দোয়া

দোয়া যদি কখনো কাওকে অনুসরণ করতে চাও তাহলে রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নত অনুসরণ করো। দেখবে জীবন পরিবর্তন হবে।
(1)

17/10/2024
29/03/2024

রমজান মাসের জন্য অতি উত্তম একটি পোস্ট:
বনী ইসরাইলের একটা ঘটনা:
💬তখন হযরত মুসা (আঃ)এর যামানায়,
এক বৃদ্ধ মহিলার একটি বাচ্চা মারা গেল।

সেই দুঃখে বৃদ্ধ মহিলা কাঁদতে লাগলো।
তখন বৃদ্ধ মহিলাকে মুসা (আঃ) বললেন,
তুমি কাঁদছো কেন ?

তখন উত্তর দিলেন, আমার বাচ্চাটি মারা গেছে এজন্য কাঁদছি"

তখন মুসা (আঃ) বললেন বাচ্চাটির বয়স কত?

বৃদ্ধ মহিলা উত্তরে বললেন ৩৫০ বছর।

মুসা (আঃ) বললেন তোমার এই বাচ্চাটি ৩৫০ বছর জীবিত ছিল, কিন্তু এমন এক যামানা আসবে সেই যামানার নবীর উম্মত মাত্র ৬০ বছর থেকে ৭০ বছর বাঁচবে।আর সেই নবী হলেন হযরত মুহাম্মদ (সা:)।

তখন বৃদ্ধ মহিলা অবাক হয়ে বললেন, তারা বালেগ হবে?

মুসা( আঃ )বললেন তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে ও সন্তান হবে।

বৃদ্ধ মহিলা পূনরায় প্রশ্ন করলেন তারা এই সামান্য সময়ে কি ভাবে নেকী ও সওয়াব অর্জন করবে?

তখন মুসা (আঃ) বললেন ,তারা এতো নেকী ও সওয়াব অর্জন করবে যে তাদের নেকী যদি আমাদের নেকীর উপর রাখা হয়, তাহলে আমাদের নেকীর কোন নিশানাও থাকবে না।

শুধু তাদের নেকী দেখা যাবে।কারন উম্মতে মোহাম্মদীকে আল্লাহ এমন একটি মাস দিবেন, যে মাসের নাম রমজান মাস।

যে মাসে একদিন ইবাদত করলে ৮৩ বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে। তাহলে তারা যদি এমন একটি মাস পায় হিসাব করলে আমাদের কোন নেকী তাদের সমান হবে না।

"আল্লাহ তা'আলা আমাদেরকে রমজান মাসের রোজা এবং পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন আমীন।

27/03/2024

মানুষের চাহিদা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। আজ মানুষ যা চায়, সময়ের দাবী মেটাতে কাল সেই চাহিদা ভিন্ন হয়ে যায়।

আপনি বিয়ের সময় নিজের জন্য শুধুমাত্র 'স্ত্রী' খোঁজেন। কিছুদিন পর যখন সন্তান জন্ম নেয়, তখন আপনি আশা করেন ঐ 'শুধুমাত্র স্ত্রী' যেনো ভালো মা হয়ে ওঠে। আপনার সন্তানকে ভালোভাবে তরবিয়ত দেয়।

কিন্ত আপনার এই আশা পূরণ হয় না। সন্তান ৫ টা সূরাহ ভালোভাবে শুদ্ধ করে শেখে না, সন্তান নবী (সা.) জীবনের সাধারণ ঘটনাবলী গুলাও জানে না, ইসলামের ইতিহাসের ৫ টা বীরের নাম সন্তান জানে না, সন্তানের উত্তম পরিচর্যা ও সুন্দর বিকাশ হচ্ছে না। কিভাবে হবে? সন্তানের মা নিজেই এগুলো জানে না। সে নিজেই গাফেল দ্বিন থেকে।

তখন আপনার মনে হয়, 'সন্তানের মা হিসেবে আপনার স্ত্রী ভালো না'। যখন রান্না ভালো হয় না, তখন আপনার পরিবারের নিকট মনে হয় 'রাধুনী হিসেবে এই মেয়ে ভালো না'। যখন আপনার বিপদে কথা দিয়ে দুইটা সাহস জোগানোর সময় আসে, তখন আপনার মনে হয় 'বন্ধু হিসেবে এই মেয়ে ভালো না।'

বিভিন্ন পরিস্থিতিতে আপনার চাহিদা পরিবর্তন হয়, আর উক্ত মেয়ের ত্রুটি বেড় হতে থাকে। ফলে সংসারে কথা-কাটাকাটি হয়, অশান্তি হয়, বিচ্ছেদ ঘটে, নয়তো মেনে নিলে জাহেল একটা পরিবার জোটে।

