চাপাইর বি, বি, উচ্চ বিদ্যালয়

চাপাইর বি, বি, উচ্চ বিদ্যালয় Chapair Bongshi Badan High School, it is located in Kaliakair, Gazipur
at Dhaka in Bangladesh. ESTD:01/01/1910

30/11/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম/আদাব/নমস্কার ।

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
শতবর্ষের ঐতিহ্যবাহী, এলাকার প্রাচীনতম ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান— চাপাইর বংশী বদন উচ্চ বিদ্যালয়, চাপাইর, কালিয়াকৈর, গাজীপুর–এ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।

🧿 চাপাইর বংশী বদন উচ্চ বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহঃ
💠 অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান
💠 সুপরিচালিত ও মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম
💠 নিয়মিত ক্লাস ও উপস্থিতি নিয়ন্ত্রণ
💠 পিরিয়ড শেষে শিক্ষার্থীদের আলাদা গাইডলাইনে পড়াশোনা
💠 আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়
💠 খেলাধুলা, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
💠 সাপ্তাহিক ও মাসিক পরীক্ষায় নিয়মিত মূল্যায়ন
💠 সিসিটিভি মনিটরিংসহ নিরাপত্তার উন্নত ব্যবস্থা
💠 হোম ডিউটিতে বিশেষ নজরদারি, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন
💠 গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ
💠 অভিভাবক সভার মাধ্যমে শিক্ষক–অভিভাবক যোগাযোগের উন্নত ব্যবস্থা
💠 সুন্দর ক্যাম্পাস, সু–সজ্জিত ক্লাসরুম ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
চাপাইর বংশী বদন উচ্চ বিদ্যালয়, চাপাইর, কালিয়াকৈর, গাজীপুর–এ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।

📞 মোবাইল:
০১৮১৮৪১৩৯৪১/০১৭১৭৪৭৮৬৯৮/০১৭১০১৯৯৯৯১
📍 ঠিকানা: চাপাইর, কালিয়াকৈর, গাজীপুর।
ধন্যবাদান্তে, প্রধান শিক্ষক, চাপাইর বংশী বদন উচ্চ বিদ্যালয়।

22/06/2025

যদি পারতাম, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এই ভিডিওটা দেখাতাম। NTV

 #কালিয়াকৈর_উপজেলার_ইতিহাস #পরিচিতি_পর্বঃ২0️⃣1️⃣ উপজেলার  আয়তন   ৩১৪.১৪ বর্গ কিঃমিঃ0️⃣2️⃣ রাজধানী থেকে দূরত্ব   ৫২ কিঃমি...
16/05/2021

