
27/10/2023
২৮ তারিখের (শানিবার) সমাবেশ কে কেন্দ্র করে,
গতকাল (২৬ তারিখ) বৃহস্পতিবার সারারাত ভর গাজীপুর জেলার কাপাসিয়া উপলেজার সব ইউনিয়ন ও গ্রামে পুলিশ অভিযান চালায়।
এই অভিযানের কারণ ছিল বিরোধী দল (বি,এন,পি) জামায়াত সহ সরকারের সমালোচনার ব্যাক্তিগণ। এই অভিযানের সময়
শুধু মূল ব্যাক্তিদের খোঁজ করতে আসলেও সাথে এলাকার আশেপাশের মানুষ জনকেও হয়রানির শিকার হতে হয়।
অভিযানের সময় কারোর নামে কোন ওয়ারেন্ট বা বাড়ি অল্লাশীর অনুমতি না থাকলেও বা দেখাতে অপা-রোগ হলেও এক প্রকার জোর করেই পুলিশ সবার বাড়িতে ডুকে তল্লাশী চালায়। মহিলা ও শিশুদের হেনস্তা করা হয়।
বেশ কয়েকজন কে কারণ বা কোন মামলা, ওয়ারেন্ট ছারাই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
একি দিনে সরকারি ও সরকার বিরোধী বি,এন,বি, জামায়াত, সহ বেশ কয়েকটি দল একি দিনে সমাবেশ দেওয়ায় জন্মনে যেমন আতংক বিরাজ করছে,
তেমনি সরকারও কিছুটা চাপে রয়েছে। নিজ দেশের ও বিদেশিদের।