28/10/2024
কারা যেন বলেছিলো এক দিন সব হবে ,
দেখতে দেখতে সব দিন ফুরিয়ে গেলো,
তবুও সেই দিন টা আর জীবনে এলোই না..!
এক দিন সব হয় ?
— না, হয় না !
মানুষ এর জীবনে সুদিন বলতে কিছু নেই ।
আজ আপনার সাথে যা ঘটছে
তা মানিয়ে নিতে পারলে আজকের দিনটাই আপনার জন্য সুদিন হয়ে ধরা দিবে ।
মানুষের আজ যা নেই
তা একটা সময় পেয়ে যাবে এমন ধারণা নিয়ে
দিন গুনে গুনে বৃদ্ধ হওয়া মস্তিষ্কটা
একটা সময়ে গিয়ে বুঝতে পারে
সেই শূন্যতা তার এখনো আছে ;
আসলে কিছুই পাওয়া হয়ে ওঠেনি –
বইঃ কাঠ গোলাপ।