HARE Krishna Bangladesh

  • Home
  • HARE Krishna Bangladesh

HARE Krishna Bangladesh ভগবানের সত্য ধর্ম প্রচার এবং কলি জীবের মুক্তির সঠিক পথ প্রদর্শনের লক্ষ্য..
(2)

Radhastami Darshan Sri Dham Mayapur -August 31, 2025
31/08/2025

Radhastami Darshan Sri Dham Mayapur -August 31, 2025

Today Radha Madhava darshan, 30 August, 2025 🧡
30/08/2025

Today Radha Madhava darshan, 30 August, 2025 🧡

Jay Narasimhadev❤️🙏🏹
14/08/2025

Jay Narasimhadev❤️🙏🏹

Hare Krishna 🙏❤️
14/08/2025

Hare Krishna 🙏❤️

Prioritize your peace!A peaceful mind is the most important asset, nothing is more important than that.Focus on nurturin...
25/07/2025

Prioritize your peace!

A peaceful mind is the most important asset, nothing is more important than that.

Focus on nurturing relationships that uplift and respect you. Self-love, boundaries, and mental well-being are key. Know your worth, set standards, and don't settle for less.


অতনু আর নীলাঞ্জনা...দীর্ঘ আট বছরের প্রেম বসন্ত পেরিয়ে ... বাড়ির অমতে বিয়ে করে সংসার পেতেছিল। অতনুর জ্যোতিষ মামা বলেছিলেন...
25/07/2025

অতনু আর নীলাঞ্জনা...দীর্ঘ আট বছরের প্রেম বসন্ত পেরিয়ে ... বাড়ির অমতে বিয়ে করে সংসার পেতেছিল। অতনুর জ্যোতিষ মামা বলেছিলেন এ বিয়ে নাকি একবছর ও টিকবে না। দুই জনের রাশি আর নক্ষত্রের অবস্থান নাকি তীব্র সংঘাতের।

দশ মাসের সংসার জীবনের মধ্যে প্রথম দুই মাস মধুময় ছিল। ধীরে ধীরে অজানা দ্বন্দ্ব আর অর্থহীন ভুল বোঝাবুঝি( হয়তো মনে বাসা বাঁধা না মানা জ্যোতিষবিধান) গ্রাস করলো প্রেম কে।

আজ তারা দুজনেই কোর্টে একে অপরকে দেওয়া মিউচুয়াল ডিভোর্সের ফাইলে সই করলো। শেষে দুজনেই কোর্টের গেটে পৃথক গন্তব্যের বাসের জন্য অপেক্ষারত। কাছেই কোথাও সেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে। মাইকে একের পর এক রবীন্দ্র সঙ্গীত বেজে চলেছে ... দুজনের কাছেই আজ যেন সেই প্রিয় গান গুলি বড্ড অস্বস্তিকর।

এমনি সময়ে বছর আশির এক অশীতিপর বৃদ্ধ এসে নীলাঞ্জনা কে বলল - মা , দুটো পয়সা দেবে? বউ টা দুই দিন হলো কিছু খায়নি...বিশ্বাস করো মা....আমার খিদে লাগেনা...কিন্তু ওর খিদে টা আমি সইতে পারিনা কিছুতেই।

এই শুনে অতনু বলল - আপনার বাড়ি কোথায়?
বৃদ্ধ বললেন - বাড়ি হালিশহর বাবা! তিন দিন আগে, ছেলে আর বউমা ঘর থেকে বের করে দিয়েছে। ট্রেন চেপে কলকাতায় এসেছি। যদি কোন কাজ পাই। বুড়ো মানুষ বলে কেউ কাজ দিচ্ছে না...বাবা। এদিকে পকেটে যে কটা সামান্য টাকা ছিল সব শেষ। দুই দিন ঐ গাছতলাতেই আছি। দেবে বাবা..!কটা টাকা..? বেশী না দশ টা টাকা দিলেই হবে।

বৃত্তান্ত শুনে নীলাঞ্জনা ছুটে গিয়ে বেশ কটা কচুরি আর তরকারি কিনে ঐ গাছ তলায় বৃদ্ধার কাছে গেল। সঙ্গে বৃদ্ধ আর এক বোতল নতুন জলের বোতল হাতে অতনু।

নীলাঞ্জনা আর অতনু ঠায় দাঁড়িয়ে। হাঁ করে দেখছে অমূল্য প্রেমের ইতি কথা...

দুজনেই তাদের কাঁপা কাঁপা হাতে দুজন কে খাইয়ে দিতে ব্যস্ত। একজন আঁচল দিয়ে অন্য জনের ঘাম মুছিয়ে দেয়,তো আরেকজন আরেকজনের ধরে জল খাইয়ে দেয়। পথে ধারের বটবৃক্ষতলে যেন অকাল প্রেমের স্বর্গ নেমে এসেছে...

