Nahida Sultana1

Nahida Sultana1 আসসালামু আলাইকুম আমার পেইজে আপনাকে স্বাগতম,আমার প্রতিদিনের রান্নাবান্না সংসারে কাজকর্ম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ।
(6)

ক্ষণিকের দুনিয়ায় নিঃশ্বাসের এক মিনিটের বিশ্বাস না থাকলেও কখন কার টাকা মেরে খেতে হবে সেই বিশ্বাস আছে🫤
16/05/2025

ক্ষণিকের দুনিয়ায় নিঃশ্বাসের এক মিনিটের বিশ্বাস না থাকলেও কখন কার টাকা মেরে খেতে হবে সেই বিশ্বাস আছে🫤

কিছু মানুষের জীবনটা একুরিয়ামের মতো,বাহির থেকে দেখতে কত সাজানো গোছানো......কিন্তু ভিতরে বন্দী দশায় একটি প্রাণ......🫤
15/05/2025

কিছু মানুষের জীবনটা একুরিয়ামের মতো,বাহির থেকে দেখতে কত সাজানো গোছানো......কিন্তু
ভিতরে বন্দী দশায় একটি প্রাণ......🫤

15/05/2025

অবশেষে আমারও স্বপ্ন পূরণ হয়ে গেলো😃এত অল্প ফলোয়ারে ফেসবুক আমাকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিলো😃.............

আসলে বাস্তবে না স্বপ্নে😁😁😁

স্বামীর ভালোবাসা থাকলে নারীর গহনার প্রয়োজন হয় না....
15/05/2025

স্বামীর ভালোবাসা থাকলে নারীর গহনার প্রয়োজন হয় না....

সব পাখি পোষ মানলেও ঘরের পাখি যে পোষ মানে না......
14/05/2025

সব পাখি পোষ মানলেও ঘরের পাখি যে পোষ মানে না......

আধ্যাত্মিক সুখ পাওয়া শাশুড়িরা কখনো ছেলের বউয়ের মুখের হাসি পছন্দ করে না 🥲যে সমস্ত শাশুড়ি মায়েরা ছেলেকে বিয়ে করানোর ...
11/05/2025

আধ্যাত্মিক সুখ পাওয়া শাশুড়িরা কখনো ছেলের বউয়ের মুখের হাসি পছন্দ করে না 🥲

যে সমস্ত শাশুড়ি মায়েরা ছেলেকে বিয়ে করানোর পরে, ছেলের সাথে ছেলের বউকে দেখলে জ্বলে পুড়ে কলিজা আঙরা করে ফেলেন, ছেলের পাশে ছেলের বউকে সহ্য করতে পারেন না,তাহলে ছেলেকে বিয়ে করানোর কি প্রয়োজন.......... 🤔

সারা জীবন নিজের আঁচলের নিচে ছেলেকে বেঁধে রাখলেই তো পারেন
এরকম মন-মানসিকতা সম্পন্ন শাশুড়িদের সংসারে ছেলের বউরা এসে জীবনেও সুখে থাকতে পারে না🥲

বিশ্বাস করেন তারা ছেলেকে ছেলের বউয়ের সাথে সুখী দেখতে নয় , বরং বউ এবং ছেলের মধ্যে মনোমালিন্য দেখে আধ্যাত্মিক সুখ পায়...... 😡

মরিচের ঝাল সহ্য করা গেলেও কিছু কিছু  মানুষের কথার ঝাল একদম সহ্য করা যায় না........
10/05/2025

মরিচের ঝাল সহ্য করা গেলেও কিছু কিছু মানুষের কথার ঝাল একদম সহ্য করা যায় না........



জীবনে হঠাৎ এমন একটা সময় আসে যখন কাছের মানুষের আসল রুপ দেখা যায়,ধরেন যাকে আপনি প্রচুর বিশ্বাস করতেন ভালোবাসতেন ভরসা করতেন...
08/05/2025

জীবনে হঠাৎ এমন একটা সময় আসে যখন কাছের মানুষের আসল রুপ দেখা যায়,ধরেন যাকে আপনি প্রচুর বিশ্বাস করতেন ভালোবাসতেন ভরসা করতেন, তাকে হুট করে আপনার কাছে অপরিচিত মনে হবে 🙂

লাইফের সবকিছু ঠিক সবাই সঠিক শুধু আপনি যেটা করবেন সেটাই ভুল, এমন ধারণা তারা আপনার মনে তৈরি করবে, আপনার বিশ্বাসের জায়গাটা নড়বড়ে করবে।

এক সময় মনে হবে,সেই কাছের মানুষটাও অনেক বেশি অচেনা হয়তো অনেক দূরের কেউ 🥲

জীবনে চলতি পথে অনেক কিছুই হতে পারে, আপনার একটা ছোট্ট কথার পরিপেক্ষিতে আরেকজনের জীবন বদলে যেতে পারে,একটু ভরসার মাধ্যমে অন্যের মুখে হাসি ফোটানো যায়, কিন্তু এই ছোট সাধারণ কাজটাও অনেকের দ্বারা সম্ভব হয় না🥲

আসলে দায়িত্ব তারাই ভালো পালন করতে পারে যারা দায়িত্ব কথাটার মানেটা ভালোভাবে বুঝে, ম্যানেজ করা শিখে🥲

অযোগ্য ব্যক্তির কাছে যোগ্য কাজ আশা করা বোকামি কষ্ট পাওয়া ছাড়া কিছু না, তার থেকে ভালো যেমন চলছে তেমনি থাকা, কারণ কথা বলতে গেলে বারবার আপনাকে এটাই মনে করিয়ে দিবে আপনি ভুল ছিলেন....
সবাই সঠিক সবাই ঠিক, শুধু আপনার মতে ঘাবলা আছে, আপনি সমস্যার কারণ.......

আপন মানুষগুলো থেকে এই ধরনের ব্যবহার আসলে আশা করা যায় না,তাই হয়তো আমরা এত কষ্ট পাই.....ওই যে সব ভুল আমাদের নিজেদের , কারণ যার সান্তনা দেওয়ার ক্ষমতা নেই,ভরসা দেওয়ার ক্ষমতা নেই হাসি ফুটানোর অভ্যাস নেই তার কাছে আশা করাটাও অন্যায় বড় অন্যায় 🥲🥲

প্রয়োজনে প্রিয়জন হওয়ার থেকে অপরিচিতজন হয়ে থাকাই ভালো....
07/05/2025

প্রয়োজনে প্রিয়জন হওয়ার থেকে অপরিচিতজন হয়ে থাকাই ভালো....




মানুষ যখন হঠাৎ টাকার মালিক হয়ে যায় তখন আর অতীত মনে থাকে না,আর এটাই মানুষকে বিপদে ফেলে দেয়.........
05/05/2025

মানুষ যখন হঠাৎ টাকার মালিক হয়ে যায় তখন আর অতীত মনে থাকে না,আর এটাই মানুষকে বিপদে ফেলে দেয়.........




সত্য যতই অসুন্দর হোক সেটা সত্যই,আর মিথ্যা যতই সাজানো গোছানো সুন্দর হোক সেটা হলো ভয়ঙ্কর.....
04/05/2025

সত্য যতই অসুন্দর হোক সেটা সত্যই,আর মিথ্যা যতই সাজানো গোছানো সুন্দর হোক সেটা হলো ভয়ঙ্কর.....




Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Nahida Sultana1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category