Bangladesh Crisis 2.0

Bangladesh Crisis 2.0 লাইক কমেন্ট করে
আমাদের সাথেই
থাকুন

Mash
24/07/2025

Mash

Did You Know? 🤯
The iconic IPL logo was inspired by a shot played by Mashrafe Mortaza during the 2007 World Cup! 🔥

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন পাইলট তৌকির আহমেদের স্ত্রী। তিনি আরো বলেন আমাদের বিয়ের মাত্র ছয় মাস হয়েছে সংসার কি তা বু...
24/07/2025

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন পাইলট তৌকির আহমেদের স্ত্রী।

তিনি আরো বলেন আমাদের বিয়ের মাত্র ছয় মাস হয়েছে সংসার কি তা বুঝে ওঠার আগেই সে চলে গেছে, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আপনারা ক্ষমা করলে হয়তো সে বেহেস্ত চলে যেতে পারবে।

কিশোরগঞ্জ মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী নুসরাতের বিয়ের বর পছন্দ না হওয়ায় ঘরের চালে উঠে যায়।অনেক জোরাজুরি করে ত...
23/07/2025

কিশোরগঞ্জ মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী নুসরাতের বিয়ের বর পছন্দ না হওয়ায় ঘরের চালে উঠে যায়।
অনেক জোরাজুরি করে তাকে নামানোর চেষ্টা করা হয়।

ভিউয়ের নতুন রেকর্ড গড়েছে ‘তুফান’ সিনেমার  ‘দুষ্টু কোকিল’ গানটি। চরকি ও এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে মিলিয়ে গানটির মোট ভিউ ছ...
23/07/2025

ভিউয়ের নতুন রেকর্ড গড়েছে ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি। চরকি ও এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে মিলিয়ে গানটির মোট ভিউ ছাড়িয়ে গেছে ৫০০ মিলিয়ন, অর্থাৎ ৫০ কোটি।

এক বছরের মধ্যে, শুধু চরকির ইউটিউব চ্যানেলেই ভিউ প্রায় ৩৪ কোটি ৯৯ লাখ ৪৮ হাজারের বেশি; অন্যদিকে এসভিএফ-এর চ্যানেলে ছাড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ।

কম সময়ে ইউটিউবে দুই বাংলার কোনো সিনেমার গানে এমন সাড়া খুব কমই দেখা গেছে। এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

23/07/2025

আগে সরকার চাপ দিত, মানুষ পোস্ট ডিলিট করত।
এখন মানুষ চাপ দেয়, সরকার পোস্ট ডিলিট করে।

পুরান ঢাকার মিটফোর্ডের দৃশ্যটি চোখের পানি ধরে রাখতে পারিনি।আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। এরা কতটা জানোয়ার, আল্লাহু ...
11/07/2025

পুরান ঢাকার মিটফোর্ডের দৃশ্যটি চোখের পানি ধরে রাখতে পারিনি।

আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। এরা কতটা জানোয়ার, আল্লাহু আকবার। সে কোন দলের তা মুখ্য বিষয় নয়, সে অপরাধী। ফুটেজে চেহারা স্পষ্ট। দ্রুত আইনের আওতায় আনা হোক। নির্লজ্জ জাতি আমরা। ধিক্কার রাজনীতি!!

তোদের কতো টাকা চাঁদা লাগে বল?ভিক্ষা করে এনে দেব তাও!শুধু অনুরোধ—উলঙ্গ করে পাথর মে*রে মানুষ হ*ত্যা করিস না।বুকের উপর নাচি...
11/07/2025

তোদের কতো টাকা চাঁদা লাগে বল?
ভিক্ষা করে এনে দেব তাও!
শুধু অনুরোধ—
উলঙ্গ করে পাথর মে*রে মানুষ হ*ত্যা করিস না।
বুকের উপর নাচিয়ে বর্বরতার উৎসব করিস না।

এই বুনো নৃশংস শু*য়োরদের
প্রকাশ্যে ফাঁসি না হওয়া পর্যন্ত—
তোদের নেতা আর সরকারকে
ঘৃ*ণা গিলেই বাঁচতে হবে! ছিঃ..

#মানবতা #বিচারচাই #বর্বরতা_বন্ধ_হোক #নৃশংসতা

08/07/2025

কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, ফেণী, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী, মাদারীপুর, চাঁদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, ২৪ পরগনা, দীঘা, বারাসত, কলকাতা, ও এর পার্শ্ববর্তী এলাকা দিয়ে চলা মাঝারি থেকে ভারি বর্ষণ কিছুটা বিরতি সহ অব্যাহত থাকতে পারে আগামী ১০ ই জুলাই পর্যন্ত।

এর পর টানা বৃষ্টির পরিমাণ অনেক কমে এসে নিয়মিত বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত কিছু বৃষ্টির সম্ভাবনা থাকছে ১৮ ই জুলাই পর্যন্ত। ©️

Irfan Sajjad  এই সালাও দিন দিন বাদাইম্মা হয়ে জাইতাছে
24/06/2025

Irfan Sajjad এই সালাও দিন দিন বাদাইম্মা হয়ে জাইতাছে

24/06/2025

কা'তা'র হলো পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশ। সে আ'মেরি'কাকে ঘাঁটি দেয়,তালেবানদের অফিস দেয়,হামাসকে ঘর জামাই বানায়, আবার মো'সা'দের কাছে বাড়ি ভাড়া দেয়, সৌদির সাথে জোটবদ্ধ কিন্তু ইরানেরও বেস্ট ফ্রেন্ড।

শয়তান,ফেরেশতা,জ্বিন,ইনসান,সবার এখানে সহবস্থান 😅

সাকিব খান কেনো Award পায়না জানেন?কারন সাকিব খান এই সব Award আনতে যায়না।বর্তমান Award আর গুলিস্তানের  Product একি কথা। দু...
17/05/2025

সাকিব খান কেনো Award পায়না জানেন?
কারন সাকিব খান এই সব Award আনতে যায়না।
বর্তমান Award আর গুলিস্তানের Product একি কথা।
দুইটাই স*স্তা 🤮।

যে যাকে পারে Award দিচ্ছে। আজকাল টিকটকারও Award পায়।

যারা বলতেছেন ''জনগণ ভোটাধিকার চায়'' তারা ওই 'জনগণ' এর লিস্ট থেকে আমাকে বাদ দিয়েন। আমি এখন ভোট চাইনা আমি আপাতত ড.ইউনুস সা...
29/03/2025

যারা বলতেছেন ''জনগণ ভোটাধিকার চায়'' তারা ওই 'জনগণ' এর লিস্ট থেকে আমাকে বাদ দিয়েন। আমি এখন ভোট চাইনা আমি আপাতত ড.ইউনুস সাব কেই চাই! ❤️

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Crisis 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share