#কালিয়াকৈর_উপজেলার_ইতিহাস
#পরিচিতি_পর্বঃ২
0️⃣1️⃣ উপজেলার আয়তন ৩১৪.১৪ বর্গ কিঃমিঃ
0️⃣2️⃣ রাজধানী থেকে দূরত্ব ৫২ কিঃমিঃ
0️⃣3️⃣ জেলা সদর হতে দূরত্ব ৩০ কিঃ মিঃ
0️⃣4️⃣ পৌরসভার সংখ্যা ০১ টি
0️⃣5️⃣ ইউনিয়নের সংখ্যা ০৯ টি
0️⃣6️⃣ মৌজার সংখ্যা ১৮১ টি
0️⃣7️⃣ গ্রামের সংখ্যা ২৮৩ টি
0️⃣8️⃣ পরিবারের সংখ্যা ১১৬৭৪৯ টি
0️⃣9️⃣ নির্বাচনী এলাকা ১৯৪-কালিয়াকৈর-১
1️⃣0️⃣ মোট ভোটার সংখ্যা ৩,৩২,৪৯৭ জন
পুরুষ ১,৬৬,৯৩৮ জন
মহিলা ১,৬৫,৫৯৯ জন
ভোটকেন্দ্র সংখ্যা ১২৬ টি
মোট ভোটকক্ষ সংখ্যা ৬১০ টি
1️⃣1️⃣ জনসংখ্যা ৪,৮৩,৩০৮ জন ( আদমশুমারি-২০১১)
পুরুষ ২,৪৮,২১৯ জন
মহিলা ২,৩৫,০৮৯ জন
1️⃣2️⃣ সম্প্রদায়ভিত্তিক জন সংখ্যা ( আদমশুমারি-২০১১)
মুসলিম ৪৩৭৩৯৬ জন
হিন্দু ৪৩৫৮৮ জন
খ্রিস্টান ১৩৭৯ জন
বৌদ্ধ ৭৭ জন
অন্যান্য ৮৬৮ জন
1️⃣3️⃣ জনসংখ্যার বৃদ্ধির হার কালিয়াকৈর-৬.০২%
1️⃣4️⃣ জনসংখ্যার ঘনত্ব ১৫৩৯ জন ( প্রতি বর্গ কিঃমিঃ)|
1️⃣5️⃣ পরিবারের (খানা ) সংখ্যা ১১৬৭৪৯ টি
1️⃣6️⃣ জনসংখ্যা অনুপাত ১০৬
1️⃣7️⃣ আয়তনে বড় ফুলবাড়িয়া
1️⃣8️⃣ আয়তনে ছোট শ্রীফলতলী
1️⃣9️⃣ জনসংখ্যায় বড় ইউনিয়ন মৌচাক
2️⃣0️⃣ জনসংখ্যায় ছোট ইউনিয়ন ঢালজোড়া
2️⃣1️⃣ পৌরসভার আয়তন ২৬.৬৬ বর্গ কিঃমিঃ
2️⃣2️⃣ পৌরসভার জনসংখ্যা ১৫৭১৬২ জন
2️⃣3️⃣ নদ-নদী ০২ টি
2️⃣4️⃣ হাট-বাজার ২৩ টি
2️⃣5️⃣ শিল্প কারখানার সংখ্যা ৫১০ টি
2️⃣6️⃣ পোল্ট্রি খামারের সংখ্যা ৪৮০টি
2️⃣7️⃣ মৎস্য খামারের সংখ্যা ২৮৫২ টি
2️⃣8️⃣ ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা ০৫ টি
2️⃣9️⃣ ডাক বাংলো নাই
3️⃣0️⃣ পুলিশ ফাড়ি ০২ টি
3️⃣1️⃣ ফরেস্ট অফিস ০৭ টি
3️⃣2️⃣ ব্যাংক শাখা ১৫ টি
3️⃣3️⃣ সরকারি খাদ্য গুদাম ০২টি
3️⃣4️⃣ টেলিফোন এক্সচেঞ্জ ০১ টি
3️⃣5️⃣ ভাতাভোগী মু্ক্তিযোদ্ধার সংখ্যা
(২৬৪) জন
3️⃣6️⃣ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১ টি-
3️⃣7️⃣ কমিউনিটি ক্লিনিক ৩৫ টি
3️⃣8️⃣ উপস্বাস্থ্য কেন্দ্র ০৪ টি
3️⃣9️⃣ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ০৫ টি
4️⃣0️⃣ পাঁকা রাস্তা ২৪২.২৮ কিঃমিঃ
4️⃣1️⃣ কাচা রাস্তা ১১০৮.৭২ কিঃমিঃ
4️⃣2️⃣ জন মহাল ০৯ টি
4️⃣3️⃣ আশ্রায়ন প্রকল্প ০৩ টি
4️⃣4️⃣ মোট কৃষি জমি ১৪০৬৪ হেঃ
4️⃣5️⃣ মসজিদ ৪১৫ টি
4️⃣6️⃣ মন্দির ১৯টি
4️⃣7️⃣ পোস্ট অফিস ০১ টি
4️⃣8️⃣ পশু হাসপাতাল ০১ টি
4️⃣9️⃣ মোট প্রাথমিক বিদ্যালয় ১২২ টি
5️⃣0️⃣ কিন্ডার গার্ডেন স্কুল ২৬০ টি
5️⃣1️⃣ এবতেদায়ী মাদ্রাসা ১৩ টি
5️⃣2️⃣ অষ্টমশ্রেণীকৃত বিদ্যালয় ০৫ টি
5️⃣3️⃣ বিশ্ববিদ্যালয় ০১ টি
5️⃣4️⃣ মোট মাধ্যমিক বিদ্যালয় ৪৮ টি
5️⃣5️⃣ সরকারী কলেজ ০১ টি
5️⃣6️⃣ বেসরকারী কলেজ ০৫ টি
5️⃣7️⃣ কারিগরি ইন্সটিটিউড ০২ টি
5️⃣8️⃣ ফাজিল মাদ্রাসা ০৪ টি
5️⃣9️⃣ দাখিল মাদ্রাসা ০৪ টি
6️⃣0️⃣ শিক্ষার হার ৬০.৬%(আদমশুমারি-২০১১)
6️⃣1️⃣ বেসরকারী সংস্থা (NGO) ২২টি
6️⃣2️⃣ মোট যুব সংগঠন ১১৮ টি
6️⃣3️⃣ খাস জমির পরিমান ১৫১.৫৪ একর
6️⃣4️⃣ খাস পুকুরের সংখ্যা ৪৬ টি
6️⃣5️⃣ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ০১ টি
6️⃣6️⃣ প্রেস ক্লাব ০২ টি
6️⃣7️⃣ ব্যাংক সমূহ-
👉 সোনালী ব্যাংক লিঃ ০২টি
👉 কৃষি ব্যাংক লিঃ ০৩ টি
👉 জনতা ব্যাংক লিঃ ০২ টি
👉 কর্মসংস্থান ব্যাংক ০১ টি
👉 এ বি ব্যাংক ০১ টি
👉 ন্যাশনাল ব্যাংক ০১ টি
👉 ব্রাক ব্যাংক ০১ টি
👉 মিউচুয়াল ব্যাংক ০১ টি
👉 ডাচ বাংলা ব্যাংক ০১ টি
👉 হযরত শাহজালাল(রঃ) ইসলামী ব্যাংক ০১ টি
6️⃣8️⃣ মোট বনভূমি ২১৮২৬.৩২ একর
6️⃣9️⃣ সামাজিক বন ৬৪২০.৩৯ একর
7️⃣0️⃣ শালবন ৫৬৬০.০০ একর
7️⃣1️⃣ মোট আয়তনের তুলনায় বনভূমি ২৮.১২%
7️⃣2️⃣ ক্ষূদ্র নৃগোষ্ঠীর সংখ্যা প্রায় ১১০০০ জন

