Rifat Sarkar

Rifat Sarkar Graphic Design

সিরাজ উদ্দিন খান স্কুল এ্যান্ড কলেজ এর ১ যুগ পূর্তি উপলক্ষ্যে ২৯শে ডিসেম্বর, ২০২২ইং রোজ- বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে প্র...
30/12/2022

সিরাজ উদ্দিন খান স্কুল এ্যান্ড কলেজ এর ১ যুগ পূর্তি উপলক্ষ্যে ২৯শে ডিসেম্বর, ২০২২ইং রোজ- বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।

16/12/2022

মহান বিজয় দিবস উপলক্ষে,
চিত্র অঙ্কন প্রতিযোগিতায়
স্থান:-সিরাজ উদ্দিন খান স্কুল এন্ড কলেজ।

এটাই বাস্তবতা।
07/11/2022

এটাই বাস্তবতা।

05/11/2022

চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না ইনশাআল্লাহ,এই রকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান...!

02/11/2022

শতভাগ সত্য কথা

দুইজনেই চেয়েছিল পোশাকের স্বাধীনতা,কেউ পেয়েছে সম্মান আর কেউ পেয়েছে তিরস্কার। #এটাই বাস্তবতা
15/09/2022

দুইজনেই চেয়েছিল পোশাকের স্বাধীনতা,
কেউ পেয়েছে সম্মান আর কেউ পেয়েছে তিরস্কার।
#এটাই বাস্তবতা

10/09/2022

প্রতিটা সাফল্যের পিছনে একটি গল্প থাকে

No situation is permanent...(-কোন পরিস্থিতিই স্থায়ী নয়-)...!
09/09/2022

No situation is permanent...(-কোন পরিস্থিতিই স্থায়ী নয়-)...!

04/09/2022

ব্যাকরণে ফাঁকি দিয়েছি বলে,এখন মনের "ভাব" প্রকাশ করতে পারি না।

ধৈর্য ধরো,যেটা তোমার জন্য বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে,ইনশাল্লাহ🥀♥️...।
30/08/2022

ধৈর্য ধরো,যেটা তোমার জন্য বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে,ইনশাল্লাহ🥀♥️...।

আশা!হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানি...
16/08/2022

আশা!
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা পাত্রে, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন তেমনিভাবে, ছেড়ে দেয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে ১৫ মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়।
ডুবে যাওয়ার মুহুর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেয়া হয়।

এবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিলো? কী মনে হয়?
৫ মিনিট ? ১০ মিনিট ? ১৫ মিনিট ? আধা ঘন্টা ? এক ঘন্টা ?

দ্বিতীয়বারেই ইঁদুরগুলো ৬০ ঘন্টা ভেসে ছিলো, জ্বি ঠিক পড়ছেন৷ ৬০ ঘন্টা!!
ইঁদুরগুলো আগেরবার উদ্ধার পেয়ে যাওয়ায় এটা বিশ্বাস করে নিয়েছিলো, এবারো উদ্ধার পেয়ে যাবে। তাই ছটফট করেনি, এনার্জি লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার।

যদি ইঁদুরেরা আশার কারণে ১৫ মিনিট থেকে ৬০ ঘন্টা ভেসে থাকে, তাইলে ভাবুন,
আমরা কী না করতে পারি! আশা হারাবেন না।
(সংগৃহিত পোস্ট)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share