HARE Krishna Bangladesh

  • Home
  • HARE Krishna Bangladesh

HARE Krishna Bangladesh ভগবানের সত্য ধর্ম প্রচার এবং কলি জীবের মুক্তির সঠিক পথ প্রদর্শনের লক্ষ্য..
(2)

✒️✒️সর্বশাস্ত্রেই নাম-মাহাত্ম্য প্রচারিত হইয়াছে। ভগবান্ শ্রীচৈতন্য ও তদীয় পার্ষদগণ অনুক্ষণ নাম মাহাত্ম্য প্রচার করিয়াছেন...
30/10/2025

✒️✒️সর্বশাস্ত্রেই নাম-মাহাত্ম্য প্রচারিত হইয়াছে। ভগবান্ শ্রীচৈতন্য ও তদীয় পার্ষদগণ অনুক্ষণ নাম মাহাত্ম্য প্রচার করিয়াছেন। মহাপ্রভু জানাইয়াছেন নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ সাধন। এই সংকীর্তন-যজ্ঞের দ্বারাই শ্রীকৃষ্ণ-চরণ লাভ হয়, সর্ব অনর্থ নাশ হয়, সর্বশুভের উদয় হয় এবং কৃষ্ণ প্রেমের উল্লাস হয়। বিভিন্ন লোকের বিভিন্ন রুচি, তাহারা নিজ নিজ রুচি অনুরূপ নাম লইবেন। আর-

খাইতে শুইতে যথা-তথা নাম লয়।
দেশ-কাল-নিয়ম নাহি, সর্ব সিদ্ধি হয়। চৈ. চ. ৩/২০/১৪।।
🌿নিত্যং ভাগবত সেবয়াঃ❤️🙏

✨A single glance of Sri Radha Govinda is today's greatest blessing 🌸Let Their divine mercy bring peace, love, and light ...
29/10/2025

✨A single glance of Sri Radha Govinda is today's greatest blessing 🌸
Let Their divine mercy bring peace, love, and light into your heart. ❤️






✨কখনও কখণও কোন ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙ্গে দেয়। আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ...
26/10/2025

✨কখনও কখণও কোন ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙ্গে দেয়। আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না। যেভাবে কোন উচু পর্বতে যে ব্যাক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনাই কি তাকে পর্বতের শিখরে পৌছে দিতে পারে? না, বাস্তবে যত উপরে ওঠে তত নিত্যনতুন পরীক্ষা নতুন বিরম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয়। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়। প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে ক্ষাদের দিকে ঠেলে দেয়। সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না। কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে। আচ্ছা জীবনের ক্ষেত্রে তো এমনি হয়, তাই না? যখন মানুষ তার কোন একটি ক্ষেত্রে বাঁধা, কোন একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতিই থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না। পারে না সুখ আর শন্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য গড়ে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? স্বয়ং বিচার করুন।🩷
-(ভগবান শ্রীকৃষ্ণ)🙏🩷

শ্রী শ্রীগুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জিউ পদ্ম মাল্যে সুশোভিতা হলেন 🙏🙏🙏
25/10/2025

শ্রী শ্রীগুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জিউ পদ্ম মাল্যে সুশোভিতা হলেন 🙏🙏🙏

Hare Krishna 🙏❤️ Everyone
25/10/2025

Hare Krishna 🙏❤️ Everyone

তুলসী কাঠে দ্বীপ দেখানোর মাহাত্ম্য 🪔ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদনের অনন্ত মহিমা অসংখ্য শাস্ত্রে উল্লিখিত রয়েছে। তুলা,...
22/10/2025

তুলসী কাঠে দ্বীপ দেখানোর মাহাত্ম্য 🪔
ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদনের অনন্ত মহিমা অসংখ্য শাস্ত্রে উল্লিখিত রয়েছে। তুলা, ঘি, তিল, কর্পূর এবং অন্যান্য শস্যদানার তৈল দ্বারা প্রদীপ নিবেদন ভগবানের অত্যন্ত প্রিয়। কিন্তু তুলসীকাষ্ঠ দ্বারা নিবেদিত প্রদীপ ভগবানের অত্যন্ত প্রিয়, কেননা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় উপকরণ হচ্ছেন কৃষ্ণপ্রিয়া তুলসী।

শাস্ত্রে কি নির্দেশনা রয়েছে?

পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, যদি কেউ শুষ্ক তুলসী কাষ্ঠের মাধ‍্যমে ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদন করে, তাহলে সাধারণ প্রদীপ নিবেদনের চেয়ে ভগবান এক্ষেত্রে লক্ষগুণ বেশি সন্তুষ্ট হন। প্রহ্লাদসংহিতায় উল্লেখ আছে,

তুলসীপাবকেনৈব দীপং যঃ কুরুতে হরেঃ।
দীপলক্ষসহস্রাণাং পুণ্যং স্তবতি দৈত্যজ॥

অর্থাৎ, হে দৈত্যকুমার প্রহ্লাদ, যিনি তুলসীকাষ্ঠের প্রদীপ দ্বারা শ্রীহরিকে আরতি নিবেদন করেন, তার একটি দীপ দানেই শ্রী হরি এক সহস্র লক্ষ (১০ কোটি) প্রদীপ নিবেদনের সমান সন্তুষ্ট হন।

অর্থাৎ সহস্র লক্ষ দীপ নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ যতটা সন্তুষ্ট হন, একটি তুলসীকাঠের প্রদীপ নিবেদন করলে তার থেকেও অধিক সন্তুষ্ট হন।

কেন করা উচিত?

শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, সকাম, নিষ্কাশন, মোক্ষকামী সকলেরই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। অতএব কোনো ফল লাভের আশায় হোক, অথবা নিষ্কামভাবে কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্য হোক, কৃষ্ণের আদেশে সকলেরই তুলসীকাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদন করা উচিত।

কে বা কারা করতে পারে?

তুলসীকাঠের প্রদীপ নিবেদন করা ভগবানকে তুলসী নিবেদনেরই মতো। অগস্ত্য সংহিতায় বলা হয়েছে,

ন তস্য নরকক্লেশো যোঽর্চ্চয়েত্তুলসীদলৈঃ।
পাপিষ্ঠো বা অপাপিষ্ঠঃ সত্যং সত্যং না সংশয়॥

অর্থাৎ, মহা পাপাত্মা ব্যক্তিও শ্রীহরিকে তুলসী নিবেদন করলে তাঁকে আর নরকযাতনা লাভ করতে হয় না। শ্রীহরির কৃপায় সে ধীরে ধীরে ধর্মাত্মায় পরিণত হয়।

অতএব, যেকোনো ব্যক্তি, সে আমিষাহারী, অশৌচ হোক, অস্নাত হোক, যবন হোক বা অন্যান্য পাপাচারে রত থাকুক, সেও ভগবানকে তুলসী নিবেদনের অধিকারী। তাই সকলেই তুলসীপত্র, তুলসী মঞ্জরী, তুলসীকাঠের প্রদীপ নিবেদন করার অধিকারী।

সারাবছরই প্রদীপ নিবেদন মঙ্গলময়। দামোদর মাস, পুরুষোত্তম মাস, বৈশাখ মাস, মাঘ মাসে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে‌। আর বিশেষত এই সব মাসে সকলেরই বেশি বেশি কৃষ্ণ সেবা করা উচিত। তাই সকলেই এই মাসে তুলসী কাঠের প্রদীপ নিবেদন করতে পারবেন।

হরে কৃষ্ণ 🙏🏻🙏🏻

✨বিনয়ী হও। এই মনোভাব রাখো যে তুমি কিছুই করতে সক্ষম নও। মনে রাখবে যে তুমি নিজের যত্ন নিতে সক্ষম নও। তাই কৃষ্ণের নিকট আত্...
21/10/2025

✨বিনয়ী হও। এই মনোভাব রাখো যে তুমি কিছুই করতে সক্ষম নও। মনে রাখবে যে তুমি নিজের যত্ন নিতে সক্ষম নও। তাই কৃষ্ণের নিকট আত্মসমর্পণ কর। ওনাকে তোমার যত্ন নিতে দাও।❤️🌸

~ শ্রীল ভক্তি চারু স্বামী মহারাজ❤️

✨Mangal Arati Darshan Sri Dham Mayapur - October 21, 2025🪔🩷❤️Hare Krishna 🙏❤️
21/10/2025

✨Mangal Arati Darshan Sri Dham Mayapur - October 21, 2025🪔🩷❤️
Hare Krishna 🙏❤️

✨কৃপা না চাইলেই পাওয়া যায়কিন্তু আশীর্বাদ=আশীর্বাদ চেয়ে নিতে হয়।❤️❤️
20/10/2025

✨কৃপা না চাইলেই পাওয়া যায়
কিন্তু আশীর্বাদ=
আশীর্বাদ চেয়ে নিতে হয়।❤️❤️

🌸(জয়) শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ ।শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে ...
19/10/2025

🌸(জয়) শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ ।
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। 🩷🪔

Address


Alerts

Be the first to know and let us send you an email when HARE Krishna Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HARE Krishna Bangladesh:

  • Want your business to be the top-listed Media Company?

Share