 #কালিয়াকৈর_উপজেলার_ইতিহাস #পরিচিতি_পর্বঃ১ #কালিয়াকৈর_উপজেলাঃবাংলাদেশে কালিয়াকৈর উপজেলার অবস্থানঃ-স্থানাঙ্কঃ ২৪°৪′৩৪″ ...
16/05/2021

#কালিয়াকৈর_উপজেলার_ইতিহাস
#পরিচিতি_পর্বঃ১

#কালিয়াকৈর_উপজেলাঃ

বাংলাদেশে কালিয়াকৈর উপজেলার অবস্থানঃ-

স্থানাঙ্কঃ ২৪°৪′৩৪″ উত্তর ৯০°১২′৫১″ পূর্বস্থানাঙ্কঃ ২৪°৪′৩৪″ উত্তর ৯০°১২′৫১″ পূর্ব
দেশঃ বাংলাদেশ
বিভাগঃ ঢাকা বিভাগ
জেলাঃ গাজীপুর জেলা

আয়তনঃ
• মোট ৩১৪.১৪ বর্গকিঃমিঃ (১২১.২৯ বর্গমাইল)

জনসংখ্যা (১৯৯১)
• মোট ২,৩২,৯১৫
• জনঘনত্ব ৭৪০/বর্গকিঃমিঃ (১,৯০০/বর্গমাইল)

সময় অঞ্চলঃ বিএসটি (ইউটিসি+৬)

পোস্ট কোডঃ ১৭৫০

প্রশাসনিক বিভাগের কোডঃ ৩০ ৩৩ ৩২

কালিয়াকৈর উপজেলা বাংলাদেশের গাজীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থানঃ

গাজীপুর সদর উপজেলার পশ্চিমে ২৪.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.১৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অংশে কালিয়াকৈর উপজেলা অবস্থিত। এই উপজেলার উত্তরে শ্রীপুর উপজেলা ও সখিপুর উপজেলা, পূর্বে গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে সাভার উপজেলা ও ধামরাই উপজেলা এবং পশ্চিমে মির্জাপুর উপজেলা অবস্থিত। কালিয়াকৈর থানার পাশে একটি হাইটেক সিটি রয়েছে যার নাম বঙ্গবন্ধু হাইটেক সিটি।