দোষ কার? মেয়ের? না একদমি না। দোষটা আপনার। যখন আপনি বিয়ে করতে গিয়েছিলেন তখন শুধুমাত্র নিজের জন্য 'স্ত্রী' তালাশ করেছেন। শুধুমাত্র স্ত্রী তালাশ করতে আপনার যা যা চাহিদা গুরুত্ব পেয়েছে আপনি তাতেই সন্তুষ্ট থেকেছেন। সুন্দর অবয়ব, গোলগাল শরীর, সাদা চামড়া, পাতলা কোমর, নেকা কন্ঠ ইত্যাদি ইত্যাদি। তখন আপনি একবারের জন্যেও ভাবেননি যে এই পাতলি কোমর আমার সন্তানের মা হিসেবে কেমন হবে। পরিবারের কঠিন সময়ে আমার বন্ধু হিসেবে কেমন হবে। অতএব দোষটা আপনার।

বিয়ে করতে গিয়ে নিজের জন্য 'স্ত্রী' খোঁজা বাদ দিন। সন্তানের জন্য 'মা' খুজুন। স্ত্রী উভয় সুরতেই পেয়ে যাবেন আপনি। কিন্তু আপনার সন্তান 'মা' বলতে যা বোঝায়, তা উভয় সুরতে পাবে না।

উম্মাহর এখন পাতলি কোমরের সুন্দর অবয়বের নেকা কন্ঠের স্ত্রী দরকার নেই। উম্মহার এখন দরকার এমন মায়েদের, যাদের রত্নগর্ভ হতে খালিদ বিন ওয়ালিদ, আইউবি, আলীদের আবির্ভাব ঘটবে।

©️ইখলাস

24/03/2024

🤏চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।
১) আপনি যখনি রাসূল (ﷺ) এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (ﷺ) কে গিয়ে আপনার নাম বলে।
হ্যাঁ, স্বয়ং রাসূল (ﷺ) কে আপনার "নাম" বলে।
২) রাসূল (ﷺ) এর প্রতি একবার সালাম পাঠালে; স্বয়ং আল্লাহ, হ্যাঁ স্বয়ং আল্লাহ আপনার উপর ১০ বার সালাম পাঠান।
৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দু'আ নাও করেন।
৪) আপনি তার প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার রক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তার প্রিয় সাহাবীদের পিটিয়ে হত্যা করা হয়েছিল।
__________সাথে যোগ করুন অবিরত ইস্তেগফার এবং দু'আ ইউনুস।

24/03/2024

"এক আল্লাহ'ওয়ালা ব্যক্তি ছিলেন। যখনই গাড়িতে চড়তেন, খুব বেশি বেশি করে ইসতিগফার করতেন। তাকে জিজ্ঞেস করা হলো,
— 'আপনি গাড়িতে এত বেশি ইস্তেগফার করেন কেন'?

— গাড়ি এক্সিডেন্টও কিন্তু এক প্রকার আজাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন- وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمۡ وَهُمۡ یَسۡتَغۡفِرُون
আর আল্লাহ তাদেরকে ইস্তেগফার করা অবস্থায় আজাব দেবেন না। (সুরা আনফাল : ৩৩)

🌸🥀___সুবহানআল্লাহ___🖤🌸

নোট : যান্ত্রিক এই জীবনে আমাদের ঘন ঘন গাড়ি চড়তে হয়। বলা যায় না, কখন কোনো দুর্ঘটনা ঘটে যায় কি না। ইয়াকিনের সাথে এ কথাটির ওপর তো আমল করতেই পারি।"💚

18/03/2024

— রাত যতই দীর্ঘ হোক না কেনো...!
__ ফজর অবশ্যই আসবে__

— তোমার বয়স যতই দীর্ঘ হোক না কেনো..!
___কবরে এক দিন যেতেই হবে____

— প্রতিদিন তুমি মসজিদে নামাজ পড়তে না গেলেও..!!
___একদিন তোমাকেই মসজিদেই নিয়ে যাওয়া হবে___
___ তোমার জানাযার নামাজ পড়ার জন্য.!!

— প্রতিদিন তুমি নিজে যতই গোসল কর না কেনো__
___একদিন অন্যরা তোমাকে ঠিকি গোসল করাবে...

— প্রতিদিন তুমি যতই নিজে সাজগোছ করো না কেনো..!!
___ একদিন অন্যরা তোমাকে সাজাবে.!!

— প্রতিদিন তুমি বাড়ি থেকে বের হও দাঁড়ানো অবস্থায়..!!
__একদিন শোয়া অবস্থায় তোমাকে এই বাড়ি
থেকে বের হতে হবে.!!

