Khaleda Rongtoli

Khaleda Rongtoli সব কিছু হারিয়ে ক্লান্ত পথিকের মতো পথ খুজতেছি আমি😌
(5)

16/05/2025

জীবন টা হলো তাসের ঘরের মতো ক্ষনস্থায়ী

14/05/2025

আসসালামু আলাইকুম। কেমন আছেন

10/05/2025

একটা দমকা হাওয়ার যখন গতিপথ রুকে দাঁড়াবে তখন তুমি সামনে এগিয়ে যেও। আমার মতো মুখ থুবড়ে পড় না

28/04/2025

আল্লাহ যা করেন ভালোর জন্য ই করে

আসসালামু আলাইকুম।।।। জুম্মা মোবারক
01/12/2023

আসসালামু আলাইকুম।।।। জুম্মা মোবারক

শূন্যস্থান কি পূর্ণ হয়??? বাহির থেকে যখন একটা মানুষ কে দেখ সে খুব সুখী কিন্তু না হয়তো বা তার লুকোনো হাসির পিছনে কত কষ্ট,...
30/11/2023

শূন্যস্থান কি পূর্ণ হয়??? বাহির থেকে যখন একটা মানুষ কে দেখ সে খুব সুখী কিন্তু না হয়তো বা তার লুকোনো হাসির পিছনে কত কষ্ট, বা যন্ত্রণা লুকিয়ে আছে তা কেউ জানেও না।সব কিছু চাপা দিয়ে দিব্যি ভালো থাকার অভিনয় টা প্রতিনিয়ত করে যেতে হয়...???
একটা কথা বলি লোকে কি বলবে?? কিন্তু লোক ত সেটাই বলবে মরা র পর আরেকটু গোশত কই????

নিজের মন কে সুস্থ রাখতে গেলে পাশে সবাই বিশ্বস্ত একটা মানুষ খুজি কিন্তু নিজেকে কতটুকু বিশ্বস্ত বানাতে পারছি সেটা চিন্তা করি না।।।
চিন্তা ও করি না কি করে নিজেকে সামলে অন্যকে সামলানো যায়...যদি তা ভাবতাম তাহলে আজ এত শূন্যহীনমন্যতা ভোগতে হত না...
ভোগ তে হত না একাকিত্ব এর মতো ডিপ্রেশনে, টেনশনে।।।
ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ।।।

বর্তমানে মানুষের মধ্যে একটা ই রোগ...সেটা হচ্ছে মানসিক শান্তি। যেটা আজকাল নেই...  গুটিকয়েক জন বাদ দিয়ে সবার মনের মাঝে একট...
30/11/2023

বর্তমানে মানুষের মধ্যে একটা ই রোগ...সেটা হচ্ছে মানসিক শান্তি। যেটা আজকাল নেই... গুটিকয়েক জন বাদ দিয়ে সবার মনের মাঝে একটা ই অসুখ আমি ভালো নেই...!এর মূল কারণ টা কি???

আসলে আমরা কি চাচ্ছি সেটা ই ভালো করে বুঝি না।চোখের নজরে সব কিছু ই শেষ করে দিচ্ছি।ভালো লাগবে কি করে, না পাচ্ছি আল্লাহ কে ভয়, না পাচ্ছি জীবন টা কে সুন্দর করে সাজাতে...পারছি শুরু অমুকের বউ সুন্দর, অমুকের বর সুন্দর, অমুকের জিনিসটা ই আমাদের এখন বেশি পছন্দ,,, একটা ছাড়ি আরেকটা ধরি..অবশেষে যাদের কে ভেঙে চুরে দিয়ে যাচ্ছে তারাই শেষ আর যারা ঠকাচ্ছে তারাই দিব্যি ভালো আছে...আর সেই মানুষ গুলো শেষ হয়ে যাচ্ছে নিরবে...!

আসুন না ঘর কে ভালোবাসি..ঘরে মানুষকে..। কেন জীবন নিয়ে, মন নিয়ে জুয়া খেয়া মেতেছেন...প্লিজ বন্দ করুন।।।

হে আমার মহান রব তুমি আমাকে ক্ষমা করে দাও..আমি তোমাকে ভুলে ই যাচ্ছি শয়তান এর ধোঁকা পরে.. আমাকে ক্ষমা করে দাও..আমি দুনিয়ায়...
25/11/2023

হে আমার মহান রব তুমি আমাকে ক্ষমা করে দাও..আমি তোমাকে ভুলে ই যাচ্ছি শয়তান এর ধোঁকা পরে.. আমাকে ক্ষমা করে দাও..আমি দুনিয়ায় মিথ্যা মায়া জালে জড়িয়ে পরছি..আমাকে ক্ষমা করে দাও.. আমাকে তুমি তোমার পথে চলার জন্য হেফাজত কর..যেন শয়তানের ধোঁকা পরে কোন পাপের কাজে জড়িয়ে না যাই...আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা কর..আমি মানুষ আমার দ্বারা পাপ কাজ হয়ে যাবে তবুও তুমি আমাকে ক্ষমা কর...তোমার পথে চলার তাওফিক দাও... নিজেকে হেফাজতে রাখার জন্য সাহায্য কর...আমিন

