Lipi Akter ツ

Lipi Akter ツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lipi Akter ツ, Digital creator, Dhaka, Gazipur.

আমি একটু অসুস্থ সবার কাছে দোয়া প্রার্থি😩😭
15/09/2023

আমি একটু অসুস্থ সবার কাছে দোয়া প্রার্থি😩😭

১৮+ বা ১৮- সবারই গল্পটা পড়া উচিৎমাঝ রাতে যখন বউয়ের আদর পেতে মন চাইছে, বউ তখন ঘুমে বিভোর। কি করি ডাকবো? ওর ঘুমটা ভাঙাবো? ...
05/09/2023

১৮+ বা ১৮- সবারই গল্পটা পড়া উচিৎ

মাঝ রাতে যখন বউয়ের আদর পেতে মন চাইছে, বউ তখন ঘুমে বিভোর। কি করি ডাকবো? ওর ঘুমটা ভাঙাবো?
কিন্তু আমার যে খুব মন চাইছে, না ডেকে ওকে চুমু দিয়ে আমি হালকা আদর করতে লাগলাম, খেয়াল করলাম ও একটু নড়ে উঠছে মানে ওর ঘুমটাও পাতলা হয়ে গেছে,
আমি আদরের মাত্রা আর একটু বাড়ায় দিলাম, নতুন বিয়ে করেছি আদর ছাড়া কি থাকা যায়। বউ (শশী) ঘুম ঘুম চোখে, কি হয়েছে আমি ঘুমাচ্ছিতো।

আমার নামম নিরব, আমি বললাম পড়ে ঘুমিও আগে আদর দাও, আমার খুব মন চাইছে।

শশীঃ হুম।

নিরবঃ ও হুম বলাতে, আমি ওর গায়ের উপর উঠে পড়লাম।

শশীঃ আরে আরে কি করছেন?

নিরবঃ কি করছি মানে, তুমিই তো বললে হুম তাই তো করছি।

শশীঃ সব কিছুতেই আপনার তাড়াহুড়া বেশি।

নিরবঃ কি তারাহুড়া করলাম, আর শোন আমায় তুমি করে বলবা, তোমার মুখে মুখে আপনি ডাক ভালো লাগে না, পর পর মনে হয়।
আমি এখন কিছু শুনবো না, ঘুম ভেঙেছে আদর নেবো।

শশীঃ হুম বলেছি তো দেবো। আগে মাঝ রাতে ঘুম ভাঙলো একটু আল্লাহর শুকুর করি, সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, ইয়া আর হামার রাহিমিন।

নিরবঃ হয়েছে, শেষ, এবার আসো শুরু করি।

শশীঃ হুম কিন্তু তার আগে দোয়া পড়তে হবে, আমার সাথে পড়ো।

নিরবঃ আদর করবো তাতে আবার দোয়া, কি শুরু করলে মাঝ রাতে আদর চেয়েছি তাই এতো বাহানা করছো?

শশীঃ না বর মশাই। যে কোন কাজ আল্লাহর নামেই শুরু করতে হয়, সব কিছুরই আলাদা আলাদা দোয়া আছে তা না পারলে অন্তত বিসমিল্লাহ বলে সব করতে হয়।

তাছাড়া সহবাসের সময় দোয়া না পড়লে, দুজনার মাঝখানে শয়তান প্রবেশ করে মজা নেয়, আর সে মিলনটাকে অবিত্র করে দেয়, তখন যে সন্তান গর্ভে আসে সে সন্তান কখনও ঈমানদার হয় না।
জেনে শুনে এ ভূল কেন করবো?
যে সম্পর্কটা জান্নাত থেকে এসেছে, যে সম্পর্ক টা পবিত্র তাকে পবিত্র রাখাই তো উচিৎ।
আসুন আমার সাথে দোয়া পড়ুন তারপর শুরু করুনঃ
""বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তনা ওয়া জান্নিবিশ শায়তনা মা রাজাকতানা""

নিরবঃ কখন থেকে মন চাইছিলো, বিয়ে করেই যেন আদর পাগলা হয়ে গেছি, তোমার আদর না পেলে ঘুমই আসতে চায় না, কেমন লাগছে??