নামকরণঃ

কালিয়াকৈর উপজেলা গাজীপুর জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এই উপজেলার নামকরণের সঠিক ইতিহাস সম্পর্কে বেশি কিছু জানা সম্ভব হয়নি।তবে স্থানীয়ভাবে প্রচলিত একটা ধারণা আছে যে, একটা পুকুরে কালিয়া নাগ নামে একটা বড় সাপ ছিল। কালক্রমে সেই কালিয়ানাগ এর কালিয়া এবং পুকুর এর কৈরা এই দুই শব্দ মিলে কালিয়াকৈর নামকরণ করা হয়েছে।

প্রশাসনিক ইতিহাসঃ

কালিয়াকৈর একসময় সাভার থানার অন্তর্গত ছিল। কালিয়াকৈর থানা গঠিত হয় ১৯২৩ সালে এবং ১৯৮৩ সালের ২ জুলাই থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।

প্রশাসনিক এলাকাঃ

👉 এ উপজেলায় ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন রয়েছে; এগুলো হলোঃ-

• কালিয়াকৈর পৌরসভা;
• ফুলবাড়ীয়া ইউনিয়ন;
• চাপাইর ইউনিয়ন;
• বোয়ালী ইউনিয়ন;
• মৌচাক ইউনিয়ন;
• শ্রীফলতলী ইউনিয়ন ;
• সূত্রাপুর ইউনিয়ন;
• আটাবহ ইউনিয়ন;
• মধ্যপাড়া ইউনিয়ন;
• ঢালজোড়া ইউনিয়ন।

ভাষা ও সংষ্কৃতিঃ

শ্রীপুর উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগোলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। উপজেলা উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকার ভাষার অনেকটা মিল রয়েছে। শীতলক্ষা নদীর গতিপ্রকৃতি পাদদেশে শ্রীপুর, মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে শ্রীপুর সভ্যতা বহুপ্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। সাংস্কৃতিক পরিমন্ডলে শ্রীপুর অবদানও অনস্বীকার্য। প্রমুখ শিল্প সাহিত্য ভুবনবিখ্যাত সংগীতজ্ঞদের স্মৃতি বিজড়িত শ্রীপুর।
কালিয়াকৈর থানার একটি গ্রামের নাম খালপাড়।
যা মুক্তিযুদ্ধের জন্য অনেক ভূমিকা রেখেছে।

⚽🥎🎾🏏🏑🏆খেলাধুলা ও বিনোদনঃ

প্রাচীনকাল থেকেই কালিয়াকৈর উপজেলা জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। কালিয়াকৈরে বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। প্রতি বছর নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ

(ক) গোল্ডকাপ ফুটবল
(খ) প্রিমিয়ার ফুটবল লীগ
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
(ঘ) বঙ্গমাতা গোল্ডকাপ ।
(ঙ) বঙ্গবন্ধু গোল্ডকাপ।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় গত ২০১২সালে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।
ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন,

📽️ ০২টি সিনেমাহল এবং নন্দনপার্ক

📸 দর্শনীয় এবং গুরুত্বপুর্ণ স্থানসমূহঃ

• তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র ।
• জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র।
• আনসার একাডেমী ।
• বলিয়াদী জমিদার বাড়ী।
• শ্রীফলতলী জমিদার বাড়ী।
• নন্দন পার্ক ।
• বঙ্গবন্ধু হাইটেক সিটি ইত্যাদি।

👉 এছাড়াও মৌচাক ইউনিয়নের বাঁশতলী গ্রামে সাম্প্রতিককালে ৩০০ বছরের পুরানো একটি সাদা পাকুড় গাছ আবিস্কৃত হয়েছে যা এ পর্যন্ত বাংলাদেশের আর কোথাও দেখা যায় নি। গাছটিকে ঘিরে পর্যটনশিল্প গড়ে উঠার সম্ভাবনা রয়েছে।

নদ-নদীঃ

তুরাগনদী, বংশাই নদী,
এখানে একটি তুরাগ নদী আছে যা খালপাড় গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। তুরাগ নদীটি শিল্পকারখানার দূষিত পানির কবলে পরে স্বীয় সৌন্দর্য হারিয়ে ফেলেছে।

05/05/2021

#বিটিভিতে প্রচারিত, মাগরিবের আজানের বেশ পুরনো একটি ফুটেজ।

Address

Kaliakair Upazila
Gazipur
1750

Alerts

Be the first to know and let us send you an email when চাপাইর বি, বি, উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share