এই শাড়ি গুলো যেমন এখন স্মৃতি হিসেবে থাকবে...তেমনি জীবন এ ও কিছু মানুষ স্মৃতি হিসেবে আজীবন রয়ে যাবে... রয়ে যাবে উঠানে এক ...
25/11/2023

এই শাড়ি গুলো যেমন এখন স্মৃতি হিসেবে থাকবে...তেমনি জীবন এ ও কিছু মানুষ স্মৃতি হিসেবে আজীবন রয়ে যাবে...
রয়ে যাবে উঠানে এক কোনে...!!!
দুনিয়াটা মিথ্যা মায়া জালে জড়িয়ে সব কিছু শেষ করে দেওয়া...

তোমার জীবন টা কে তছনছ করার মতো বেশি কিছু র দরকার নেই শুধু মাএ একটা ভুল মানুষ ই যথেষ্ট.. যা জীবন নামক একটা অভিশপ্ত বানিয়ে...
24/11/2023

তোমার জীবন টা কে তছনছ করার মতো বেশি কিছু র দরকার নেই শুধু মাএ একটা ভুল মানুষ ই যথেষ্ট.. যা জীবন নামক একটা অভিশপ্ত বানিয়ে দিয়ে যাবে,ভিতর টাকে ভেঙে চুরে দুমরেমুচরে একে বারে শেষ করে দিয়ে যাবে..
না পারবে বাঁচতে না পারবে মরতে.. নিরব কান্নায় ভেসে যাবে তবুও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে.. জীবন এর গতিতে.. বড্ড একা একা লাগলেও এক মুখ হাসি নিয়ে সবার সামনে মিথ্যা অভিনয় টা চালিয়ে যেতে হবে...চালিয়ে যেতে হবে অভিনেতা হিসেবে নয়তো বা অভিনেত্রী হিসেবে..
জীবন টা একটা মঞ্চনাটকের মতো হয়ে গেসে.. যে যেমন পারছে হাত বদল করছে..
ভাঙা মন কে কিছু মানুষ আসে আরও আসে ভেঙে চুরে শেষ করার জন্য... কিন্তু তারা বুঝে ও না তাদের আর ভাঙা র মতো আর কিছু অবশিষ্ট নেই.. এমনিতেই সব ভেঙে চুরে শেষ হয়ে আছে নতুন করে আর ভাঙার ভয় নেই...!

একাকিত্ব কোন অভিশাপ নয়... এটা আল্লাহ সুবহানা তাল্লা র একটা নেয়ামত...  যখন তুমি আল্লাহ সুবহানা তাল্লা থেকে অন্য কাউকে বেশ...
24/11/2023

একাকিত্ব কোন অভিশাপ নয়... এটা আল্লাহ সুবহানা তাল্লা র একটা নেয়ামত... যখন তুমি আল্লাহ সুবহানা তাল্লা থেকে অন্য কাউকে বেশি ভালোবাসবে তখন তোমার সব কিছু কেড়ে নিয়ে তোমাকে একা করে দিবে.. যেন শুধু মাএ মহান রবের কাছে নিজেকে সোপর্দ করতে পারি।।
একাকিত্ব যেমন তোমাকে ভেঙে চুরে নতুন করে তৈরি করে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, তেমনি মহান রবের কাছাকাছি যেতেও সাহায্য করে..
ভাঙা মন একমাত্র মহান রবের সেজদায় লুটিয়ে পরে সুখ পাওয়া যায়, যা দুনিয়ায় অন্য কিছু ই তে পাবে না...
মনের মানসিক শান্তির দরকার সেজদায় যাও ইনশাআল্লাহ পেয়ে যাবে... মনের খোরাক চাও জিকির কর তৃপ্তি পাবে.. ভালোবাসতে চাও রবকে বাস দেখবে সব পেয়ে যাবে...
জীবন টা কে সুখী করতে চাও রবের কাছে নিজেকে বিলিয়ে দাও...!!!

হে আমার মহান রব, এই জুম্মা দিনের উছিলায় সকলের গুনাহখাতা গুলো কে মাফ করে সঠিক পথে হেদায়েত দান কর আর সকলে ক্ষমা করে দাও......
24/11/2023

হে আমার মহান রব, এই জুম্মা দিনের উছিলায় সকলের গুনাহখাতা গুলো কে মাফ করে সঠিক পথে হেদায়েত দান কর আর সকলে ক্ষমা করে দাও...আমিন আমিন।।

Address

Kapasia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khaleda Rongtoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share