শশীঃ হুম ভালো,

নিরবঃ কষ্ট হচ্ছে নাতো।

শশীঃ একটু লজ্জা পেয়ে ধ্যাত, এতে আবার কষ্ট হয় নাকি।

নিরবঃ ওকে তাহলে গাড়ি চলতে থাক।

শশীঃ মানে কি হুম, সারারাত চলবে নাকি।

নিরবঃ তুমি চাইলে চলতেই পারে।
শশী কিছু না বলে হেসে দিয়ে, আমায় শক্ত করে জড়িয়ে ধরলো।
কিছুক্ষন পর সেই তৃপ্তি মিললো, আহ শান্তি। আমি এখন ঘুমাই।

শশীঃ কি, কোন ঘুম চলবে না এখন।

নিরবঃ কেন আরও চাই? আর পারবো না এখন, তাইলে সকালে।

শশীঃ আদর ছাড়া আর কোন ভালো কথা নাই, আমি বলেছি যে আমার চাই।
যাও উঠে গোসল করো, দুজন তাহাজ্জুদ পড়বো।

নিরবঃ কি বলো তুমি, এখন গোসল করলে ঘুম পালিয়ে যাবে এ শাস্তি দিও না। তুমি যাও না তুমি পড়ো, আমি ঘুমাই।

শশীঃ আমার কথা না শুনলে আমি কিন্তু পানি এনে মাথায় ঠেলে দেবো!!!

নিরবঃ ধুর কি বউরে বাবা, ভালো লাগে না। মাঝ রাতে আদর চেয়ে যেন বিপদে পড়েছি বলে উঠে চলে গেলাম ওয়াসরুমে।
এসে তাহাজ্জুদ পড়লাম দুজনে, ঘুমাতে যাবো ওমনি ফজরের আজান। জানি ঘুমাতে দেবে না এখন তাই আজান শেষ করার অপেক্ষায় না থেকে, ফজর ও পড়া শুরু করলাম।
ঘুমাতে যাবো তখন বউ এখনই ঘুমাতে হবে ১০টা মিনিট তো একটু তেলাওয়াত করা যায়।

নিরবঃ দেখো সকালে আমাকে অফিস যেতে হবে এখন ঘুমাবো আর কিছু বলো না।

শশীঃ বেশ ফজরের নামাজের পর কিছু দোয়া ও আমল থাকে সেগুলো একটু পড়ো, আমি বলছি আমার সাথে পড়ো।
ওতো কিছু না হোক "আয়াতুল কুরসি" আর সূরা হাশরের শেষ ৩ আয়াতটা পড়ো।

নিরবঃ আমি ঘুম ৮ টার আগে আমার সাথে কোন কথা বলবা না।

শশীঃ হুম বুঝেছি এক সাথে হবে না, ধীরে ধীরে করাতে হবে। আমি ছোট ছোট দোয়া ও আমল গুলো করে সূরা ওয়াকিয়াহ ও আর রহমান পড়ে এবার আমিও ঘুমাতে গেলাম। ৭:৩০ টায় উঠে ওর জন্য ব্রেক ফাস্ট বানাতে গেলাম। ৮ টার এলার্ম বাজলে নিরবকে ডাকতে এলে ও আমায় টেনে বিছানায় নিয়ে গেলো, আমি কি হচ্ছে এটা সকাল সকাল।
ঘুম থেকে যে জাগতে পেরেছো তার শুকুর না করে দুষ্টুমি করছো।
ঘুম থেকে ওঠার দোয়া বলো?

নিরবঃ পারতাম চর্চা না করতে করতে ভূলে গেছি।

শশীঃ আমার সাথে বলো ""আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলায়হিন নুশুর""

যাও এবার ফ্রেশ হও খাবার দিচ্ছি
নিরব এসেই খেতে যাবে আমি হাত ধরে বসলাম

নিরবঃ কি হাত ধরলে যে খাওয়ায় দেবে?

