News By Facts

News By Facts News By Facts মানেই বিশ্ব তথ্য ভান্ডার। প্রতিদিন এর খবরাখবর ও নিত্য নতুন তথ্য।

টলিউডের সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামেই বিশেষ পরিচিত। অভিনেতার ছেলেকেও ...
06/02/2023

টলিউডের সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামেই বিশেষ পরিচিত। অভিনেতার ছেলেকেও সকলেই চেনেন। তৃষাণজিৎ চ্যাটার্জির নাম শোনেননি এমন মানুষ হাতে গোনা। সম্প্রতি তৃষাণজিৎকে ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে আসতে দেখে দর্শকের মনে প্রশ্নও জেগেছিল, তবে কি খুব শিগগিরই অভিনেতার ছেলেও অভিনয় জগতে পা রাখতে চলেছেন? তবে এই মুহূর্তে তৃষাণজিৎ আলোচনায় থাকলেও হঠাৎ করেই তাকে ছাড়িয়ে গেছেন প্রসেনজিৎকন্যা প্রেরণা। অনেকেই হয়তো জানতেন না, প্রসেনজিতের একটি মেয়ে রয়েছে! হ্যাঁ, তার নাম প্রেরণা চ্যাটার্জি।
দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পরে প্রসেনজিৎ দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অপর্ণা গুহঠাকুরতাকে। সেই বিয়েও টেকেনি বুম্বাদার। এরপর ঘর বাঁধেন অর্পিতা চ্যাটার্জির সাথে। দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার ঘরে জন্ম নেন প্রেরণা। তবে দ্বিতীয় সংসারের মেয়ে হলেও প্রেরণা মিডিয়ার আড়ালেই ছিলেন সব সময়।
সম্প্রতি মেয়েকে নিয়ে প্রথমবারের মতো সংবাদমাধ্যমে মুখ খুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন, মেয়ের সাথে দেখা করার ইচ্ছা রয়েছে তার।
জি নিউজের সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মেয়ের প্রসঙ্গ উঠতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছে আছে। দেখা হয় না। সে বাইরে থাকে। আমি তাদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। দেখা হবে প্রেরণার সঙ্গে।’
মা অপর্ণার সঙ্গে কলকাতার বাইরে থাকেন প্রেরণা। তবে বর্তমানে লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি। সৌন্দর্যে যেকোনো নায়িকাকেই টেক্কা দিতে পারেন প্রেরণা। ইন্ডাস্ট্রির সাথে সরাসরি যুক্ত না থাকলেও ইন্ডাস্ট্রির অনেকেই প্রেরণার সাথে বন্ধুর মতো যুক্ত।
প্রেরণা চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তার পোস্ট লক্ষ করলে বোঝা যায় তিনি খেতে খুব ভালোবাসেন আর সেটা যদি জাপানি খাবার হয় তাহলে তো কথাই নেই! তার ইনস্টাগ্রামের ওয়াল বিভিন্ন ধরনের জাপানি খাবারের ছবিতে ভরিয়ে রাখা আছে।
প্রেরণাকে এর আগে একবার টলিউড পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সাথে এক ফ্রেমে বন্দি দেখতে পেয়েই চারদিকে গুঞ্জন উঠেছিল প্রেরণা অভিনয় জগতে পা রাখছেন কি না! তবে এসব খবর উড়িয়ে দিয়ে পরিচালক স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন, প্রেরণার আপাতত অভিনয়ে আসার কোনো ইচ্ছা নেই। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর এক ফ্রেমে দেখতে পাওয়ার কারণস্বরূপ জানান, অভিনেতার মেয়ে হিসেবে প্রেরণা শুধু তাদের কাছে পরিচিতই নন বরং একজন ভালো বন্ধুও।

সূত্র : কালের কন্ঠ

ছিলেন ক্রিকেট রূপকথার অংশ। শচীন টেন্ডুলকারের সঙ্গে উচ্চারিত হতো তাঁর নাম। কিন্তু প্রতিভার নিদারুণ অপচয়ে ক্যারিয়ারটা অকাল...
06/02/2023

ছিলেন ক্রিকেট রূপকথার অংশ। শচীন টেন্ডুলকারের সঙ্গে উচ্চারিত হতো তাঁর নাম। কিন্তু প্রতিভার নিদারুণ অপচয়ে ক্যারিয়ারটা অকালেই হাওয়ায় মিলিয়ে গেছে।

বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়া বিনোদ কাম্বলির আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি পড়েছে সেই ২০০০ সালে। এরপর ২৩ বছর পেরিয়ে গেলেও নিজেকে শোধরাতে পারেননি ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান। এবার মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে কাম্বলির বিরুদ্ধে। এ ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা থানায় এজাহার (এফআইআর) করেছেন তাঁর স্ত্রী আন্দ্রেয়া হিউইট।বান্দ্রা পুলিশের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত শুক্রবার বেলা একটা থেকে দেড়টা নাগাদ নেশা করে বাসায় আসেন কাম্বলি। ঘরে ঢুকেই স্ত্রী হিউইটকে গালিগালাজ শুরু করেন। এ দম্পতির ১২ বছরের ছেলেসন্তান বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করলে কাম্বলি রান্নাঘরে ঢুকে যান এবং ভাঙা কড়াইয়ের হাতল হিউইটের দিকে ছুড়ে মারেন। এতে তাঁর মাথায় আঘাত লাগে।এখানেই থামেননি কাম্বলি। স্ত্রীকে ব্যাট দিয়ে মারতেও উদ্যত হন সাবেক এই ক্রিকেটার। চিকিৎসা নিতে তাঁর স্ত্রী হিউইট প্রথমে স্থানীয় ভাবা হাসপাতালে যান। সেখান থেকে থানায় পৌঁছে পুলিশের কাছে মেডিকেল প্রতিবেদন জমা দেন এবং নিজের বয়ান রেকর্ড করেন। ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা) এবং ৫০৪ (অপমান করা) ধারায় এজাহার করায় যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন কাম্বলি।পুলিশ আরও জানিয়েছে, ওই ঘটনার পরই দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়েছেন কাম্বলির স্ত্রী হিউইট।
একজন ক্রিকেটারের কী করা উচিত, আর কী এড়িয়ে যাওয়া উচিত—এ ঘটনা যেন দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। শচীন টেন্ডুলকার দুই যুগ ভারতের হয়ে খেলেছেন। অথচ তাঁর মতোই প্রতিভাবান হয়েও কাম্বলি তেমন কোনো ছাপ রেখে যেতে পারেননি।অনিয়ম আর উচ্ছৃঙ্খল জীবন কাটিয়ে মাত্র ২৮ বছর বয়সেই জাতীয় দল থেকে ঝরে পড়েছেন তিনি।
ভারতের হয়ে ১৭টি টেস্ট খেলে ৫৪.০২ গড়ে ১০৮৪ রান করেছেন কাম্বলি। ওয়ানডে খেলেছেন ১০৪টি। ৩২.৫৯ গড়ে করেছেন ২৪৭৭ রান। সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন কাম্বলি।

সুত্রে ঃ প্রথম আলো

06/02/2023

এবার প্রণোদনা বন্ধক রেখে টাকা ধারের সুবিধা পাবে ইসলামী ধারার ব্যাংকগুলো
বিস্তারিত কমেন্ট এ।

05/02/2023

Welcome to News By Facts..

Address

Gazipur

Telephone

+8801610095552

Website

Alerts

Be the first to know and let us send you an email when News By Facts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News By Facts:

Share