অতনু ওর চেনা এক বন্ধুর মারফত একটা বৃদ্ধাশ্রমে ফোনে যোগাযোগ করলো। ট্যাক্সি নিয়ে দুজনে মিলে বৃদ্ধ দম্পতিকে নিয়ে ঐ বৃদ্ধাশ্রমের উদ্দেশে রওনা হলো। অতনু আর নীলাঞ্জনা এত কর্মকাণ্ডের মধ্যে ভুলেই গেছে যে একটু আগেই ওদের ডিভোর্স হয়ে গেছে। অবশেষে তারা "শেষের খেয়া" নামক বৃদ্ধাশ্রমে এসে পৌছালো। দুই বৃদ্ধ- বৃদ্ধাকে নিজেদের দায়িত্বে সেখানে স্থিত করার পর ওরা যখন বেরোতে যাবে...সেই বৃদ্ধ টি হেসে বললেন - অনেক অনেক বছর এভাবেই একসঙ্গে থেকো তোমরা ... খুব আর খুব খুশি তে থেকো বাবা !!...খুব ভালো থেকো মা..!!

বৃদ্ধাশ্রমের বাইরেও কাছেই কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে...যথারীতি এখানেও সেই রবি ঠাকুরের গান ই বাজছে।।

অতনু, নীলাঞ্জনা কে বলল - বলছি ডিভোর্সের পর সেই বউকে যদি না ছাড়তে চাই তাহলে কি আবার নতুন করে বিয়ে করতে হবে?

নীলাঞ্জনা - আইন তো তাই বলে শুনেছি।
অতনু - যাবে নাকি ?
নীলাঞ্জনা - কোথায়?
অতনু - রেজিস্ট্রি অফিসে !
কেঁদে জড়িয়ে ধরলো অতনু কে....কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় অতনুর সাদা শার্ট টা খামচে বলল - এখন একমাস তো নোটিশ দিয়ে অপেক্ষা করতে হবে। থাকবো কোথায়?

অতনু আলতো করে নীলাঞ্জনার মুখটা তুলে বলল - নিজের বউ কে নিয়ে নয় একটা মাস লিভ টুগেদার ই করলাম। কি...! আপত্তি নেই তো..!

নীলাঞ্জনা - আর তোমার জ্যোতিষ মামা?
অতনু - আরে ধুর, মামা তো বলেইনি যে আমার দুই খানা বিয়ে আছে। তাই ঐ বিধান এমনিও মানি না ।

অতনু আর নীলাঞ্জনা ট্যাক্সি ডেকে রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য উঠে বসলো। ট্যাক্সি স্টার্ট দিলো...ব্লাড ডোনেশন ক্যাম্পের থেকে ভেসে আসছে শ্রীকান্ত আচার্যের গাওয়া গান টা ...

"" চির সখা...হে...
ছেড়ো...না....মোরে....ছেড়ো ....না...""❤

*সংগৃহীত পোস্ট*

‎আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম, একদিন পূর্ণ হবো; ভেবেছিলাম, সব পাওয়া হবে।...
24/07/2025

‎আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে,
এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।
ভেবেছিলাম, একদিন পূর্ণ হবো; ভেবেছিলাম,
সব পাওয়া হবে।

‎কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-
আমি ফাঁকা, আমার ভেতর শুন্যতার গর্জন।
যা কিছু জড়ো করেছি,
সবই মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই বিলীন।

‎আমি শুধু এক অস্তিত্বহীনউপমা-
নামহীন, রূপহীন, শূন্যতায় গড়া।

‎✍️✍️
‎মাহবুব সরদার সবুজ

“ও বাঁচলেই আমার বাঁচা’…” — কিডনি দান করে স্বামীর প্রাণ বাঁচালেন স্ত্রী, ঝিনাইদহের হার না মানা ভালোবাসার এক নিঃশব্দ কাব্য...
03/07/2025

“ও বাঁচলেই আমার বাঁচা’…” — কিডনি দান করে স্বামীর প্রাণ বাঁচালেন স্ত্রী, ঝিনাইদহের হার না মানা ভালোবাসার এক নিঃশব্দ কাব্য…

ছবির এই মুখ দুটি শুধু এক দম্পতির নয়, এ যেন দুটি আত্মার একতান।
এই প্রেমে নেই কোনো শাড়ি-সুট, নেই কোনো ফিল্টার, নেই কোনো লোকদেখানো প্রতিজ্ঞা।
এই প্রেম জীবনের মতই কাঁচা, রক্তের মতোই গভীর — মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে ফিরিয়ে আনার এক অকুণ্ঠ সাহসের নাম।

