Travel Girl

Travel Girl New places, new faces, same me – just happier.💃💃

24/09/2025

Tribute To Zubeen Garg | Mon Mane Na

24/09/2025

তাঁর কণ্ঠে ছিলো ভালোবাসা, যন্ত্রণা আর জীবনের গল্প। Zubeen Garg আপনি নেই, কিন্তু আপনার গান চিরকাল আমাদের হৃদয়ে বাজবে

🍽️ মাওয়া ঘাটে ইলিশ ভাজা মানেই স্বাদে-গন্ধে ইতিহাস লেখা! নদীর ধারে, গরম ভাজা ইলিশ, আর একটুখানি ভাত — বাঙালিয়ানা যেন পাতে ...
08/09/2025

🍽️ মাওয়া ঘাটে ইলিশ ভাজা মানেই স্বাদে-গন্ধে ইতিহাস লেখা! নদীর ধারে, গরম ভাজা ইলিশ, আর একটুখানি ভাত — বাঙালিয়ানা যেন পাতে নেমে আসে! 😋🐟

This is Real Blood Moon 🌝11:30 PM
07/09/2025

This is Real Blood Moon 🌝

11:30 PM

যখন তোমার নিজের ওপর বিশ্বাস থাকবে তখন তুমি পৃথিবীটা জয় করতে পারবে।তার একটা উদাহরণ দেই-কিয়ানের বড় ভাই যখন সাঁতার শিখে গিয়...
07/09/2025

যখন তোমার নিজের ওপর বিশ্বাস থাকবে তখন তুমি পৃথিবীটা জয় করতে পারবে।
তার একটা উদাহরণ দেই-

কিয়ানের বড় ভাই যখন সাঁতার শিখে গিয়েছে তখন কিয়ানের একটাই প্রতিজ্ঞা ছিলো, ও যদি ডুবে ও যায় তবু সে সাঁতার শিখবে। তার নিজের ওপর প্রচন্ড বিশ্বাস ছিলো সে পারবেই।
এবং সেদিন ই সে সাঁতার শিখে যায় আলহামদুলিল্লাহ।

সমুদ্র শিখিয়েছে—নীরবতাও কতটা গভীর হতে পারে।চাকচিক্যের শহর নয়, আমি খুঁজে ফিরি ঢেউয়ের ডাকে ডাকে অজানা উপকূল 💦
03/09/2025

সমুদ্র শিখিয়েছে—নীরবতাও কতটা গভীর হতে পারে।

চাকচিক্যের শহর নয়, আমি খুঁজে ফিরি ঢেউয়ের ডাকে ডাকে অজানা উপকূল 💦

এক গ্রামে ছোট্ট একটা ছেলে থাকতো, নাম তার রিয়াজ। রিয়াজ খুব চঞ্চল ও উত্তেজনাপূর্ণ প্রকৃতির, দিনে খেলতে ভালোবাসতো। কিন্তু র...
31/08/2025

এক গ্রামে ছোট্ট একটা ছেলে থাকতো, নাম তার রিয়াজ। রিয়াজ খুব চঞ্চল ও উত্তেজনাপূর্ণ প্রকৃতির, দিনে খেলতে ভালোবাসতো। কিন্তু রাতে অন্ধকার দেখতে ভয় পেতো, তাই সে কখনোই বাইরে রাতের বেলা যেতে চাইতো না।

একদিন রাতে, রিয়াজ ঘরের বারান্দায় বসে আকাশের দিকে তাকাচ্ছিলো। তখন তার দাদা এসে বললো, “রিয়াজ, তুমি জানো কি, রাত আসলে অনেক বড় উপহার আমাদের জন্য?”

রিয়াজ অবাক হয়ে বলল, “কী উপহার, দাদা? আমি তো শুধু অন্ধকার আর ভয় দেখি।”

দাদা বললো, “আসো, আমি তোমাকে রাতের সৌন্দর্য দেখাই।”

দাদা রিয়াজকে নিয়ে গ্রামের বাইরে একটা ছোট টিলা তে গেলো। সেখানে তারা আকাশের দিকে তাকালো। হাজার হাজার তারা ঝকঝক করছে, আর উজ্জ্বল চাঁদ আকাশে মৃদু আলো ছড়াচ্ছে।

“দেখো, রাত আসে আমাদের বিশ্রাম দিতে, আমাদের চোখকে শান্ত করতে, আর প্রকৃতিকে নতুন শক্তি দিতে,” দাদা বলল। “রাতের অন্ধকার না থাকলে তারা আর চাঁদ দেখা যেতো না। আবার রাত না থাকলে সূর্যের আলোর মূল্যও বোঝা যেতো না।”

রিয়াজ ধীরে ধীরে বুঝতে লাগলো, রাত শুধু অন্ধকার নয়, এক ধরনের শান্তি আর পুনরুজ্জীবনের সময়।

তারপর থেকে রিয়াজ রাতের ভয় ভুলে গিয়েছিলো, বরং সে রাতকে আলিঙ্গন করতো, কারণ রাতই তাকে শক্তি আর নতুন দিনের প্রস্তুতি দিতো।

Address

Gazipur

Telephone

+8801851158272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Girl:

Share