Research of Notice

Research of Notice Follow recharge off notification page to get various job advertisement Star Sports Latest news of all sports in the world

27/03/2023
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি:ঢাকা সিটির বিভিন্ন এলাকার Monthly বেসিসে কয়েক জন Air & Sound Pollution Data Collector নিয়োগ দেওয়া...
09/03/2023

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি:
ঢাকা সিটির বিভিন্ন এলাকার Monthly বেসিসে কয়েক জন Air & Sound Pollution Data Collector নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:
* নূন্যতম স্নাতক পাশ।
* প্রার্থীর অবশ্যই নিজের মোটরসাইকেল থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
* প্রতিদিন নির্ধারিত ১০টি স্থান ভিজিট করে ডেটা কালেক্ট করতে হবে (আনুমানিক ৫-৬ ঘণ্টা সময় ফিল্ডে কাজ করতে হবে)।

প্রকল্পের সময় কাল:
প্রাথমিক অবস্থায় ১মাসের কন্টাক করা হবে। পারফরমেন্স ভালো হলে আবার ৩মাসের কন্টাক করা হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন করার পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে 13-03-2023 তারিখের মধ্যে [email protected] এ CV, NID এবং ড্রাইভিং লাইসেন্স এর কপি মেইল করতে হবে।

প্রতিষ্ঠানের নাম:
MOMODa FOUNDATION
CORPORATE OFFICE
Agrani Supreme, Flat: 5B, House : 89,
Road: 8/A, Dhanmondi, Dhaka, 1209
http://momodafoundation.org

বিশেষ দ্রষ্টব্য:
* যাদের নিজের মোটরসাইকেল নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই অথবা শিক্ষার্থী তাদের আবেদন করার প্রয়োজন নেই ।

** কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন **

MOMODa FOUNDATION is a research-based development organization that aims at creating a society with reduced poverty and inequity.

Career Opportunity!!! Are you a freelance blogger in English? Are you passionate about writing in English? Can you tell ...
09/03/2023

Career Opportunity!!!

Are you a freelance blogger in English?
Are you passionate about writing in English?
Can you tell a story in English without breaking a sweat?

Then RedOrange is looking for you...🫵

Drop your CV at [email protected] and join our team to show your writer spirit.

Deadline: 20 March, 2023

08/03/2023

এমএস ডেভেলপমেন্ট এসোসিয়েটস লিঃ-এ মাঠ পর্যায়ে (বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে) গবেষণামূলক তথ্য সংগ্রহের উদ্দেশ্য ১৮ থেকে ২০ দিনের জন্য ৪০ জন ছেলে-মেয়ে নিয়োগ করা হবে।

পদের সংখ্যাঃ ৪০ জন

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর এবং সিভিল/ইইই/ডিপ্লোমা ইন মেডিক্যাল এসিস্ট্যান্টস-এ বিএসসি/ডিপ্লোমা।

অভিজ্ঞতাঃ যাদের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কাজে অভিজ্ঞতা এবং সিভিল/ইইই/ডিপ্লোমা ইন মেডিক্যাল এসিস্ট্যান্টস (হেলথ এডুকেশন) কাজের বাস্তব অভিজ্ঞতা আছে তারাই আবেদন করতে পারবেন। তবে যারা পূর্বে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পাশাপাশি কেআইআই, এফজিডি, কেস স্টাডি পরিচালনা করেছেন এবং সিভিল/ইইই/ডিপ্লোমা ইন মেডিক্যাল এসিস্ট্যান্টস (হেলথ এডুকেশন) এর ক্ষেত্রে জরিপ কার্যপরিচালনাসহ কন্সট্রাকশন কাজের অভিজ্ঞতা, বিভিন্ন মেডিক্যাল ক্যাম্পেইন বা হেলথ সম্পর্কিত অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদনের শেষ তারিখঃ আগামী ১৫ মার্চ ২০২৩ অফিসিয়াল সময়ে সরাসরি এসে/ডাক যোগে সিভি জমা দেয়া যাবে।

যোগাযোগঃ
এমএস ডেভেলপমেন্ট এসোসিয়েটস লিঃ
বাড়ি নং-৫৪৭ (ফ্ল্যাট ১/এ), মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬।
(৬০ ফিট বাড়েক মোল্লার মোড়ের পূর্ব পার্শ্বে মাইকওয়ালা মসজিদের সন্নিকটে)
ফোনঃ ০২-৫৫০৭৭৬৮০
ওয়েবঃ

06/03/2023

ঢাকার মধ্যে চমৎকার একটি পার্ক

নাসির যেখানেই খেলুক!ভালো খেলুক❤️©তামিমানাসির তার বউয়ের কথা রেখেছেন "তিনি ভালো খেলতেছেন"
20/01/2023

নাসির যেখানেই খেলুক!
ভালো খেলুক❤️

©তামিমা

নাসির তার বউয়ের কথা রেখেছেন "তিনি ভালো খেলতেছেন"

আপডেটজয় হোক মানবতার,,, ♥হারিয়ে যাওয়া মেয়েটিকে রুপসা থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল ভর্তি করেছে Khulna Blood Bank - খুলনা ...
20/01/2023

আপডেট

জয় হোক মানবতার,,, ♥
হারিয়ে যাওয়া মেয়েটিকে রুপসা থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল ভর্তি করেছে Khulna Blood Bank - খুলনা ব্লাড ব্যাংক এর মানবতার ফেরিওয়ালারা,,,,♥♥

ইতিমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা গাজীপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে।। যতদূর সম্ভব পরিবার সূত্রে জানা গেছে মেয়েটি মানুসিক রুগি ছিল না।হঠাৎ মানুসিক ধাক্কা খেয়ে এমন হয়ে গিয়েছে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা চলছে।।
সকলে দোয়া করবেন ভালোভাবে যেন তার পরিবারের কাছে তুলে দিয়ে পারেন দায়িত্বরত ভাই-বোনেরা,,,,♥

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Research of Notice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Research of Notice:

Share