★★হে দয়াময় আল্লাহ★★
ততক্ষন পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিবেন না,,, যতক্ষন না আপনি আমার
গুনাহ খাতা মাফ করে,, আমার উপর সন্তুষ্ট হয়ে যান.!

___(আমিন)__

10/03/2024

একটা সাংবাদিক রিপোর্ট দেখেছিলাম যেখানে স্কুল পড়ুয়া কিছু কিশোর তরুণদের জিজ্ঞেস করা হয়েছিল তাদের জীবনের আদর্শ কে? কাদেরকে অনুসরন করে তারা তাদের জীবনকে সাজাতে চায়? কেউ কেউ বিভিন্ন কবি সাহিত্যিকদের নাম বলেছিল, কেউবা ফিল্মস্টারদের নাম বলেছিল, কেউবা বিভিন্ন ক্রিকেটারদের নাম বলেছিল। যারা ছিল এই দুনিয়ার সেলিব্রেটি। তাদের উপরের অংশটা যশ খ্যাতির কারনে চকচক করে কিন্তু তাদের ভেতর অংশটা ফাকা যা থেকে শিক্ষাগ্রহণ করার সামান্য অংশটুকু নেই।
কেউ
🔷নূহ আ: এর মতো হতে চায় না, যিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। ৯০০ বছরের অধিক সময় দাওয়াতি কাজ চালানোর পরেও , নিজ গোত্রের কাছে প্রচন্ড অত্যাচার নির্যাতন সহ্য করে তার দাওয়াতি কাজ চালিয়ে যান যদিও সামান্য কিছু লোকই তার ডাকে সাড়া দিয়েছিলেন।
কেউ
🔷ইব্রাহীম আ: এর মতো হতে চায় না, অগ্নিকুন্ডে নিক্ষেপ করার সময় ও যিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন।নিজ পিতা মুশরিক হওয়া সত্বেও যিনি সঠিক দ্বীনের উপর অবিচল ছিলেন।
কেউ
🔷ইউসুফ আ: এর মতো সচ্চরিত্রবান হতে চায় না, বাদশাহর স্ত্রী অসৎ কর্মের আদেশ দিলেও যিনি নিজ চরিত্রকে হেফাজত করেছিল, এবং আল্লাহর উপর ভরসা করে যিনি বন্ধ দরজার দিকে দৌড় দিয়েছিলেন।
কেউ
🔷মুসা আ: এর মতো হতে চায় না, সমুদ্রের কাছে এসে নিশ্চিত মৃত্যু সামনে দেখে যিনি শুধু আল্লাহর উপর বিশ্বাস করেছিল, তার উপরেই ভরসা করেছিল।
কেউ
🔷খালিদ ইবনে ওয়ালিদ কিংবা উমার রা: এর মতো চায় না, যারা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো কঠোর । যারা ছিলেন শত্রুপক্ষের জন্য ত্রাস সৃষ্টিকারী।
কেউ
🔷রাসুল সা: এর মতো হতে চায় না। যিনি ছিলেন সচ্চরিত্রবান, ধৈর্যশীল, নিষ্ঠার প্রতীক। মাথার রক্ত পায়ে জমাট বাধলেও যিনি তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোআ করেছিলেন।
,
আমরা মুসলিম যারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমাদের উচিত নয় কোন কাফির মুশরিকদের অনুসরণ করা। তারা সাপের গর্তে ঢুকলে আমরা কেন সেদিকে যাব। তাদের বৈশিষ্ট্যই সেটাই। আর আমাদের বৈশিষ্ট্য আমরা অনুসরণ করব আমাদের মহামানবদের যারা ছিলেন সুপথপ্রাপ্ত।
,
"অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না অথচ তারা সুপথপ্রাপ্ত। (সুরা ইয়াসিন :২১)

09/03/2024

⭕ রমাদানুল মোবারকের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছি আমরা, জানি না নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারবো কি না... তাই আসুন এখন থেকেই দোয়া এবং এস্তেগফারের পরিমানটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, একটু চোখের পানি ফেলে মালিকের কাছে ক্ষমা প্রার্থণা করি। আমাদের মালিক তো মহান ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন ইন শা আল্লাহ 💝✅

«اَسْتَغْفِرُوا اللهَ اللَّذِى لَا اِلَهَ اِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ»

উচ্চারণঃ- “আসতাগফিরুল্ল-হাল্লাযি লা- ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বইয়্যুম ওয়া আতুবু ইলাইহ”।

07/03/2024

জয়না বাজার কেন্দ্রীয় জামে মসজিদ দারুল উলুম মাদ্রাসা। বার্ষিক ওয়াজ মাহফিল

Address

Gazipur
1745

Alerts

Be the first to know and let us send you an email when দোয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share