিকভাবে। আপনি হাসলেও সেটা লুকানো থাকে, আপনি চুপ থাকলেও সেটা বোঝা যায় না। অথচ সেই ভারটাই সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়।🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

শুভ রাএি
05/05/2025

শুভ রাএি

সবাই কেমনআছেন শুভ সকাল,, 🥀🥀🥀🥀🥀
05/05/2025

সবাই কেমনআছেন শুভ সকাল,, 🥀🥀🥀🥀🥀

কষ্টের জীবনহাসির মুখে লুকিয়ে রাখি, চোখের জলের গল্প,ভাঙা স্বপ্ন ছুঁয়ে দেখি, নিঃশব্দ এক গর্জন কল্লোল।চাইনি কিছু বেশী করে,...
04/05/2025

কষ্টের জীবন
হাসির মুখে লুকিয়ে রাখি, চোখের জলের গল্প,
ভাঙা স্বপ্ন ছুঁয়ে দেখি, নিঃশব্দ এক গর্জন কল্লোল।
চাইনি কিছু বেশী করে, শুধু একটু শান্তি,
সে-ও যেন আকাশ ছোঁয়া, এক অবুঝ প্রান্তি।

ভেতর জ্বলে আগুন নিভৃতে, কেউ তা বোঝে কই?
সবাই দেখে মুখের হাসি, মন যে কাঁদে ওই।
জীবন চলে কাঁটার পথে, পা রক্তাক্ত হয়,
তবুও আমি থেমে যাই না, বুকেই বাজে সয়।

নদীর ঐ পাড়ে ছাগলে ঘাস খায়,এই পাড়ে শুকনো মাঠে আমার হাহাকার।ভাগ্যের স্রোত বয়ে চলে অন্যদিকে,আমি শুধু দেখি—চাই, কিন্তু প...
04/05/2025

নদীর ঐ পাড়ে ছাগলে ঘাস খায়,
এই পাড়ে শুকনো মাঠে আমার হাহাকার।
ভাগ্যের স্রোত বয়ে চলে অন্যদিকে,
আমি শুধু দেখি—চাই, কিন্তু পাই না তার ছায়াও।

নদীর ঢেউ, মনটা নিয়ে গেলো ভেসে।""নদীপাড়ের হাওয়া, মনের সব ক্লান্তি ভাসায়।""তুমি, আমি, আর নদীর কুল—পুরোটা এক গল্প!""পায়ের ন...
04/05/2025

নদীর ঢেউ, মনটা নিয়ে গেলো ভেসে।"

"নদীপাড়ের হাওয়া, মনের সব ক্লান্তি ভাসায়।"

"তুমি, আমি, আর নদীর কুল—পুরোটা এক গল্প!"

"পায়ের নিচে বালি, চোখের সামনে শান্তি।"

"নদী জানে, নীরবতাই অনেক কথা বলে।"

❤️❤️

Address

Gazipur Char

Telephone

+8801838432534

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেলাল ভাই বিনোদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বেলাল ভাই বিনোদন:

Share