শশীঃ জ্বী না। খাবার সামনে আসার দোয়া নাই পড়লে অনন্ত খাওয়ার আগে তো ""বিসমিল্লাহি আলা বরকাতুল্লাহ"" ও খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়বে।

নিরবঃ সরি শোনা, আসলে আমি সবই পারতাম চর্চা না করে করে সব দোয়া ভূলে গেছি। তুমি শিখিয়ে দিও আবার আমি শিখে নেবো।

শশীঃ হুম তাই তো দিতে হচ্ছে।

নিরবঃ আচ্ছা তাহলে আসি সাবধানে থেকো বলেই কপালে একটা চুমু দিয়ে চলে যাবো তখনই শশী হাত ধরে বসলো, আমি বললাম কি হয়েছে শোনা কিছু বলবে?

শশীঃ ঘর থেকে বের হবার সময় "আয়তুল কুরসি" ও "বের হবার দোয়া" পড়তে হয়, তাহলে বাইরে কোন বিপদ ঘটলে আল্লাহ তা থেকে হেফাজাত করেন।
পড়ো, ""বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ""।

নিরবঃ আচ্ছা আসি, আল্লাহ হাফেজ।

শশীঃ ফি আমান্নিল্লাহ। ২ টার দিকে নিরব ফোন দিলো।

নিরবঃ কি করো সুইট হার্ট, উম্মমমমমম

শশীঃ আসসালামু আলাইকুম, নামাজ পড়ে উঠলাম, তুমি পড়ছো?

নিরবঃ ওয়ালাইকুম আসসালাম। হুম পড়েছি।
আমাকে আবার সালাম দেওয়া লাগে নাকি।

শশীঃ কোথায় বলা আছে যে সব মানুষকে সালাম দিতে নাই। সালাম অর্থ শান্তি বর্ষিত হওয়া। যখন দুজন ব্যক্তি সালাম আদান প্রদান করে তখন তাদের মাঝে শান্তি বর্ষিত হয়। তাই সব সময় সালাম দিতে হয়ে ছোট বড় সবাইকেই।

নিরবঃ হুম, কি রান্না করছো। আমি আজ তাড়াতাড়ি চলে আসবো।

শশীঃ বলবো না কি রান্না করছি, আচ্ছা আসো সমস্যা নাই। গাড়িতে ওঠার আগে এই দোয়া টা পড়ো ""সুবহানাল্লাজি সাখখারা লানা হা-জা ওয়ামা কুননা লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্ববালিবুন""

নৌ চলাচলের সময় ""বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা গাফূরুর রাহীম""
রাখছি আল্লাহ হাফেজ।

বিকাল ৫টায় নিরব এসে কনিঙ্বেল দিচ্ছে,

অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা 🥰
04/09/2023

অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা 🥰

আমার প্রিয় মাছ 🐟 ঘুতুম মাছ
02/09/2023

আমার প্রিয় মাছ 🐟 ঘুতুম মাছ

বয়স 19 বছর এখনো একা রয়ে গেলাম 😲
18/08/2023

বয়স 19 বছর এখনো একা রয়ে গেলাম 😲

পুরুষ মানুষ আসলে কি..সে আটকায়😜
10/08/2023

পুরুষ মানুষ আসলে কি..সে আটকায়😜

আমি শান্তি খুঁজি...!💛🌼আর দুঃখ আমারে খুঁজে....!💔,
30/07/2023

আমি শান্তি খুঁজি...!💛🌼

আর দুঃখ আমারে খুঁজে....!💔,

আমি গত 30 দিনে আমার পোস্টে 1,000টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉
29/07/2023

আমি গত 30 দিনে আমার পোস্টে 1,000টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉

বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায় 🥰
14/07/2023

বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায় 🥰

আমার বিকেলগুলো বাঁচতে চায় তোমার সাথে কোন এক বসন্তের খোলা আকাশের নিচে।আমার রাতগুলো জাগতে চায় তোমার সাথে মধ্যরাতে নিরব শহর...
12/07/2023

