Sabikun Naher

Sabikun Naher In the page created especially for natura lovers. Here you will find the latest Natural editing videos. Keep an eye on this page.

ভালোবাসা সত্যিই এক প্রকার রিজিক।কিন্তু সব রিজিক যেমন হাতে এলে মানুষের পরীক্ষা হয়, তেমনি ভালোবাসাও মানুষের জন্য এক বিরাট...
06/10/2025

ভালোবাসা সত্যিই এক প্রকার রিজিক।
কিন্তু সব রিজিক যেমন হাতে এলে মানুষের পরীক্ষা হয়, তেমনি ভালোবাসাও মানুষের জন্য এক বিরাট পরীক্ষা।
আপনি জানেন না কার হৃদয়ে আপনার জন্য ভালোবাসার রিজিক জমা আছে। হয়তো যে আপনাকে সবচেয়ে বেশি চায়, আল্লাহ তার হৃদয়েই আপনার জন্য এক অদৃশ্য দোয়া লিখে রেখেছেন। আবার কখনো হয়তো আপনি যাকে ভালোবেসে ফেলেছেন, সে আপনার জন্য রিজিক নয় কারণ সব রিজিকই মানুষের কল্যাণ বয়ে আনে না।
তাই ভালোবাসা পেতে হলে প্রথমে শিখতে হবে সঠিক ভালোবাসার যোগ্য হওয়া। আল্লাহর ইচ্ছা ছাড়া কারো হৃদয় কারো দিকে নত হয় না। ভালোবাসার রিজিকও আল্লাহর পক্ষ থেকে লেখা হয় ঠিক রুটি-রুজির মতোই
যা আপনার ভাগ্যে আছে সেটাই একদিন সুন্দরতম উপায়ে আপনার কাছে পৌঁছাবে।

©

একটি সুন্দর মৃত্যুর অপেক্ষা মানুষের আচরণকে আরো সুন্দর করে তোলে 🌿
26/09/2025

একটি সুন্দর মৃত্যুর অপেক্ষা মানুষের আচরণকে আরো সুন্দর করে তোলে 🌿

মেয়ে মানুষকে কখনো কোনো কিছুতেজোর করতে নেই,কারণ— এই পৃথিবীর সবার কাছে জোর করেঅনেক কিছু পাওয়া গেলেও,মেয়ে মানুষের কাছে জোর ...
26/09/2025

মেয়ে মানুষকে কখনো কোনো কিছুতে
জোর করতে নেই,
কারণ— এই পৃথিবীর সবার কাছে জোর করে
অনেক কিছু পাওয়া গেলেও,
মেয়ে মানুষের কাছে জোর করে— একটুকরো সুতোও পাওয়া যাবে না।
মেয়ে মানুষ যত্ন বুঝে, বুঝে ভালোবাসা,
তাই কিছু চাইবার আগে যত্নে ও ভালোবাসায় রাখুন।💐

নিজের মতো করে বাঁচাটাই সবচেয়ে বড় স্টাইল 💚
26/09/2025

নিজের মতো করে বাঁচাটাই সবচেয়ে বড় স্টাইল 💚

যে নারী কাউকে বিশ্বাস করে, সে আসলে তার হৃদয়ের এক অংশ তুলে দেয়। নারীর বিশ্বাস রক্ষা করা, নারীকে সম্মান করা মানে শুধু এক...
26/09/2025

যে নারী কাউকে বিশ্বাস করে, সে আসলে তার হৃদয়ের এক অংশ তুলে দেয়।
নারীর বিশ্বাস রক্ষা করা, নারীকে সম্মান করা মানে শুধু একজন মানুষকে নয়, গোটা সমাজকেই সম্মান করা 🌸

নারী সুন্দরী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা বেশি সৌভাগ্যের।🌸শিশু, কিশোরী কালে বাবা মায়ের আদর, যত্ন..যৌবন কালে স্বামীর ভাল...
19/09/2025

নারী সুন্দরী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা বেশি সৌভাগ্যের।🌸

শিশু, কিশোরী কালে বাবা মায়ের আদর, যত্ন..
যৌবন কালে স্বামীর ভালোবাসা, যত্ন.. আর বৃদ্ধ কালে সন্তানদের যত্ন, সম্মান, ভালোবাসা যেই নারী পায় সেই হচ্ছে সৌভাগ্যময়ী নারী।💚

মানুষ পুরপুরি মুখোশহীন হয় না,কিছুটা রেখেই দেয় নিজের কাছে সংগোপনে।
12/09/2025

মানুষ পুরপুরি মুখোশহীন হয় না,
কিছুটা রেখেই দেয় নিজের কাছে সংগোপনে।

মানুষকে আসলে তার দুঃখ দিয়েই চেনা যায়। বাহ্যিক হাসি বা সুখের আড়ালে কত ক্ষত লুকিয়ে আছে তা আমরা জানি না। হজরত আলীর কথায়, অজ...
11/09/2025

মানুষকে আসলে তার দুঃখ দিয়েই চেনা যায়। বাহ্যিক হাসি বা সুখের আড়ালে কত ক্ষত লুকিয়ে আছে তা আমরা জানি না। হজরত আলীর কথায়, অজানা থেকেই ঘৃণা জন্ম নেয়।

তাই কাউকে বোঝার জন্য আগে তার আঘাত আর দুঃখকে জানা জরুরি। যেমন তাজমহলের জাঁকজমক দেখে বোঝা যায় না, ভেতরে একটি কবর আছে মানুষও তেমনি সুখের আড়ালে বুকের ভেতর নিজের কবর নিয়ে ঘুরে বেড়ায়। বাইরে সবাই সৌন্দর্য দেখে, কিন্তু ভেতরের দুঃখ ছুঁতে পারে কজন 💐

~ জীবন তখনই সুন্দর হবে 'যখন আপনি না পাওয়ার অভিযোগ গুলো বাদ দিয়ে আল্লাহ যতোটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে পারব...
05/09/2025

~ জীবন তখনই সুন্দর হবে 'যখন আপনি না পাওয়ার অভিযোগ গুলো বাদ দিয়ে আল্লাহ যতোটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে পারবেন!

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabikun Naher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share