29/07/2025
গল্প: "শেষ ট্রেনটা"
রাত ১১টা। ঢাকা শহরের ব্যস্ততা একটু একটু করে থেমে যাচ্ছে। রেলস্টেশনে তখনো কিছু যাত্রী দাঁড়িয়ে, শেষ ট্রেনটার অপেক্ষায়। তাদের মাঝেই একজন তরুণ – নাম রিদয়। পরনে সাদা শার্ট, চোখে ক্লান্তি আর হাতে একটা পুরনো ডায়েরি।
রিদয় চুপচাপ বসে আছে একটা বেঞ্চে। তার মনে ভেসে আসছে পুরনো স্মৃতি – ঠিক এই স্টেশনেই পাঁচ বছর আগে দেখা হয়েছিলো আয়েশার সঙ্গে। সেই প্রথম দেখা, প্রথম কথা, আর ধীরে ধীরে প্রেম। কিন্তু জীবন সব সময় সহজ নয়। আয়েশার পরিবার তাকে বিদেশে পাঠিয়ে দেয়, আর রিদয় পড়ে থাকে অপেক্ষায়।
আজ হঠাৎ আয়েশার মেসেজ –
"রিদয়, আমি ফিরছি। ঠিক রাত ১১টার ট্রেনে। স্টেশনে আসবি?"
রিদয় কিছু লেখেনি, শুধু ডায়েরিটার ভেতরে সেই পুরনো চিঠিটা রেখেছে। ট্রেনের হুইসেল বাজে। ধীরে ধীরে ট্রেন থামে। সবাই তাকিয়ে থাকে দরজার দিকে।
রিদয়ের চোখ খোঁজে এক চেনা মুখ। হঠাৎ করেই দেখা মেলে—সে! আয়েশা দাঁড়িয়ে, একগাল হাসি নিয়ে।
রিদয় উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে। আয়েশা বলে,
— "তুই তো এলি না ভাবছিলাম...!"
রিদয় হেসে উত্তর দেয়,
— "আমি কখনো যাইনি। শুধু অপেক্ষা করছিলাম।"
চোখের কোনে জল। কিন্তু এবার আর আলাদা হওয়ার সময় নয়।