আমার বিকেলগুলো বাঁচতে চায় তোমার সাথে কোন এক বসন্তের খোলা আকাশের নিচে।

আমার রাতগুলো জাগতে চায় তোমার সাথে মধ্যরাতে নিরব শহরের খালি রাস্তায়।

আমার সকালগুলো কাটাতে চায় তোমার সাথে স্নিগ্ধ সকালে এক কাপ চায়ে দুজনে একসাথে ভোর হওয়া দেখতে দেখতে।

আমার দুপুর গুলো উড়তে চায় ঐ কাঠফাটা রোদে তোমার সাথে ডানা মেলে ঐ নীল আকাশে।

আমার বৃষ্টির দিনগুলো তোমায় কাছে চায় ঝুম বৃষ্টিতে একসাথে কাক ভেজা হয়ে বৃষ্টিতে ভিজতে।

আমার মন খারাপগুলো তোমায় পাশে চায় প্রচন্ড মন খারাপের দিনে তোমায় শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছেমতো কাঁদতে।

আমার ছোট ছোট সুখগুলো তোমায় খুঁজে ভালোবাসার শিহরণ হয়ে তোমায় একটুখানি ছুঁয়ে দিতে।

আমার প্রত্যেকটা মুহুর্ত বাঁচতে চায় তোমার সাথে। স্বাধীনভাবে ডানা মেলে ঐ নীল আকাশে উড়তে চায়। ভরসা, বিশ্বাস, ভালোবাসা, স্বাধীনতা আর ছোট ছোট সুখগুলোকে নিয়ে ছোট্র একটা জীবন একসাথে কাটাতে চায়!♡︎

জীবনে এমন একজন মানুষ আসুক ❣️যে কিনা আমাকে পেয়ে আর কাউকে পাওয়ার আশা করবে না.!🖤
08/07/2023

জীবনে এমন একজন মানুষ আসুক ❣️
যে কিনা আমাকে পেয়ে আর কাউকে পাওয়ার আশা করবে না.!🖤

সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করিকারণ জীবনে বেঁচে থাকার জন্য হাঁসি খুশি থাকাটা খুব বেশি জরুরী 🙏
02/07/2023

সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করি
কারণ জীবনে বেঁচে থাকার জন্য হাঁসি খুশি থাকাটা খুব বেশি জরুরী 🙏

🥰পুরুষের ভালো বাসা বড্ড সুন্দর হয় জীবন সঙ্গী যদি সঠিক হয় 🥰🥰
30/06/2023

🥰পুরুষের ভালো বাসা বড্ড সুন্দর হয়
জীবন সঙ্গী যদি সঠিক হয় 🥰🥰

🤩আমার বান্ধবীর ক্রাশ 😋😀😜
13/06/2023

🤩আমার বান্ধবীর ক্রাশ 😋😀😜

😭যার জন্য সব কিছু ছেড়ে দিবেন-সে একদিন আপনাকে ছেড়ে দিবে..!😊💔এটাই স্বাভাবিক
06/06/2023

😭যার জন্য সব কিছু ছেড়ে দিবেন-
সে একদিন আপনাকে ছেড়ে দিবে..!
😊💔এটাই স্বাভাবিক

এই গরমে কিছুই ভালো লাগে না 🙆
03/06/2023

এই গরমে কিছুই ভালো লাগে না 🙆

31/05/2023

ঠান্ডা ও না গরম ও না
তবুও ফু দিয়ে খেতে হয়
এটা কোন জিনিস 🙆
কেউ বলতে পারেন আমাকে একজন
প্রশ্ন টি করে ছেন. এটা কি হতে পারে 🙆

পৃথিবীর সবচেয়ে বড় অহংকারী লোক যে সালা'মের উওর দেয় না😔~Assalamualaikum ❤️🖤
31/03/2023

পৃথিবীর সবচেয়ে বড় অহংকারী লোক যে সালা'মের উওর দেয় না😔
~Assalamualaikum ❤️🖤

প্রেম ভালোবাসা আমার জন্য  নয়  😝
31/03/2023

প্রেম ভালোবাসা আমার জন্য নয় 😝

কে কে রোজা রাখছো বন্ধুরা 💓
31/03/2023

কে কে রোজা রাখছো বন্ধুরা 💓

বান্ধবীর সাথে কিছু সময় 💓
29/03/2023

বান্ধবীর সাথে কিছু সময় 💓

ছেলেবন্ধু থাকলেই একটা মেয়ে চরিত্র'হীন হয়ে যায় না, বিপদে সবার আগে একটা ছেলেবন্ধুই এগিয়ে আসে!🖤🌸
29/03/2023

