06/10/2025
ভালোবাসা সত্যিই এক প্রকার রিজিক।
কিন্তু সব রিজিক যেমন হাতে এলে মানুষের পরীক্ষা হয়, তেমনি ভালোবাসাও মানুষের জন্য এক বিরাট পরীক্ষা।
আপনি জানেন না কার হৃদয়ে আপনার জন্য ভালোবাসার রিজিক জমা আছে। হয়তো যে আপনাকে সবচেয়ে বেশি চায়, আল্লাহ তার হৃদয়েই আপনার জন্য এক অদৃশ্য দোয়া লিখে রেখেছেন। আবার কখনো হয়তো আপনি যাকে ভালোবেসে ফেলেছেন, সে আপনার জন্য রিজিক নয় কারণ সব রিজিকই মানুষের কল্যাণ বয়ে আনে না।
তাই ভালোবাসা পেতে হলে প্রথমে শিখতে হবে সঠিক ভালোবাসার যোগ্য হওয়া। আল্লাহর ইচ্ছা ছাড়া কারো হৃদয় কারো দিকে নত হয় না। ভালোবাসার রিজিকও আল্লাহর পক্ষ থেকে লেখা হয় ঠিক রুটি-রুজির মতোই
যা আপনার ভাগ্যে আছে সেটাই একদিন সুন্দরতম উপায়ে আপনার কাছে পৌঁছাবে।
©