15/06/2022
বাসন মেট্রো থানা প্রেসক্লাব গাজীপুর,মহানগরের সহ-সভাপতি, এস এ আশিকের হুমকি প্রদানকারী ও সন্ত্রাসী মোঃ মামুন (২৩) কে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ জিএমপি।
গাজীপুর চৌরাস্তার সন্ত্রাসী মোঃ মামুন গত (২৩) ১২/০৬/ইং তারিখে,সন্ধ্যা ৬.৪২ মিনিটে সহ-সভাপতি,বাসন মেট্রো থানা প্রেসক্লাবের ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টারকে তার ব্যক্তিগত রবি ফোন নাম্বারে অচেনা একটি
বাংলালিংক নাম্বার থেকে ফোন আসে এবং ফোনটি এস এ আশিক রিসিভ করে,পরিচয় জানতে চাইলে বলে তুই সাংবাদিক আশিক না তোর জন্য আমি গাজীপুর চৌরাস্তায় ছিনতাই করতে পারিনা এবং আরো এই সন্ত্রাসী মামুন এস এ আশিকে বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন রকমের হুমকি প্রদান করে।
এবং এই সন্ত্রাসী ও হুমকি প্রদান কারী মামুন এস এ আশিক_কে আরো বলেন,তোকে যেখানে পাব সেখানে হাত পা কাটিয়ে দিবো। তুই কিভাবে এলাকায় চলাফেরা করিস তা আমি দেখবো তোর বাড়ির চারপাশে আমার পোলাপান তোরে খুঁজেছে। গত ১৩/০৬/২২ ইং তারিখে সহ-সভাপতি, এস এ আশিক বাদী হয়ে সন্ত্রাসী ও হুমকি প্রদান কারী মামুনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন, বাসন,থানা জিএমপিতে। বাসন থানা, জিএমপির, অফিসার ইনচার্জ জনাব মোঃ মালেক খসরু খান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নির্দেশে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ,সন্ত্রাসী ও হুমকি প্রদান কারী, মামুন বাইপাস টু ঝাঝর মহাসড়ক রোড ( মহিলা জেলখানা ) সংলগ্ন যমুনা ট্যাংকি অবস্থান করতেছে। তাৎক্ষণিকভাবে, বাসন থানা কিলো- টু ডিউটি চলমান অফিসার,
এ এস আই জনাব, নাজমুল হোসাইন ও তাহার ফোঁস ১/ কনস্টেবল, মোঃ মামুন ২/কনস্টেবল, তৈয়বুর ও কনস্টেবল,৩/হালিম সহ ঘটনা স্থলে তাৎক্ষণিক ভাবে উপস্থিত হইয়া,সন্ত্রাসী ও হুমকি প্রদানকারী মোঃ মামুন (২৩) কে গ্রেপ্তার করে।
বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সহ-সভাপতি, এস এ আশিক অভিযোগ দায়ের করার আনুমানিক, ১৬/১৭ ঘন্টার মধ্যে সন্ত্রাসী ও হুমকি প্রদানকারী মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয় বাসন থানা পুলিশ জিএমপি।
উল্লেখ্য যে বর্ণিত সন্ত্রাসী ও হুমকি প্রদানকারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে, একাধিক মাদক ও ছিনতাইয়ের মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।