ছেলেবন্ধু থাকলেই একটা মেয়ে চরিত্র'হীন হয়ে যায় না, বিপদে সবার আগে একটা ছেলেবন্ধুই এগিয়ে আসে!🖤🌸

কিগো আন্টির ছেলেরা একা একা মোবাইল  টিপো কেন 😒   inbox  a আসো গল্প  করি 🤗...!!
27/03/2023

কিগো আন্টির ছেলেরা একা একা মোবাইল
টিপো কেন 😒

inbox a আসো গল্প করি 🤗...!!

24/03/2023

乂❤180 কোটি মানুষের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী । হযরত মুহাম্মদ (সাঃ)”❤乂

রোজা রেখে কীভাবে বেগানা পুরুষদের সাথে ইনবক্সে কথা বলব, নাউজুবিল্লাহ!
24/03/2023

রোজা রেখে কীভাবে বেগানা পুরুষদের সাথে ইনবক্সে কথা বলব, নাউজুবিল্লাহ!

ছেলেদের সম্মান করা উচিত কারণ ওরা একদিন আমাদের স্বামী হবে মেসেজ দাও কথা বলি 💜🥀
24/03/2023

ছেলেদের সম্মান করা উচিত কারণ ওরা একদিন আমাদের স্বামী হবে মেসেজ দাও কথা বলি 💜🥀

কে কে রোজা রাখছো 🥰
24/03/2023

কে কে রোজা রাখছো 🥰

মন ভালো নাই ,😔
23/03/2023

মন ভালো নাই ,😔

23/03/2023

—ছোটবেলায় ভাবতাম

নৌবাহিনীরা মনে হয় নৌকা চালায়.! 😑

স্ত্রীর প্রশংসা করা সুন্নাত'রাসুল (সাঃ) খাদিজা (রাঃ) এর ভালোবাসার প্রশংসা করতেন'(বুখারি- ৫২২৯)
23/03/2023

স্ত্রীর প্রশংসা করা সুন্নাত'
রাসুল (সাঃ) খাদিজা (রাঃ) এর ভালোবাসার প্রশংসা করতেন'
(বুখারি- ৫২২৯)

বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম 💓🥰
06/02/2023

বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম 💓🥰

কারো প্রেমে পড়ব তাতেও আইলসা লাগে
31/01/2023

কারো প্রেমে পড়ব তাতেও আইলসা লাগে

কষ্টের পর সুখ আসবে ইনশাআল্লাহ! 💚🌻
27/01/2023

কষ্টের পর সুখ আসবে ইনশাআল্লাহ! 💚🌻

26/01/2023

জড়িয়ে ধরা ফিলিং টা কেমন 🥰
কেউ কি যানো কি 💓

🙉বুঝি না আমার কপালে কি প্রেম নাই🙉 😻নাকি প্রেমের কপালেই আমি নাই 😘
26/01/2023

🙉বুঝি না আমার কপালে কি প্রেম নাই🙉
😻নাকি প্রেমের কপালেই আমি নাই 😘

আছে কি কেউ চলার সাথী 💔
26/01/2023

আছে কি কেউ চলার সাথী 💔

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই
25/01/2023

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই

তোমার বাগানের ফুল হয়ে রয়ে যাব .......... যদি তুমি চাও  🍃❤️🥰
25/01/2023

তোমার বাগানের ফুল হয়ে রয়ে যাব .......... যদি তুমি চাও 🍃❤️🥰

২০২৩ সালের প্রথম ছবি। বোরকা পরে পিক তুলেছি যাতে করে সারা বছর বোরকা পরতে পারি।
05/01/2023

২০২৩ সালের প্রথম ছবি।
বোরকা পরে পিক তুলেছি যাতে করে সারা বছর বোরকা পরতে পারি।

Address

Dhaka
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Lipi Akter ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share