ঘটনাস্থল: হরিশপুর, হরিণাকুণ্ড, ঝিনাইদহ।
সাধারণ এক দম্পতি — রাশিদুল ইসলাম ও তাঁর স্ত্রী।
অর্থ নেই, ঐশ্বর্য নেই, কিন্তু ছিল অটুট একটি জিনিস—ভালোবাসা।
হঠাৎ করেই ছায়া নামে জীবনে।
রাশিদুল জানতে পারেন, উভয় কিডনি বিকল।
বাঁচতে হলে কিডনি প্রতিস্থাপন ছাড়া উপায় নেই।
কিন্তু কিডনি কেনার সামর্থ্য? সেটা তো বহু দূরের স্বপ্ন।

ডাক্তার জানালেন — স্ত্রীর কিডনির সঙ্গে মিল রয়েছে।
বাঁচাতে পারবেন তিনি… তবে দিতে হবে নিজের একটা কিডনি।
এখানেই শুরু হয় এক নারীর জীবনের কঠিনতম সিদ্ধান্ত —
নিজের অঙ্গ দিয়ে জীবন ফিরিয়ে দেওয়া, নিজের প্রিয় মানুষটিকে।

তিনি থামেননি, ভয় পাননি, পিছু হটেননি।
হাসিমুখে এগিয়ে এসেছেন, শুধু একটি প্রার্থনা মনে —
"ও বাঁচুক, আমি আর কিছু চাই না।”

অপারেশন সফল।
স্বামীর চোখে জল — স্ত্রীর মুখে শান্তির হাসি।
সেই হাসিটাই যেন বলে দিল —
“আমি বাঁচাতে পেরেছি, আমি সত্যিই ভালোবাসি।”

আজ, যখন সমাজে একটু মতের অমিলেই ভেঙে পড়ে সংসার,
একটু ঝগড়াতেই উঠে যায় তালাকের প্রশ্ন,
তখন রাশিদুলের স্ত্রী হয়ে ওঠেন সময়ের এক নতুন সংজ্ঞা —
ভালোবাসার এক জীবন্ত উদাহরণ।

আজ তাঁরা দু’জনই সুস্থ আছেন। কিন্তু তাঁদের গল্পটি শুধুই তাঁদের নয়।
এটি এক বার্তা —
ভালোবাসা মানে শুধু ‘একসাথে থাকা’ নয়,
ভালোবাসা মানে ‘একজনের জন্য নিজের অঙ্গটুকুও হাসিমুখে দিয়ে দেওয়া।’

এই প্রেম সিনেমার পর্দায় নয়, বাস্তবের মাটিতে জন্ম নেয়।
এই ভালোবাসা দেখলে, চোখ ভিজে ওঠে, বুকটা হিম হয়ে যায়।
এই সম্পর্কেই লুকিয়ে থাকে আসল ‘সাথ’ আর ‘প্রাণের টান’।

স্যালুট আপনাকে বোন। আপনি শুধু একজন স্ত্রী নন, আপনি আশীর্বাদ।
রাশিদুলের জীবনে আপনি কিডনি নয়, ‘নতুন জীবন’ দিয়েছেন।

শুভ কামনা রইল এই অনন্য দম্পতির জন্য।
আপনাদের ভালোবাসা হোক আগামী প্রজন্মের প্রেরণা।

DARSHAN 26-06-2026
26/06/2025

DARSHAN 26-06-2026

এই ছবিটা Beijing University of Science and Technology এর গ্রাজুয়েশন অনুষ্ঠানের৷ এখানে একজন ছাত্রী শিক্ষার্থী প্রতিনিধি হ...
24/06/2025

এই ছবিটা Beijing University of Science and Technology এর গ্রাজুয়েশন অনুষ্ঠানের৷ এখানে একজন ছাত্রী শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে বক্তব্য দিচ্ছেন কমেন্টসমেন্টে ।

হঠাৎ সামান্য করে বৃষ্টি শুরু হলে একজন অধ্যাপক এবং শিক্ষক নেতা ছাতা ধরেন ছাত্রীর মাথার উপর এবং পুরো বক্তব্যের সময়টাতে তিনি ছাতা ধরে ছিলেন।

শিক্ষকদের মন হতে হয় আকাশ সমান উদার। একজন ভাল শিক্ষক হাজার হাজার ভাল এবং দক্ষ মানুষ তৈরি করতে পারেন।

চীনে পড়াশোনা করার কারণে অনেক Professor এর এমন আচরণ দেখেছিলাম মাঝে মধ্যে চিন্তা করতাম এরা এতো High Profile হওয়ার পরেও এদের মধ্যে বিন্দু মাত্র ইগো নেই। ❤️💙

Address


Alerts

Be the first to know and let us send you an email when HARE Krishna Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HARE Krishna Bangladesh:

  • Want your business to be the top-listed Media Company?

Share